Advertisment

IPL 2019: কেকেআরকে হারানোর পরেই মহা-সমস্যায় রাজস্থান, চিন্তায় রাহানেরা

IPL 2019: মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগেই রাজস্থান রয়্যালস বদলে ফেলেছিল তাঁদের ক্যাপ্টেন। রাহানের বদলে নিয়ে আসা হয়েছিল স্টিভ স্মিথকে। তিন ম্যাচে নেতৃত্ব দিয়ে জোড়া জয় এনে দিলেন ক্যাপ্টেন স্মিথ।

author-image
IE Bangla Web Desk
New Update
Steve Smith to leave Rajasthan after RCB match

রাজস্থান রয়্যালস ছাড়ছেন স্মিথ (আইপিএল ওয়েবসাইট)

৩০ তারিখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ খেলেই দেশে পাড়ি দিচ্ছেন স্টিভ স্মিথ। দেশের হয়ে বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নেবেন তিনি। ইডেনে কলকাতা নাইট রাইডার্স-কে তিন উইকেটে হারানোর পরে নিজেই একথা খোলসা করে স্বীকার করেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার।

Advertisment

আরও পড়ুন IPL 2019, KKR vs RR Live Cricket Score Updates: টানা হাফ ডজন ম্য়াচ হারল কেকেআর

মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগেই রাজস্থান রয়্যালস বদলে ফেলেছিল তাঁদের ক্যাপ্টেন। রাহানের বদলে নিয়ে আসা হয়েছিল স্টিভ স্মিথকে। তিন ম্যাচে নেতৃত্ব দিয়ে জোড়া জয় এনে দিলেন ক্যাপ্টেন স্মিথ। জোড়া জয়ের সৌজন্যেই প্লে অফে ওঠার দৌঁড়ে এখনও টিকে রয়েছে রাজস্থান রয়্যালস। স্মিথের পাশাপাশি রাজস্থান রয়্যালস ছাড়ছেন জোফ্রা আর্চার ও বেন স্টোকসও। ইংল্যান্ডের বিশ্বকাপ-প্রস্তুতিতে যোগ দেবেন দুই ক্রিকেটার।

ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে স্মিথ বলেন, "আমরা কিছু ক্রিকেটারদের হারাতে চলেছি। জোফ্রা ও স্টোকস দুজনেই আজ রাত্রে দেশের বিমানে উঠছেন। দুজন ইংল্যান্ডে ফিরে যাওয়ায় খুব গুরুত্বপূর্ণ দুই পজিশন আমাদের ভরাট করতে হবে। আমি ১৩ ম্যাচের জন্য খেলতে এসেছিলাম।"

এর পরেই তিনি জানান, "ব্য়াঙ্গালোর ম্যাচের পরে আমিও ফিরে যাচ্ছি। আশা করি, আমিও অবদান রাখতে পারব। দেখা যাক, আরও কিছু জয় এনে দিতে পারি কিনা!" বৃহস্পতিবার কেকেআরের ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান একসময় ৯৮/৫ হয়ে গিয়েছিল। সেখান থেকে ১৭ বছরের তরুণ রিয়ান পরাগ ৩১ বলে ৪৭ রানের ইনিংসে ঠাণ্ডা মাথায় দলকে জয় এনে দেন।

যাইহোক, স্মিথ, আর্চার, স্টোকসদের বিদায়ে রাজস্থান এই দুরন্ত পারফরম্যান্স ধরে রাখতে পারে কিনা, সেটাই দেখার।

Steve Smith KKR Rajasthan Royals Ben Stokes IPL
Advertisment