Advertisment

IPL 2019: কোহলি-শাস্ত্রী'র কাছে জবাবদিহি চাইলেন 'ক্ষিপ্ত' ঋষি, মুখ খুললেন প্রকাশ্যেই

IPL 2019: ঋষভ পন্থের ভক্ত হয়ে গিয়েছেন ঋষি কপূর। বুধ-রাতের মারকাটারি ইনিংসে প্রচণ্ড প্রভাবিত তিনি। সেজন্যই কোহলির কাছে প্রশ্ন রাখলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishi Kapoor questions Virat Kohli and Ravi shastri

ঋষভের না থাকা নিয়ে এবার প্রশ্ন তুললেন ঋষি কপূর (ফেসবুক)

ঋষভকে নিয়ে এবার প্রশ্ন ঋষি কপূরের। বলিউডের 'চিন্টু' প্রকাশ্যেই এবার নিজের অসন্তোষ ব্যক্ত করলেন। সরাসরি বিরাট কোহলি ও রবি শাস্ত্রীকে টুইটারে জিজ্ঞাসা করলেন, বিশ্বকাপের স্কোয়াডে ঋষভ পন্থের অনুপস্থিতির কারণ! যা নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় হইচই তুঙ্গে।

Advertisment

বিশ্বকাপের স্কোয়াডে নেই ঋষভ। দল ঘোষণার পর থেকে প্রতি ম্যাচেই যেন নিজেকে প্রমাণ করতে নামছেন ঋষভ। ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন প্রতিপক্ষ বোলারদের উপরে। বুধবারেই যেমন। প্রথম এলিমিনেটরে কার্যত হারা ম্যাচে দলের হয়ে তফাত গড়ে দিলেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। মাত্র ১৬২ রান তাড়া করতে নেমে পৃথ্বী শ দিল্লি ইনিংসের গোড়াপত্তন দারুণভাবে করেছিলেন। তবে ছন্দে থাকা পৃথ্বীকে ফিরিয়ে দেন খলিল। তারপরে রশিদ খান, মহম্মদ নবি, ভুবনেশ্বর কুমারদের সামনে মাঝের ওভারে রীতিমতো চাপে পড়ে যায় দিল্লি।

আরও পড়ুন

IPL 2019 SRH vs DC Highlights in Bengali: শুরু পৃথ্বীর, শেষে ঋষভ-ঝড়, রূদ্ধশ্বাস ম্যাচে হায়দরাবাদ-জয় দিল্লির

১৪তম ওভারে রশিদ খান আবার পরপর ফিরিয়ে দেন কলিন মুনরো ও অক্ষর প্যাটেলকে। সেই অবস্থায় দিল্লির জয় মনে হচ্ছিল বহু দূর। জয়ের জন্য ওভার পিছু তুলতে হত ১০ রানেরও বেশি। অতিবড় দিল্লি সমর্থকরাও আশা ছেড়ে দিয়েছিলেন। তবে ঋষভ পন্থ একাই ম্যাচের রং ঘুরিয়ে দেন। ২১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংসে দিল্লির জয় নিশ্চিত করেন তরুণ ক্রিকেটার।

সবমিলিয়ে দুর্ধর্ষ ফর্মে থাকা ঋষভ পন্থ চলতি টুর্নামেন্টে ৩৭.৫০ গড়ে ১৫ ম্যাচে করে ফেলেছেন ৪৫০ রান। উইকেটের পিছনেও ক্ষিপ্রতায় মনে করিয়ে দিয়েছেন স্বয়ং ধোনি-কে। সানরাইজার্সের বিরুদ্ধে ঋষভের মারকাটারি ইনিংসে এতটাই প্রভাবিত স্বয়ং ঋষি কপূর যে তিনি বৃহস্পতিবার সাতসকালে (সাড়ে আটটা নাগাদ) টুইট করলেন, "বিশ্বকাপের স্কোয়াডে কেন নেই ঋষভ পন্থ? রবি শাস্ত্রী, বিরাট কোহলি, তোমরা কি রয়েছ?" নিজের টুইটের সঙ্গে জাতীয় দলের অধিনায়ক ও কোচকেও ট্যাগ করেন 'ক্ষিপ্ত' অভিনেতা।


সবমিলিয়ে বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন নিয়ে বিতর্ক এখনও পিছু ছাড়ছে না নির্বাচকদের।

Rishabh Pant Virat Kohli ICC Cricket World Cup
Advertisment