/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/sourav-ganguly-759.jpg)
মহারণের আগেই ভিডিও বার্তা সৌরভের। (এক্সপ্রেস ছবি)
ইডেন মানেই এতদিন তিনি ছিলেন আয়োজক। অতিথিদের সেবা করতে কার্পণ্য করতেন না তিনি। তাঁর নামের পাশে জুড়ে গিয়েছিল 'পারফেক্ট হোস্ট' শব্দবন্ধনী! তবে শুক্রবারের ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের চেনা পরিচিত মাঠেই আসবেন অতিথির জোব্বা পড়ে। যেখানে কেকেআর খেলবে নিজের ঘরের মাঠে। আর দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে মহারাজ বসবেন দিল্লির ডাগ আউটে। সৌরভ তার আগেই ভিডিও বার্তায় জানিয়ে দিলেন, তিনি শহর কলকাতা থেকেও দিল্লির জন্য সমর্থন প্রত্যাশা করছেন।
আরও পড়ুন IPL 2019: মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে তর্ক, ধোনিকে শাস্তি দিল বোর্ড
সৌরভের জন্যই কার্যত আর শহরে বঙ্গভঙ্গ। মহারাজ বনাম কলকাতা ম্য়াচ শেষবার আইপিএল দেখেছিল সাত বছর আগে। পুণে ওয়ারিয়র্সের জার্সিতে সেবার সৌরভ গঙ্গোপাধ্য়ায় ছিলেন ক্রিকেটার। তবে এবারের পরিচিতি নিছক মেন্টর হিসেবে। তাতেই চড়েছে উত্তেজনার পারদ। সিএবি-র সভাপতি থাকাকালীন সৌরভ নিজে দিল্লির মেন্টর হওয়ায় স্বার্থ সংঘাতের ইস্যুতে জড়িয়েছেন। তিন ক্রিকেট প্রেমী তাঁর বিরুদ্ধে প্রশ্নও তুলেছেন। যেজন্য বোর্ডের অম্বুডসম্যানের কাছে রীতিমতো চিঠি পাঠিয়ে নিজের ভূমিকা নিয়ে সাফাই-ও জানাতে হয়েছে তাঁকে।
.@SGanguly99 + Eden Gardens + #DelhiCapitals is bound to create some beautiful memories! ????
Here's a very special message from Dada for all DC fans in Kolkata and Bengal ❤
On a scale of 1⃣ to ????, how excited are you to see him at Eden Gardens tomorrow?#KKRvDC#ThisIsNewDelhipic.twitter.com/2zlppY7PDn
— Delhi Capitals (@DelhiCapitals) April 11, 2019
সেই ঘটনার পরেই সৌরভের কাছে এবার ইডেনে নয়া যুদ্ধ। সম্মান রক্ষার লড়াই বললেও অত্যুক্তি হয় না। দিল্লি ক্যাপিটালসের কাছে এমনিতেই কলকাতায় রাসেলকে ঠেকানো বড় চ্যালেঞ্জ। তার মধ্যেই আলোচনায় সর্বত্র সৌরভ। মহারণে নামার আগেই সৌরভ তাই শহরবাসীর কাছে দিল্লির জন্য সমর্থন আদায় করে নিয়েছেন। এক ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, দিল্লির সঙ্গে কলকাতার খেলা দেখতে আপনারা অবশ্যই মাঠে আসবেন জানি। এটাও জানি, আপনাদের সমর্থন থাকবে কলকাতার জন্য। তবুও বলব, দিল্লিকেও কিন্তু সমর্থন করতে হবে। ঘরের মাঠে দিল্লি জিতেছিল কলকাতার বিরুদ্ধে। কলকাতার পাশাপাশি দিল্লিকেও সমর্থন করুন।