কামব্যাক সোজা হবে না স্মিথের: অশ্বিন

"মাঝের এক বছরে নিজের খেলা নিয়ে নিশ্চয়ই ও বিস্তর খেটেছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর দূরে থাকলে একটা জড়তা থাকেই। আমরা সেই জড়তাকে কাজে লাগানোর চেষ্টা করব।"

"মাঝের এক বছরে নিজের খেলা নিয়ে নিশ্চয়ই ও বিস্তর খেটেছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর দূরে থাকলে একটা জড়তা থাকেই। আমরা সেই জড়তাকে কাজে লাগানোর চেষ্টা করব।"

author-image
IE Bangla Web Desk
New Update
ipl 2019 rajasthan royals kings eleven punjab

মাঝমাঠে স্মিথ-রাহানে

আজ সন্ধেয় রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের আগেই মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিলেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। সাফ বলে দিলেন, "স্টিভ স্মিথ বড় প্লেয়ার, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে একটা বড় ব্রেকের পরে কামব্যাক করা সহজ হবে না।"

Advertisment

বল-বিকৃতির দায়ে অভিযুক্ত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথকে নির্বাসনে পাঠিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই নির্বাসনের পর আজ আইপিএল দুনিয়ায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে স্মিথের। এই প্রসঙ্গে অশ্বিন বলেছেন, "স্মিথ 'কোয়ালিটি প্লেয়ার', এটা আমরা সবাই জানি। মাঝের এক বছরে নিজের খেলা নিয়ে নিশ্চয়ই ও বিস্তর খেটেছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর দূরে থাকলে একটা জড়তা থাকেই। আমরা সেই জড়তাকে কাজে লাগানোর চেষ্টা করব। কামব্যাক করা সহজ হবে না স্মিথের।"

আগেভাগে এসব বলে বিপক্ষের অন্যতম সেরা ব্যাটসম্যানের উপর বাড়তি চাপ তৈরি করে রাখতে চাইলেন অশ্বিন, এমনটাই মনে করছেন অনেকে। মনে করছেন,এটা আসলে স্ট্র্যাটেজির অঙ্গ।

আরও পড়ুন: রাজস্থান-পাঞ্জাব ম্যাচে আজ নজর স্মিথের উপর

Advertisment

গতকাল ইডেনে নির্বাসন থেকে ফিরে ডেভিড ওয়ার্নারকে পাওয়া গিয়েছে নিজের পুরনো বিধ্বংসী মেজাজে, দুর্দান্ত ৮৫ করেছেন মাত্র ৫৩ বলে। স্মিথের আইপিএল-প্রত্যাবর্তন কেমন হতে যাচ্ছে, এখন সেটাই দেখার। মিলে যাবে পাঞ্জাব অধিনায়কের ভবিষ্যৎবাণী? নাকি স্মিথ প্রমাণ করে দেবেন, যে বড় ব্যাটসম্যান, তার স্কিলে অত সহজে মরচে ধরে না?

মজাটা হলো, অশ্বিন নিজেও ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু বিশ্বকাপের বাস বোধহয় তাঁর ধরা হবে না, কারণ সাদা বলে দিব্যি খেল দেখাচ্ছেন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল এবং রবীন্দ্র জাদেজা। এ বিষয়ে প্রশ্ন করা হলে একটু বিরক্তিই প্রকাশ করলেন ঠাণ্ডা মাথার অশ্বিন। "এই প্রশ্নের উত্তর জানা নেই আমার। সিলেক্টররা বলবেন। আমি এটুকুই জানি, যে আমি দুটো ওয়ার্ল্ড কাপ খেলেছি। যদি আমাকে যোগ্য মনে করা হয়, এবং আমি নির্বাচিত হই, তাহলে খেলতে অবশ্যই দারুণ লাগবে।"

(পিটিআই ইনপুট সহ)

Steve Smith Kings XI Punjab Rajasthan Royals IPL