IPL CSK vs RR Head to Head Highlights: আজও ফুরিয়ে যাননি ধোনি। জয়পুর দেখল মাহি ম্য়াজিক। রাজস্থান রয়্যালসকে রুদ্ধশ্বাস ম্যাচে চার উইকেটে হারিয়ে লিগ শীর্ষে রইল চেন্নাই। ধোনিদের পরের স্টেশন কলকাতা। আগামী রবিবার ইডেনে মুখোমুখি কলকাতা-চেন্নাই।
ঘরের মাঠে চেন্নাই কার্যত অপ্রতিরোধ্য। টুর্নামেন্টে চারটে ম্যাচ খেলে চারটেতেই জয় লাভ করেছে সিএসকে। মন্থর পিচ কীভাবে কাজে লাগাতে হয়, তা ধোনির থেকে ভাল আর কে বুঝবেন। দু’টো অ্যাওয়ে ম্যাচে দিল্লিকে সহজেই হারিয়েছে চেন্নাই। তবে মুম্বইয়ের কাছে আটকে গিয়েছেন ধোনিরা। হোম ম্যাচে উতরে গেলেও জয়পুরের এই অ্যাওয়ে ম্যাচে ধোনিদের টিম ব্যালান্স ঠিক রয়েছে কিনা, তা প্রমাণ হয়ে যাবে।
অন্যদিকে, রাজস্থান রয়্যালসের শুরুটা মোটেও ভাল হয়নি। পাঁচটি ম্যাচ খেলে চারটেতেই হার হজম করতে হয়েছে অজিঙ্কা রাহানেদের। এমন অবস্থায় অধিনায়ক রাহানে, স্টিভ স্মিথ, বেন স্টোকস, জয়দেব উনাদকারদের এগিয়ে আসতে হবে। জোস বাটলার, জোফ্রা আর্চাররা নিয়মিত পারফর্ম করে চলেছেন। তবে বাকি সতীর্থদের কাছ থেকেও কোচ প্যাডি আপটন পারফরম্যান্স আশা করছেন।
গতকাল শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে তিন উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ১৯৭ রান করেও ওয়াংখেড়েতে হারতে হয়েছিল পাঞ্জাবকে। অনবদ্য শতরান করেছিলেন কেএল রাহুল। তবে পোলার্ডের দাপটে ম্যাচ ছিনিয়ে নেয় মুম্বই।
Web Title:
শেষ বলে জয়ের জন্য চার রান প্রয়োজন ছিল, মিচেল স্যান্টনার স্টোকসের বল গ্যালারিতে পাঠালেন
আম্পায়ার নো-বলের সিদ্ধান্ত দিয়েও প্রত্যাহার করলেন, মানতে না পেরে মাঠে চলে আসলেন ধোনি
চেন্নাইয়ের স্বপ্নভঙ্গ, জিতিয়ে আসতে পারলেন না মাহি, তিন বলে প্রয়োজন আট রান
৪৭ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট রায়ডু, ধোনির সঙ্গী এখন জাদেজা, শেষ দু ওভারে প্রয়োজন তিরিশ রান
হিসেব বলছে ওভার পিছু একটা কর ছ লাগবেই, ক্রিজে এথনও ধোনি-রায়ডু আছেন, যাঁরা অনায়াস ক্রিকেট খেলে কাজটা করে দিতে পারেন, দুজনেই গেমচেঞ্জার, এখন দেখার চেন্নাই ম্যাচটা বার করে আনতে পারে কি না
চার উইকেট হারানো দলটাকে ট্র্য়াকে নিয়ে আসলেন ধোনি-রায়ডু, দুজনেই দারুণ ছন্দে খেলছেন, জয়ের স্বপ্ন দেখছে চেন্নাই, এখন দেখার এই জুটি শেষপর্যন্ত দলকে টেনে নিয়ে যেতে পারেন কি না!
ব্যাকওয়ার্ড পয়েন্টে এ কী ক্যাচ নিলেন স্টোকস, ঠিক যেন উড়ন্ত বাজ পাখি তিনি, কেদার যাদব ভাবতে পারেননি এইরকম ক্যাচ নিতে পারেন স্টোকস, অসাধারণ বললেও কম বলা হবে, টুর্নামেন্টের সেরা ক্যাচের একটা ক্যাচ হয়ে থাকল, চেন্নাই কার্যত ব্যাকফুটে, ভরসা সেই ধোনি
দু উইকেট হারিয়ে রায়ডু-ফাফ খেলাটা একটু ধরেছিলেন, কিন্তু ফাফ বড় শটের প্রত্যাশায় লঙে ক্যাচ দিয়ে বসলেন, প্রোটিয়া ক্রিকেটারের থেকে আজ পরিণত বোধের আশা করেছিল চেন্নাই, এই অবস্থায় এরকম শট না-মারলেই পারতেন তিনি,
.এ কোন চেন্নাই! রান তাড়া করতে নেমে দু ওভারের মধ্যেই দু উইকেট হারিয়ে ফেলল তারা, এর চেয়ে ভাল শুরু করতে পারত না রাজস্থান, রীতিমত চাপে পড়ে গেল চেন্নাই, ম্যাচের রাশ রাজস্থানের হাতেই এখন, আরও কয়েকটা দ্রুত উইকেট পড়ে গেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যাবে ধোনিদের
ধবল কুলকার্নির কামাল, ক্লিন বোল্ড হয়ে গেলেন শেন ওয়াটসন, দুর্দান্ত শুরু রাজস্থানের, চেন্নাইয়ের কাছে টার্গেট এমন কিছুও বড় নয়, কিন্তু শুরুতেই এই ধাক্কা চেন্নাইয়ের বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো, ওপেনিং পার্টনারশিপই ভেঙে গেল প্রথমে, যদিও হলুদ জার্সিধারীদের একের পর এক ব্যাটসম্যান রয়েছে এখন
শেষ ওভারে শার্দুল ঠাকুর ১৮ রান হজম করলেন, রাজস্থান তুলল ১৫১
দীপক চাহার বেন স্টোকসের মিডল স্টাম্প ছিটকে দিলেন, রাজস্থানের বড় রানের আশাও এখানে শেষ হল
১৬ ওভারে উঠল ১১৭ রান, বাটলার-আর্চারকে কিন্তু মারতেই হবে, নাহলে চেন্নাইকে বড় রানের টার্গেট দিতে পারবে না তাঁরা, চেন্নাইয়ের কাছে কিন্তু ব্যাটসম্যানের অভাব নেই, কম রান তাড়া করে জিততে কোনও সমস্যাই হবে না
বেন স্টোকস আর জোফ্রা আর্চার আছেন ক্রিজে, রাজস্থান পার করে গেল শতরান, তাদের হাতে আর অন্তিম পাঁচ ওভার, বলাই বাহুল্য দুজনেই এখন অলআউট ঝাঁপাবেন জয়পুরে
স্মিথও আউট হয়ে গেলেন। রাজস্থানের হাতে আর সেঅর্থে তারকা ব্যাটসম্যান রইল না। এগারো ওভারে উনআশি রান উঠল। হাতে আর অন্তিম নয় ওভার। এখন দেখার বাকি ব্যাটসম্যানরা কতদূর নিয়ে যেতে পারেন দলকে!
রাহুল ত্রিপাঠি আউট, অজিঙ্ক রাহানে আর জোস বাটলার যে ব্যাটটা করছিলেন, মনে হচ্ছিল তাঁদের থামাতে চেন্নাইকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, কিন্তু একের পর এক উইকেট তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিল চেন্নাই, এটাই ধোনির ম্যাচ রিডিং
স্কোরবোর্ডে ৫৩ রান তুলতেই রাজস্থান ৩ উইকেট হারাল। স্যান্টনারের বলে মিড উইকেটে ক্যাচ তুলে বিদায় নিলেন সঞ্জু স্যামসন। ম্যাচে ফিরতে হলে পার্টনারশিপ গড়ায় নজর দিতে হবে বাকি ব্যাটসম্যানদের।
ছোটখাটো ঝড় শুরু করেছিলেন বাটলার। রাহানে আউট হওয়ার পরেই শার্দুল ঠাকুরের ওভারে টানা তিনটে চার। তবে বাউন্ডারির হ্যাটট্রিকের পরেই লং অফে আম্বাতি রায়াড়ুর হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন ইংরেজ তারকা (১০ বলে ২৩)।
পরিসংখ্যানে লেখা থাকবে চাহারের উইকেট। তবে সেই চেনা পরিচিত ধোনির মগজাস্ত্র ছন্দে। চাহারের বল প্যাডে লেগেছিল রাহানের। আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন। তবে রিভিউয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন কুল। রিভিউয়ে ধোনির অনুমানই অভ্রান্ত প্রমাণিত হয়। ক্রমশ বিপজ্জনক হতে থাকা রাহানে আউট।
বাটলারের সঙ্গে ধুন্ধুমার ব্যাটিং রাহানেরও। প্রথম ওভারে পেসার। দ্বিতীয় ওভারেই স্যান্টনারকে আক্রমণে এনেছিলেন ধোনি। তবে কিউয়ি স্পিনার দাগ কাটতে পারলেন না। ১৪ রান খরচ করলেন।
জোস বাটলার নিজের চেনা ছন্দে। সিএসকে-র হয়ে প্রথম ওভারে বল করতে আসা দীপক চাহারের ওভারে উঠল ১০ রান। একটা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সমেত।
রাজস্থান রয়্যালস লিগ তালিকায় শেষ থেকে দু'নম্বরে রয়েছে। তবে সিএসকে তারকা শেন ওয়াটসন আর ৩১ রান করলেই সোয়াই মানসিং স্টেডিয়ামে টি টোয়েন্টিতে ১০০০ রান করে ফেলবেন।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের। অর্থাৎ রান তাড়া করার পথই বেছে নিলেন ধোনিরা।
মহেন্দ্র সিং ধোনি বিরল কীর্তির অধিকারী হওয়ার সামনে। আর এক ম্যাচ জিতলেই আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে শততম জয়ের কৃতিত্ব গড়বেন তিনি। ধোনির মতোই নজিরের সামনে সতীর্থ জাদেজা। আর দু'ম্যাচ জিতলেই আইপিএলে উইকেট প্রাপক হিসেবে সেঞ্চুরি করে ফেলবেন।
(রাজস্থান রয়্যালস) অজিঙ্ক রাহানে, জোস বাটলার, স্টিভ স্মিথ, প্রশান্ত চোপরা, বেন স্টোকস/অ্যাস্টন টার্নার, মাহিপাল লোমর, শ্রেয়স গোপাল, জোফ্রা আর্চার, বরুণ অ্যারণ/গৌতম, মিধুন, ধবল কুলকার্নি
(চেন্নাই সুপার কিংস) শেন ওয়াটসন, ফাফ দুপ্লেসিস, সুরেশ রায়না, অম্বাতি রায়াড়ু, এমএস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দীপক চাহার, স্কট কুগেলেইজন, ইমরান তাহির
সোয়াই মান সিং স্টেডিয়ামের পিচে স্পিনারদের জন্য যেমন সুবিধা থাকছে তেমনই সুইং বোলারদের জন্যও পিচ সহায়তার হাত বাড়িয়ে দেবে।