Advertisment

IPL 2019, RR vs CSK Match Highlights: অনন্য ধোনি, অসাধারণ জয় চেন্নাইয়ের

RR vs CSK Head to Head Highlights: আজও ফুরিয়ে যাননি ধোনি, জয়পুর দেখল মাহি ম্য়াজিক, রাজস্থান রয়্যালসকে রুদ্ধশ্বাস ম্যাচে চার উইকেটে হারিয়ে লিগ শীর্ষে রইল চেন্নাই, ধোনিদের পরের স্টেশন কলকাতা

author-image
IE Bangla Web Desk
New Update
RR vs CSK Live Score, RR vs CSK Match Live

RR vs CSK Live Score, RR vs CSK Match Live

IPL CSK vs RR Head to Head Highlights: আজও ফুরিয়ে যাননি ধোনি। জয়পুর দেখল মাহি ম্য়াজিক। রাজস্থান রয়্যালসকে রুদ্ধশ্বাস ম্যাচে চার উইকেটে হারিয়ে লিগ শীর্ষে রইল চেন্নাই। ধোনিদের পরের স্টেশন কলকাতা। আগামী রবিবার ইডেনে মুখোমুখি কলকাতা-চেন্নাই।

Advertisment

ঘরের মাঠে চেন্নাই কার্যত অপ্রতিরোধ্য। টুর্নামেন্টে চারটে ম্যাচ খেলে চারটেতেই জয় লাভ করেছে সিএসকে। মন্থর পিচ কীভাবে কাজে লাগাতে হয়, তা ধোনির থেকে ভাল আর কে বুঝবেন। দু'টো অ্যাওয়ে ম্যাচে দিল্লিকে সহজেই হারিয়েছে চেন্নাই। তবে মুম্বইয়ের কাছে আটকে গিয়েছেন ধোনিরা। হোম ম্যাচে উতরে গেলেও জয়পুরের এই অ্যাওয়ে ম্যাচে ধোনিদের টিম ব্যালান্স ঠিক রয়েছে কিনা, তা প্রমাণ হয়ে যাবে।

IPL CSK vs RR Head to Head Highlights:

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের শুরুটা মোটেও ভাল হয়নি। পাঁচটি ম্যাচ খেলে চারটেতেই হার হজম করতে হয়েছে অজিঙ্কা রাহানেদের। এমন অবস্থায় অধিনায়ক রাহানে, স্টিভ স্মিথ, বেন স্টোকস, জয়দেব উনাদকারদের এগিয়ে আসতে হবে। জোস বাটলার, জোফ্রা আর্চাররা নিয়মিত পারফর্ম করে চলেছেন। তবে বাকি সতীর্থদের কাছ থেকেও কোচ প্যাডি আপটন পারফরম্যান্স আশা করছেন।

Live Blog

IPL 2019, RR vs CSK Match Live Cricket Score Updates:



























23:47 (IST)11 Apr 19










































অসাধারণ জয় চেন্নাইয়ের

শেষ বলে জয়ের জন্য চার রান প্রয়োজন ছিল, মিচেল স্যান্টনার স্টোকসের বল গ্যালারিতে পাঠালেন

23:44 (IST)11 Apr 19










































ফের মাঠে ধোনি

আম্পায়ার নো-বলের সিদ্ধান্ত দিয়েও প্রত্যাহার করলেন, মানতে না পেরে মাঠে চলে আসলেন ধোনি

23:40 (IST)11 Apr 19










































ধোনি বোল্ড

চেন্নাইয়ের স্বপ্নভঙ্গ, জিতিয়ে আসতে পারলেন না মাহি, তিন বলে প্রয়োজন আট রান

23:27 (IST)11 Apr 19










































রায়ডু চলে গেলেন ধোনিকে রেখে

৪৭ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট রায়ডু,  ধোনির সঙ্গী এখন জাদেজা, শেষ দু ওভারে প্রয়োজন তিরিশ রান

23:08 (IST)11 Apr 19










































৩৬ বলে ৬৪ রান প্রয়োজন চেন্নাইয়ের

হিসেব বলছে ওভার পিছু একটা কর ছ লাগবেই,  ক্রিজে এথনও ধোনি-রায়ডু আছেন, যাঁরা অনায়াস ক্রিকেট খেলে কাজটা করে দিতে পারেন, দুজনেই গেমচেঞ্জার, এখন দেখার চেন্নাই ম্যাচটা বার করে আনতে পারে কি না

22:49 (IST)11 Apr 19










































ধোনি-রায়াডু দুরন্ত ফর্মে

চার উইকেট হারানো দলটাকে ট্র্য়াকে নিয়ে আসলেন ধোনি-রায়ডু, দুজনেই দারুণ ছন্দে খেলছেন, জয়ের স্বপ্ন দেখছে চেন্নাই, এখন দেখার এই জুটি শেষপর্যন্ত দলকে টেনে নিয়ে যেতে পারেন কি না! 

22:26 (IST)11 Apr 19










































স্টোকস যেন উড়ন্ত বাজ

ব্যাকওয়ার্ড পয়েন্টে এ কী ক্যাচ নিলেন স্টোকস,  ঠিক যেন উড়ন্ত বাজ পাখি তিনি,  কেদার যাদব ভাবতে পারেননি এইরকম ক্যাচ নিতে পারেন স্টোকস, অসাধারণ বললেও কম বলা হবে, টুর্নামেন্টের সেরা ক্যাচের একটা ক্যাচ হয়ে থাকল, চেন্নাই কার্যত ব্যাকফুটে, ভরসা সেই ধোনি

22:14 (IST)11 Apr 19










































ফাফ ফিরলেন ডাগআউটে

দু উইকেট হারিয়ে রায়ডু-ফাফ খেলাটা একটু ধরেছিলেন, কিন্তু ফাফ বড় শটের প্রত্যাশায় লঙে ক্যাচ দিয়ে বসলেন, প্রোটিয়া ক্রিকেটারের থেকে আজ পরিণত বোধের আশা করেছিল চেন্নাই, এই অবস্থায় এরকম শট না-মারলেই পারতেন তিনি, 

22:03 (IST)11 Apr 19










































রান আউট রায়না

.এ কোন চেন্নাই! রান তাড়া করতে নেমে দু ওভারের মধ্যেই দু উইকেট হারিয়ে ফেলল তারা,  এর চেয়ে ভাল শুরু করতে পারত না রাজস্থান, রীতিমত চাপে পড়ে গেল চেন্নাই, ম্যাচের রাশ রাজস্থানের হাতেই এখন, আরও কয়েকটা দ্রুত উইকেট পড়ে গেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যাবে ধোনিদের

21:52 (IST)11 Apr 19










































ক্লিন বোল্ড ওয়াটসন

ধবল কুলকার্নির কামাল, ক্লিন বোল্ড হয়ে গেলেন শেন ওয়াটসন, দুর্দান্ত শুরু রাজস্থানের, চেন্নাইয়ের কাছে টার্গেট এমন কিছুও বড় নয়, কিন্তু শুরুতেই এই ধাক্কা চেন্নাইয়ের বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো, ওপেনিং পার্টনারশিপই ভেঙে গেল প্রথমে, যদিও হলুদ জার্সিধারীদের একের পর এক ব্যাটসম্যান রয়েছে এখন 

21:35 (IST)11 Apr 19










































চেন্নাইয়ের টার্গেট ১৫২

শেষ ওভারে শার্দুল ঠাকুর ১৮ রান হজম করলেন, রাজস্থান তুলল ১৫১

21:25 (IST)11 Apr 19










































স্টোকস আউট

দীপক চাহার বেন স্টোকসের মিডল স্টাম্প ছিটকে দিলেন, রাজস্থানের বড় রানের আশাও এখানে শেষ হল

21:19 (IST)11 Apr 19










































শেষ তিন ওভার বাকি

১৬ ওভারে উঠল ১১৭ রান, বাটলার-আর্চারকে কিন্তু মারতেই হবে, নাহলে চেন্নাইকে বড় রানের টার্গেট দিতে পারবে না তাঁরা,  চেন্নাইয়ের কাছে কিন্তু ব্যাটসম্যানের অভাব নেই,  কম রান তাড়া করে জিততে কোনও সমস্যাই হবে না 

21:10 (IST)11 Apr 19










































রাজস্থানের শতরান পার

বেন স্টোকস আর জোফ্রা আর্চার আছেন ক্রিজে, রাজস্থান পার করে গেল শতরান, তাদের হাতে আর অন্তিম পাঁচ ওভার, বলাই বাহুল্য দুজনেই এখন অলআউট ঝাঁপাবেন জয়পুরে

20:54 (IST)11 Apr 19










































স্মিথ আউট, জাদেজার আইপিএলে উইকেটের সেঞ্চুরি

স্মিথও আউট হয়ে গেলেন। রাজস্থানের হাতে আর সেঅর্থে তারকা ব্যাটসম্যান রইল না। এগারো ওভারে উনআশি রান উঠল। হাতে আর অন্তিম নয় ওভার। এখন দেখার বাকি ব্যাটসম্যানরা কতদূর নিয়ে যেতে পারেন দলকে!

20:42 (IST)11 Apr 19










































রাহুল ত্রিপাঠি আউট

রাহুল ত্রিপাঠি আউট, অজিঙ্ক রাহানে আর জোস বাটলার যে ব্যাটটা করছিলেন, মনে হচ্ছিল তাঁদের থামাতে চেন্নাইকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, কিন্তু একের পর এক উইকেট তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিল চেন্নাই, এটাই ধোনির ম্যাচ রিডিং

20:29 (IST)11 Apr 19










































বিপদে রাজস্থান

স্কোরবোর্ডে ৫৩ রান তুলতেই রাজস্থান ৩ উইকেট হারাল। স্যান্টনারের বলে মিড উইকেটে ক্যাচ তুলে বিদায় নিলেন সঞ্জু স্যামসন। ম্যাচে ফিরতে হলে পার্টনারশিপ গড়ায় নজর দিতে হবে বাকি ব্যাটসম্যানদের।

20:21 (IST)11 Apr 19










































বাটলার আউট

ছোটখাটো ঝড় শুরু করেছিলেন বাটলার। রাহানে আউট হওয়ার পরেই শার্দুল ঠাকুরের ওভারে টানা তিনটে চার। তবে বাউন্ডারির হ্যাটট্রিকের পরেই লং অফে আম্বাতি রায়াড়ুর হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন ইংরেজ তারকা (১০ বলে ২৩)।

20:16 (IST)11 Apr 19










































ধোনির মগজাস্ত্র

পরিসংখ্যানে লেখা থাকবে চাহারের উইকেট। তবে সেই চেনা পরিচিত ধোনির মগজাস্ত্র ছন্দে। চাহারের বল প্যাডে লেগেছিল রাহানের। আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন। তবে রিভিউয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন কুল। রিভিউয়ে ধোনির অনুমানই অভ্রান্ত প্রমাণিত হয়। ক্রমশ বিপজ্জনক হতে থাকা রাহানে আউট।

20:10 (IST)11 Apr 19










































বাটলারের সঙ্গে ধুন্ধুমার ব্যাটিং রাহানেরও। প্রথম ওভারে পেসার। দ্বিতীয় ওভারেই স্যান্টনারকে আক্রমণে এনেছিলেন ধোনি। তবে কিউয়ি স্পিনার দাগ কাটতে পারলেন না। ১৪ রান খরচ করলেন। 

20:06 (IST)11 Apr 19










































বাটলারের শুভ সূচনা

জোস বাটলার নিজের চেনা ছন্দে। সিএসকে-র হয়ে প্রথম ওভারে বল করতে আসা দীপক চাহারের ওভারে উঠল ১০ রান। একটা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সমেত।

19:49 (IST)11 Apr 19










































রয়্যালস ক্রিকেটারের সামনে বিরল নজির

রাজস্থান রয়্যালস লিগ তালিকায় শেষ থেকে দু'নম্বরে রয়েছে। তবে সিএসকে তারকা শেন ওয়াটসন আর ৩১ রান করলেই সোয়াই মানসিং স্টেডিয়ামে টি টোয়েন্টিতে ১০০০ রান করে ফেলবেন।

19:41 (IST)11 Apr 19










































টস

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের। অর্থাৎ রান তাড়া করার পথই বেছে নিলেন ধোনিরা।

19:38 (IST)11 Apr 19










































বিরল কীর্তির সামনে ধোনি

মহেন্দ্র সিং ধোনি বিরল কীর্তির অধিকারী হওয়ার সামনে। আর এক ম্যাচ জিতলেই আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে শততম জয়ের কৃতিত্ব গড়বেন তিনি। ধোনির মতোই নজিরের সামনে সতীর্থ জাদেজা। আর দু'ম্যাচ জিতলেই আইপিএলে উইকেট প্রাপক হিসেবে সেঞ্চুরি করে ফেলবেন।

19:27 (IST)11 Apr 19










































সম্ভাব্য প্রথম একাদশ

(রাজস্থান রয়্যালস) অজিঙ্ক রাহানে, জোস বাটলার, স্টিভ স্মিথ, প্রশান্ত চোপরা, বেন স্টোকস/অ্যাস্টন টার্নার, মাহিপাল লোমর, শ্রেয়স গোপাল, জোফ্রা আর্চার, বরুণ অ্যারণ/গৌতম, মিধুন, ধবল কুলকার্নি

(চেন্নাই সুপার কিংস) শেন ওয়াটসন, ফাফ দুপ্লেসিস, সুরেশ রায়না, অম্বাতি রায়াড়ু, এমএস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দীপক চাহার, স্কট কুগেলেইজন, ইমরান তাহির

19:10 (IST)11 Apr 19










































পিচ

সোয়াই মান সিং স্টেডিয়ামের পিচে স্পিনারদের জন্য যেমন সুবিধা থাকছে তেমনই সুইং বোলারদের জন্যও পিচ সহায়তার হাত বাড়িয়ে দেবে।

গতকাল শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে তিন উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।  ১৯৭ রান করেও ওয়াংখেড়েতে হারতে হয়েছিল পাঞ্জাবকে। অনবদ্য শতরান করেছিলেন কেএল রাহুল। তবে পোলার্ডের দাপটে ম্যাচ ছিনিয়ে নেয় মুম্বই।

IPL Rajasthan Royals CSK
Advertisment