IPL 2019: মাঠেই এবার কোহলি বনাম অশ্বিন! বিতর্কের আগুন ক্রমশ বাড়ছে, রইল ভিডিও

IPL 2019: কোহলি বনাম অশ্বিনের সেলিব্রেশন বিতর্ক ক্রমশ বড় আকার নিচ্ছে। মাঠের মধ্যের যুদ্ধ এবার ছড়াল মাঠের বাইরেও। বিতর্ক এড়াতে অশ্বিন মুখ খুললেন ম্যাচের পরেই।

IPL 2019: কোহলি বনাম অশ্বিনের সেলিব্রেশন বিতর্ক ক্রমশ বড় আকার নিচ্ছে। মাঠের মধ্যের যুদ্ধ এবার ছড়াল মাঠের বাইরেও। বিতর্ক এড়াতে অশ্বিন মুখ খুললেন ম্যাচের পরেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli and Ravichandran Ashwin

মাঠে বিতর্কে অশ্বিন-কোহলি (আইপিএল ওয়েবসাইট)

মাঠেই লেগে গেল রবিচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলির। ম্যাচে এমনিতেই ১৭ রানে হেরে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। তবে মাঠের মধ্যের যুদ্ধ ছাপিয়ে বিতর্কের কেন্দ্রে এবার কোহলি বনাম অশ্বিন! ম্যাচ শেষ হওয়ার পরেও যা কমার কোনও ইঙ্গিত নেই। প্রথমে ব্যাট করতে নেমে কোহলি ব্যাট হাতে বেশি অবদান রাখতে পারেননি। তবে কোহলি আউট হওয়ার পরেই বিশ্রী অঙ্গভঙ্গি করে উৎসবে মেতেছিলেন অশ্বিন।

Advertisment

আরও পড়ুন IPL 2019 RCB vs KXIP Highlights in Bengali: এবি ঝড়ে হ্যাটট্রিক জয় কোহলিদের, এখনও বেঁচে প্লে অফ স্বপ্ন

তারই পালটা কোহলি দেন অশ্বিন আউট হওয়ার পরে। আরসিবি-র ২০২ রানের টার্গেট দারুণভাবে তাড়া করছিল পাঞ্জাব। তবে ক্রিজে সেট হয়ে যাওয়া পুরান ও মিলার একই ওভারে আউট হয়ে যাওয়ার পরে শেষ ২ ওভারে কিংসদের জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৩৩ রান। এবং শেষ ওভারে ২৭ রান প্রয়োজন ছিল।

দেখুন ভিডিও

Advertisment


ক্রিজে ব্যাট করতে এসেই উমেশ যাদবের প্রথম বলেই ছক্কা হাকিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। তবে দ্বিতীয় বলে লং অনের বাউন্ডারি ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে বিদায় নেন তারকা স্পিনার। তবে কোহলি ক্য়াচ ধরেই পালটা দেন অশ্বিনকে। মানকাডিং বিতর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে অঙ্গভঙ্গি করেন।

কোহলি বনাম অশ্বিনের সেলিব্রেশন বিতর্কের অভিঘাত এখনও কাটছে না। ম্যাচের পরে অশ্বিন সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, "আমি ক্রিকেট বেশ প্যাশন দিয়ে খেলি। কোহলিও তাই। ঘটনাটা এটুকুই।"

টানা তিনটে ম্যাচ জেতার পরে কোহলিরা এখনও প্লে অফের দৌঁড়ে। ১১ ম্যাচে তাঁদের সংগ্রহ ৮ পয়েন্ট। জিততে হলে বাকি ম্য়াচগুলির প্রত্যেকটি জিততে হবে বিরাটদের।

RCB Virat Kohli Kings XI Punjab KXIP IPL