/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/DHONI-ROHIT-JPEG.jpg)
ধোনির না থাকা মুম্বইকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে, মত রোহিতের (ছবি টুইটার/স্টার স্পোর্টস)
আইপিএলের ফার্স্টবয় চেন্নাই সুপার কিংস এই নিয়ে চলতি মরসুমে চতুর্থ হারের মুখ দেখল। রোহিত শর্মাদের ঘরের মাঠে গিয়ে হারার পর এবার শুক্রবার নিজেদের ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হারতে হল চেন্নাই সুপার কিংসকে। চেন্নাই টস জিতে প্রথমে বল করে মুম্বইকে ১৫৫ রানে বেঁধে দিয়েছিল। কিন্তু রান তাড়া করতে নেমে মালিঙ্গা ঝড়ে চেন্নাই ১০৯ রানে গুটিয়ে যায়। চিপকে সিএসকে হারল ৪৬ রানে।
এদিনের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির বদলে ক্যাপ্টেনসি করলেন সুরেশ রায়না। ধুম জ্বরে কাবু এমএসডি। ফলে খেলতে পারেননি চেন্নাইয়ের ক্য়াপ্টেন। ধোনির না-থাকাটাই মুম্বইকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। এমনটাই মত খাস মুম্বইয়ের অধিপতি রোহিত শর্মার। ম্যাচের পর সেকথা সাফ বললেন তিনি। রোহিত জানালেন, "ধোনির না-থাকাটা আমাদের কাছে বিরাট আত্মবিশ্বাস জুগিয়েছে। কারণ ওর উপস্থিতি চেন্নাইয়ের কাছে অনেকটা। ধোনিকে ছাড়া রান তাড়া করাটা কঠিন হয়ে যায়। আমি নিশ্চিত সিএসকেও ধোনির অভাব বোধ করেছে। কিন্তু কিছু করার নেই। ও অসুস্থ। এটা কারোর হাতে থাকে না।"
আরও পড়ুন: IPL 2019: নতুন শৃঙ্গ আরোহণের পথে ওয়ার্নার
#AnbuDen, cheer #Yellove for a super win and a speedy recovery for #Thala! #WhistlePodu ???????? pic.twitter.com/kambgFeffK
— Chennai Super Kings (@ChennaiIPL) April 26, 2019
রোহিতের সুরেই গলা মিলিয়েছেন ধোনিদের হেড স্যার স্টিফেন ফ্লেমিং। ম্যাচের পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন, " ও একজন অসাধারণ নেতা আর দুর্দান্ত প্লেয়ার। যখনই ওকে এই দল থেকে বার করে নেওয়া হবে তখনই বিষয়টা কঠিন হয়ে যায়। এতগুলো বছর ধরে ও আমাদের জন্য ধারাবাহিক ভাবে পারফর্ম করছে। এরকম একজন নেতার না থাকা অপূরণীয় ক্ষতির।" ম্যাচ হারার পরেও চেন্নাই কিন্ত লিগটেবিলের মগডালেই রয়েছে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। মুম্বইও ২ নম্বরেই রয়েছে। ১১ ম্য়াচে তাদের সংগ্রহ ১৪।