RR vs KXIP Live Streaming: ম্যাচ দেখতে চোখ রাখবেন কোথায়, কখন?

Rajasthan Royals vs Kings XI Punjab Online Streaming: জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামের ময়দানে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব

Rajasthan Royals vs Kings XI Punjab Online Streaming: জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামের ময়দানে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

When and Where to Watch IPL 2019 RR vs KXIP Live:

Advertisment

স্টিভ স্মিথের ফিরে আসার পর রাজস্থান রয়্যালস (আরআর) সোমবার মাঠে নামছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপরীতে।

স্পট ফিক্সিং এবং বেটিং-এর অভিযোগে দু'বছরের জন্য আইপিএল-এর থেকে বহিষ্কার করা হয় রাজস্থান রয়্যালসকে। দু'বছরের নির্বাসন কাটিয়ে ২০১৮ সালেই তাদের প্রত্যাবর্তন হয় আইপিএল-এর মূল মঞ্চে। কিন্তু এলিমিনেশন রাউন্ডে কলকাতার কাছে ২৫ রানে হেরে যায়। আশা করা যায়, অজিঙ্ক্য রাহানের নেতৃত্বাধীন দলটি অবশ্যই ইতিবাচক ভাবে ১২ তম মরশুমে আইপিএলের প্রতিটি ম্যাচ খেলতে প্রস্তুত।

Advertisment

আরও পড়ুন: রাজস্থান-পাঞ্জাব ম্যাচে আজ নজর স্মিথের উপর

জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামের ময়দানে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাজ্ঞাব।

IPL 2019 KXIP vs RR Online Streaming

কোথায়, কখন এবং কীভাবে দেখবেন, রইল তার বিস্তারিত বিবরণ। প্রতিটি বলের আপডেট এবং লাইভ ধারাভাষ্যের জন্য আপনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার খেলার লাইভে চোখ রাখতে পারেন। ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন হটস্টার, এয়ারটেল টিভি অ্যাপ ও জিও টিভি অ্যাপে সরাসরি লাইভ দেখতে পাবেন। এছাড়া, Star Sports 1, Star Sports 2, Star Sports 3, এবং Star Sports 1 টেলিভিশন চ্যানেলে দেখতে পারবেন রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের খেলা।

রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব

সময়: ২৫ মার্চ, ২০১৯, রাত ৮ টা

কোথায়: সওয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর

IPL