কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে ডাগ আউটে বসতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সূত্রে খবর এমনটাই। স্বার্থ সংঘাতের ইস্যু বেশ কিছুদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়েক বিড়ম্বনায় ফেলেছে। সিএবি-র সভাপতি হয়েও তিনি কী করে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হয়েছেন- এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিন ক্রিকেটপ্রেমী। যার পরে সৌরভকে বিসিসিআই অম্বুডসম্যান রীতিমতো কৈফিয়তও তলব করেছিলেন। তার উত্তরও দিয়েছেন মহারাজ।
আরও পড়ুন IPL 2019: সৌরভ জানালেন স্বার্থ সংঘাতের ইস্যুতে তিনি সত্যিই জড়িত কিনা
এখনও সরকারিভাবে বোর্ডের পক্ষ থেকে সৌরভের বিষয়ে কিছু বলা না হলেও জানা গিয়েছে আসন্ন দিল্লি বনাম কেকেআর ম্যাচে ইডেনে থাকার মৌখিক প্রতিশ্রুতি পেয়ে গিয়েছেন তিনি। বোর্ডের এক শীর্ষ কর্তা সংবাদসংস্থাকে জানান, "দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে বসার ক্ষেত্রে সৌরভের কোনও অসুবিধা হওয়ারও কথা নয়। অম্বুডসম্যান তাঁর সিদ্ধান্তের কথা না জানালেও সৌরভের উপস্থিতিতে আইনত কোনও সমস্যা হবে না। তবে যদি সৌরভ ব্যক্তিগতভাবে অন্য কোনও স্থানে বসতে চান, সেটা তাঁর বিষয়। বিচারপতি জৈন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও নির্দিষ্ট ম্যাচের জন্য নয় বরং সামগ্রিকভাবে সৌরভের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এতেই পুরো বিষয়টি পরিষ্কার।"
পাশাপাশি সেই শীর্ষ কর্তা জানান, "এমনটা বলছি না যে সৌরভকে ব্যক্তিগতভাবে তলব করা হবে। তবে পুরো বিষয়ের সিদ্ধান্ত জানানোর আগে ওঁর হাতে অপশন রয়েছে।"
চলতি সপ্তাহের শুক্রবার ইডেন গার্ডেন্সে কলকাতার মুখোমুখি দিল্লি। এই ম্যাচে দিল্লির ডাগ আউটে সৌরভের সম্ভাব্য উপস্থিতি নিয়েই তিন ক্রিকেটপ্রেমী ভাস্বতী সান্তুয়া, রঞ্জিৎ শীল এবং অভিজিৎ মুখোপাধ্যায় স্বার্থ সংঘাতের ইস্যুতে সৌরভের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও বোর্ডের অম্বুডসম্যান স্পষ্ট জানিয়ে দেন, কোনও নির্দিষ্ট ম্যাচের জন্য নয়, বরং সামগ্রিকভাবে সৌরভের ভূমিকা নিয়েই বক্তব্য জানতে চাওয়া হয়েছিল সৌরভের। একইসঙ্গে সিএবি-র সভাপতি এবং দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টার জোড়া ভূমিকায় থাকায় বোর্ডের সংবিধানের ৩৮ (৮) ধারা লঙ্ঘন করেছেন তিনি। কারণ সেই ধারা অনুযায়ী, কোনও অবস্থাতেই কোনও ব্যক্তি এই ধরনের দ্বৈত ভূমিকা পালন করতে পারেন না।
Please read the full article in English