Advertisment

IPL 2019 SRH vs KXIP Highlights in Bengali: ওয়ার্নার-রশিদের ম্যাজিকে প্লে অফের কাছাকাছি সানরাইজার্স, মন জিতলেন লোকেশ

SRH vs KXIP 2019 Highlights: হায়দরাবাদের ২১৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শোচনীয়ভাবে ব্যর্থ কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। একা লড়লেন লোকেশ রাহুল। তবে তা যথেষ্ট ছিল না।

author-image
IE Bangla Web Desk
New Update
SRH vs KXIP Live Score, IPL 2019 SRH vs KXIP Live Score

SRH vs KXIP Live Score, IPL 2019 SRH vs KXIP Live Score

Sunrisers Hyderabad Vs Kings XI Punjab Highlights: ২১২-র জবাবে স্কোরবোর্ডে কিংস ইলেভেন পাঞ্জাব তুলল মাত্র ১৬৭  রান। তা-ও আবার ৮ উইকেট হারিয়ে। সানরাইজার্স হায়দরাবাজদের জয় ৪৫ রানে। জানা ছিল বিশাল এক টার্গেট। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে যে এভাবে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসবে কিংসদের ব্যাটিং, কে ভেবেছিল! লোকেশ রাহুল (৫৫ বলে ৭৯ ) বাদে কোনও কিংস ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ব্যাট করতে ব্যর্থ। অন্যদিকে, ব্যাট হাতে সানরাইজার্সকে ওয়ার্নার রংমশাল দেখালে, বল হাতে আরও একবার ভেলকি রশিদ খান। তিন উইকেট দখল করেন তিনি। কিংসদের টপ অর্ডারে ভাঙন ধরান খলিল আহমেদ। তিনিও ৩ উইকেট নেন।

Advertisment

Live IPL 2019: SRH vs KXIP Playing 11 Highlights

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স তুলেছিল ২১২ রান। দেশে ফিরে যাওয়ার আগে ফের একবার দলকে টানলেন ডেভিড ওয়ার্নার। কার্যত অপ্রতিরোধ্য ফর্মে থাকা ওয়ার্নার এদিন ৮১ করে যান। ঋদ্ধিমান (২৮), মণীশ পাণ্ডে-ও (৩৬) ব্য়াট হাতে যথাযথ। শেষদিকে মহম্মদ নবি ২০ রানের ক্যামিও ইনিংসে দলকে ২০০ পার করে দেন। কিংসদের হয়ে এদিন দুটো করে উইকেট দখল করেন সামি ও অশ্বিন।

আইপিএলের ৪৮ তম ম্যাচে উপ্পল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্য়াচ জিতে প্লে অফের দৌঁড়ে অনেকটাই এগিয়ে গেল সানরাইজার্স ব্রিগেড। সানরাইজার্সের জার্সিতে এই ম্যাচেই শেষবার খেললেন ডেভিড ওয়ার্নার। এই ম্যাচের পরে তিনি দেশে উড়ে যাচ্ছেন বিশ্বকাপের প্রস্তুতিতে। দুরন্ত ব্যাটিংয়ে কমলা জার্সিতে আইপিএলের শেষ ম্যাচ উজ্জ্বল করে রাখলেন ওয়ার্নার।

Live Blog














23:47 (IST)29 Apr 19





















জয় সানরাইজার্সের

২১২ রানের জবাবে কিংসরা ৮ উইকেট হারিয়ে তুলল মাত্র ১৬৭ রান। সানরাইজার্সের জয় ৪৫ রানে

23:46 (IST)29 Apr 19





















৪৫ রানে জয় সানরাইজার্সের

নির্ধারিত ২০ ওভারে কিংস ইলেভেন পাঞ্জাব তুলল ১৬৭ রান। সানরাইজার্সের জয় ৪৫ রানে।

23:36 (IST)29 Apr 19





















আউট রাহুল

৫৫ বলে ৭৯ রান করে অবশেষে বিদায় লোকেশ রাহুলের। খলিল আহমেদের স্লো বলে ছক্কা মারতে গিয়ে আউট তিনি। দুর্ধর্ষভাবে ক্যাচ তালুবন্দি করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

23:32 (IST)29 Apr 19





















১৮ ওভারে ১৫৭

১৮ ওভারে কিংস ইলেভেন ১৫৭-৫। শেষ দু ওভারে জয়ের জন্য প্রয়োজন ৫৬ রান।

23:27 (IST)29 Apr 19





















রাহুলের চওড়া ব্যাটে রানের বন্যা

মাতাচ্ছেন রাহুল। জয়ের জন্য প্রয়োজন কার্যত অসম্ভব এক সমীকরণ। সেই ম্যাচেই রানের ঝুলঝুরি রাহুলের ব্যাট থেকে। ভুবনেশ্বর কুমারকে চার-ছক্কা মারা হোক বা সন্দীশ শর্মাকে এক হাতে ওভার বাউন্ডারি! সম্ভ্রম আদায় করে নিচ্ছেন লোকেশ রাহুল (৫১ বলে ৭৪)। ১৭ ওভার শেষে কিংস রা ১৪৫-৫। জিততে হলে শেষ তিন ওভারে ৬৮ রান করতে হবে।

23:12 (IST)29 Apr 19





















রাহুলের হাফসেঞ্চুরি

ক্রিজের অন্যপ্রান্ত থেকে একে একে ফিরে যাচ্ছেন সতীর্থরা। তবে অন্যপ্রান্তে অবিচল লোকেশ রাহুল (৩৯ বলে ৫২)। জোড়া ছক্কা হাকিয়ে মহম্মদ নবির বলে অর্ধশতরান পূর্ণ করে ফেললেন তিনি। ১৪ ওভারে কিংস ১২০।

23:10 (IST)29 Apr 19





















রশিদের ভেলকি

এক ওভারে জোড়া উইকেট রশিদের। প্রথমে মিলার। তারপর অধিনায়ক অশ্বিন। একের পর এক বলে বিট করে দিচ্ছিলেন ডেভিড মিলারকে। শেষ পর্যন্ত রশিদ খানের বলেই ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে বিদায় দক্ষিণ আফ্রিকান তারকার। শেষ বলে এসেই আউট অশ্বিন। ১৩ ওভারে কিংস ইলেভেন ১০৭। হ্যাটট্রিকের সামনে রশিদ খান

23:02 (IST)29 Apr 19





















রশিদের হাফসেঞ্চুরি

আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরি করে ফেললেন রশিদ খান

23:02 (IST)29 Apr 19





















আউট মারমুখী নিকোলাস পুরান

মারমুখী নিকোলাস পুরানকে ফেরালেন খলিল আহমেদ। তবে বোলারের থেকেও বেশি কৃতিত্ব প্রাপ্য অধিনায়ক কেন উইলিয়ামসন। আরসিবি ম্যাচে ২৮ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংসে যেখানে থেমেছিলেন ক্যারিবিয়ান তারকা, সেখান থেকেই যেন শুরু করেছিলেন সানরাইজার্স ম্যাচ। খলিল আহমেদের একের পর এক বল উড়ে যাচ্ছিল বাউন্ডারিতে। কেন উইলিয়ামসন শর্ট বল করার পরামর্শ দেন খলিলকে। সেই পরামর্শ মেনেই প্যাভিলিয়নে নিকোলাস পুরান (১০ বলে ২১)। ক্রিজে এলেন ডেভিড মিলার। ১১ ওভারে কিংস ইলেভেন ৯৬। এর আগে একবার ক্যাচ ধরেও বাউন্ডারির দড়ি স্পর্শ করে ফেলেছিলেন ভুবনেশ্বর। তার প্রায়শ্চিত্ত করেই নিকোলাস পুরানকে দুর্ধর্ষ ক্যাচে ফেরালেন ভুবনেশ্বর।

22:49 (IST)29 Apr 19





















দ্বিতীয় উইকেটের পতন

ক্রমাগত চাপ বাড়ছিল। হু হু করে উর্ধ্বমুখী আস্কিং রেট। এমন অবস্থায় রশিদ খানের বিরুদ্ধে চালিয়ে খেলতে গিয়ে আউট মায়াঙ্ক আগারওয়াল (১৮ বলে ২৭)। রশিদ খানের ওভারে তৃতীয় বলে বিশাল ছক্কা মেরেছিলেন। তারপরের বলে ডিপ মিড উইকেটে বিজয়শঙ্করের হাতে ক্যাচ তুলে বিদায় মায়াঙ্কের। ৯ ওভার শেষে কিংস ব্রিগেড ৭১।

22:36 (IST)29 Apr 19





















ভরসা রাহুল

গেইল নেই। কিংসদের ভরসা আপাতত লোকেশ রাহুল। ৭ ওভার শেষে কিংসদের দলগত স্কোর ৫৫।

22:28 (IST)29 Apr 19





















চাপে কিংসরা

টাইট বোলিং। সেই সঙ্গে আটোসাটো ফিল্ডিং। কিংস ইলেভেন পাঞ্জাবকে যথেষ্ট চাপে রেখেছে সানরাইজার্স। ৫ ওভার শেষে কিংস বাহিনী মাত্র ৪০।

22:17 (IST)29 Apr 19





















বস নেই

ডেভিড ওয়ার্নারের প্রতিষেধক যিনি হতে পারতেন সেই ক্রিস গেইল শুরুতেই আউট। খলিল আহমেদের বল ছক্কা হাকাতে গিয়ে ক্যাচ তুলেছিলেন। দুর্দান্তভাবে ক্যাচ তালুবন্দি করেন মণীশ পাণ্ডে। শুরুতেই ধাক্কা খেল কিংস ইলেভেন। ক্রিজে ব্যাট করছেন মায়াঙ্ক আগারওয়াল (২ বলে ৩) এবং লোকেশ রাহুল (১৩ বলে ১৩)। ৩ ওভার শেষে কিংস ইলেভেন ২১।

22:08 (IST)29 Apr 19





















গেইল ইজ অন ক্রিজ

২১৩ রানের পাহাড়প্রমাণ টার্গেট। কিংসদের হয়ে ওপেনিংয়ে দ্য ইউনিভার্সাল বস ক্রিস গেইল। পারলে তিনিই পারবেন! এমনই ভরসা সমর্থকদের। প্রথম বলেই বাউন্ডারি হাকিয়েছেন তারকা। খলিল আহমেদের প্রথম ওভার শেষে কিংস ইলেভেন ৭-০

21:48 (IST)29 Apr 19





















ওয়ার্নার

আইপিএলে নিজের শেষ ম্যাচ মাতিয়ে দিলেন ওয়ার্নার

21:44 (IST)29 Apr 19





















টার্গেট ২১৩

কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে জয়ের জন্য ২১৩ রানের টার্গেট রাখল সানরাইচজার্স হায়দরাবাদ।

21:38 (IST)29 Apr 19





















জোড়া উইকেট সামির

১৯ ওভারে সানরাইজার্স ২০২। কেন উইলিয়ামসন ও মহম্মদ নবিকে ফিরিয়ে দিয়েছেন সামি। ক্রিজে আপাতত রশিদ খানের সঙ্গে ব্যাট করছেন বিজয়শঙ্কর।

21:32 (IST)29 Apr 19





















এক ওভারে ২৬!

ওয়ার্নার আউট তো কী! ক্রিজে তো রয়েছেন কেন উইলিয়ামসন ও নবি। স্বদেশীয় মুজিব উর রহমানের বোলিংয়ে ঝড় তুললেন নবি। তিনটে ওভার বাউন্ডারি ও একটা বাউন্ডারি সমেত নবি রয়েছেন বিধ্বংসী মেজাজে।

21:23 (IST)29 Apr 19





















দুরন্ত অশ্বিন

৮২ রানের পার্টনারশিপে জমে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও মণীশ পাণ্ডে জুটি। সেই সময়েই ত্রাতা অধিনায়ক অশ্বিন। একই ওভারে তিনি ফিরিয়ে দিলেন দুই তারকাকে। নিশ্চিত সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অস্ট্রেলিয়ান তারকা। ৫৬ বলে ৮১ রান করে মুজিব উর রহমানের হাতে ক্যাচ তুলে আউট তিনি। ১৭ ওভার শেষে ১৬৯ হায়দরাবাদ। ক্রিজে ব্যাট করছেন কেন উইলিয়ামসন ও মহম্মদ নবি।And that's the last time David Warner was out there for us this season!A magnificent 81 in his last match, kisses the bat and goes back with a standing ovation from the entire stadium! 🧡🧡Thank you, @davidwarner31! #OrangeArmy #RiseWithUs #SRHvKXIP— SunRisers Hyderabad (@SunRisers) April 29, 2019

21:15 (IST)29 Apr 19





















অবশেষে ব্রেক থ্রু

স্কোরবোর্ডে বড় রান তোলার পথে সানরাইজার্স। মণীশ পাণ্ডে জমে গিয়েছিলেন ক্রিজে ওয়ার্নারের সঙ্গে। অধিনায়ক অশ্বিন এনে দিলেন বহু কাঙ্খিত ব্রেক থ্রু।  ১৫ ওভারেই ১৫৯ রান তুলে ফেলেছে হায়দরাবাদ। ৫৩ বলে ৮০ রানে ব্যাট করছেন ওয়ার্নার। মণীশ ২৫ বলে ৩৬ করে আউট।

20:57 (IST)29 Apr 19





















অপ্রতিরোধ্য ওয়ার্নার

নিজের চেনা মেজাজেই ব্যাট করছেন ওয়ার্নার। বাউন্ডারি হাকিয়ে অর্ধশতরান পূর্ণ করে ফেললেন ডেভিড ওয়ার্নার। চলতি টুর্নামেন্টে তাঁর অষ্টমন অর্ধশতরান (৪২ বলে ৫৮)। কার্যত ফ্ল-লেস ব্যাটিং বলতে যা বোঝায় তাই করছেন। এর মধ্যে মণীশ পাণ্ডে ক্যাচ তুলেও বেঁচে গিয়েছেন। তিনি ১৭ বলে ২১। তবে অন্যপ্রান্তে ওয়ার্নার অপ্রতিরোধ্য। ১২ ওভার শেষে সানরাইজার্স ১২২।

20:41 (IST)29 Apr 19





















আউট ঋদ্ধি

বেয়ারস্টো-ওয়ার্নার জুটি যা পারেনি, সেটাই করে দেখিয়েছিল ঋদ্ধিমান-ওয়ার্নার জুটি। পাওয়ার প্লে-তে সানরাইজার্সের সেরা স্কোর বোর্ডে তোলা। তবে বেশিক্ষণ টিকলেন না বাঙালি কিপার। ১৩ বলে ২৮ রানের ঝড় তুলে আউট তিনি। মুরুগান অশ্বিনের বলে পুল করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে বিদায় তাঁর। ৮ ওভার শেষে সানরাইজার্স ৯১-১। ক্রিজে মণীশ পাণ্ডে।

20:24 (IST)29 Apr 19





















আক্রমণে মহম্মদ সামি

মুজিব উর রহমান, আর্শদীপরা প্রভাব ফেলতে পারছেন না। তাই অভিজ্ঞ মহম্মদ সামির উপরে ভরসা রাখলেন অশ্বিন। সানরাইজার্স মাত্র ৪ ওভারেই ৫০ করে ফেলেছে। ডেভিড ওয়ার্নারের পাশাপাশি ব্যাটে ঝলক দেখাচ্ছেন ঋদ্ধিও (১০ বলে ২৬)।  মহম্মদ সামির ওভারেই  একটা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সমেত ঋদ্ধি তুললেন ১৩ রান। ৫ ওভার শেষে সানরাইজার্স ৬৬ রান।

20:15 (IST)29 Apr 19





















ওয়ার্নার শো হবে?

গ্রেগ চ্যাপেল হলে নির্ঘাত তাঁর টিপিক্যাল অ্যাকসেন্টে বলতেন, ওয়ার্নার ইজ ডুয়িং হোয়্যাট হি ডাজ বেস্ট! উপ্পলের পিচে মারকাটারি ওয়ার্নার-শো শুরু হয়ে গেছে। বেয়ারস্টো ফিরে যাওয়ার পরে অস্ট্রেলিয়ান তারকার ওপেনিংয়ে  সঙ্গী বাঙালি ঋদ্ধিমান। সেখানেই ওয়ার্নার ছোটখাটো ঝড়ে বুঝিয়ে দিয়েছেন আইপিএলের শেষ ম্যাচে তিনি ছাপ রেখে যেতে চান। প্রথম ওভারে আর্শদীপ সিংকে জোড়া বাউন্ডারি এবং দ্বিতীয় ওভারেই মুজিব উর রহমানকে ছক্কা হাকিয়েছেন তিনি। ৩ ওভার শেষে সানরাইজার্স ৩৫ । ওয়ার্নার ১২ বলে রানে ব্যাট করছেন ১৭ রানে।

20:02 (IST)29 Apr 19





















অভিষেক

কিংসদের জার্সিতে আজ অভিষেক ঘটল প্রভসিমরন সিংয়ের।

20:01 (IST)29 Apr 19





















প্রথম একাদশ

19:59 (IST)29 Apr 19





















সানরাইজার্স হায়দরাবাদ

ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে, বিজয়শঙ্কর, মহম্মদ নবি, ঋদ্ধিমান সাহা, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, খলিল আহমেদ, সন্দীপ শর্মা

19:57 (IST)29 Apr 19





















কিংস ইলেভেন পাঞ্জাব

লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, ডেভিড মিলার, নিকোলাস পুরান, প্রভসিমরান সিং, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন, মুজিব উর রহমান, মহম্মদ সামি, আর্শদীপ সিং

19:54 (IST)29 Apr 19





















টস

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কিংস ইলেভেন পাঞ্জাবের

রবিবার প্রবল প্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইডেন গার্ডেন্স মাতিয়ে দিয়েছে কেকেআর। রোহিত শর্মাদের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিং সফল, বহুদিন পরে।
Kings XI Punjab Sunrisers Hyderabad KXIP IPL
Advertisment