Advertisment

রান করতে ভুলেছেন রাসেল, ক্যারিবিয়ান তারকাকে নিয়ে চিন্তার শেষ নেই কেকেআরের

রান করতে পারছেন না। দুর্ভাগ্যজনকভাবে রাসেলের স্ট্রাইক রেট কামিন্স, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান সহ কেকেআর স্কোয়াডের অধিকাংশ ব্যাটসম্যানদের তুলনায় কম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তিনি মাঠে ব্যাট হাতে নামলেই ছক্কা, চারের প্রহর গোনেন ক্রিকেটপ্রেমীরা। বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে মাতিয়ে দেন মাঠ। আইপিএলের সবথেকে বিধ্বংসী ব্যাট আন্দ্রে রাসেলের হল টা কী!

Advertisment

আন্দ্রে রাসেল টুর্নামেন্টের ইতিহাসে যে সবথেকে বিধ্বংসী ব্যাটসম্যান, তা নিয়ে সন্দেহ নেই। স্ট্রাইক রেট ১৮৪.০১। টুর্নামেন্টের ইতিহাসে যা সেরা। বোলারদের পিটিয়ে ছাতু করতে রাসেলের জুড়ি মেলা ভার।

আরো পড়ুন ছুটে, ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ ধোনির! ম্যাচ হেরেও বাজিগর সেই মাহি

গত মরশুমে কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১৩ ইনিংসে ৫১০ রান করেছিলেন। ৪টে অর্ধশতরান সহ স্ট্রাইক রেট ছিল ২০৪.৮১। গোটা টুর্নামেন্ট জুড়ে ৩১টা বাউন্ডারি সমেত ৫২টা ওভার বাউন্ডারি হাকিয়েছিলেন। থামানোই যায়নি ক্যারিবিয়ান তারকাকে। কেকেআরকে একাধিকবার অবিশ্বাস্য ম্যাচ জিতিয়ে দিয়েছেন তিনি।

তবে চলতি টুর্নামেন্টে রাসেলের বল্লা একবারও চলেনি। গত বারের রাসেলের ফর্মের সঙ্গে তুলনা করে বোঝা যায় হয়ত সম্পুর্ন দুই আলাদা ব্যাটসম্যান খেলছেন। ৪ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন রাসেল। মোট রান ৫০। সর্বোচ্চ স্কোর ২৪। স্ট্রাইক রেটও (১৩৫.১৩) যেন অতীতের ছায়ামাত্র।

আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেই যেমন। ওভার পিছু ১৪ র কিছু বেশি রানের প্রয়োজন ছিল। রাসেল অবশ্য ১১ বলে ১১ র বেশি করতে পারেননি। দুবাইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রাসেলকে ৪ নম্বরে প্রমোট করা হয়েছিল। সেই ম্যাচের শুরুটা ভালো করেন তিনি। ৩টে ছক্কা হাঁকিয়ে ১৪ বলে ২৪ রানের ইনিংসও খেলে যান। তবে যখন মনে করা হয়েছিল রাসেল ফর্ম ফিরে পেয়েছেন, তখনই আউট হয়ে যান।

শারজায় দিল্লি ক্যাপিটালস ম্যাচে রাসেল যখন ব্যাট করতে নামেন তখন কেকেআর ৯ ওভারে ৭২ রানে ২ উইকেট খুইয়ে ফেলেছে। এমন পরিস্থিতিতে রাবাদার বলে আউট হওয়ার আগে রাসেলের অবদান ৮ বলে মাত্র ১৩ রান। সিএসকের বিপক্ষেও দলকে ভরসা জোগাতে পারেননি। ডেথ ওভারে ব্যাট করতে নেমে ৪ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান।

রান করতে পারছেন না। নিজের বিস্ফোরক ক্যামিও ইনিংসও খেলতে দেখা যাচ্ছে না তাঁকে। দুর্ভাগ্যজনকভাবে রাসেলের স্ট্রাইক রেট কামিন্স, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান সহ কেকেআর স্কোয়াডের অধিকাংশ ব্যাটসম্যানদের তুলনায় কম।

তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও রাসেল কিন্তু বল হাতে বেশ ভালো ছাপ রেখেছেন। ৪ ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়েছেন। বল হাতে স্ট্রাইক রেট ও ইকোনমি রেট যথাক্রমে ১২ ও ৮। সিএসকের বিরুদ্ধে ১৮ তম ওভারে বল করেছিলেন রাসেল। সেই সময় জয়ের জন্য সিএসকেকে প্রতি ওভারে তুলতে হত ১৩। সেই ওভারে মাত্র ৩ রান খরচ করেন রাসেল। স্যাম কুরানের উইকেটও দখল করেন।

তবে ব্যাট নয়, কেকেআর আপাতত রাসেলের ব্যাটের দিকেই তাকিয়ে। কেকেআর টুর্নামেন্টে কতদূর যাবে, তার অনেকটাই যে নির্ভর করছে ক্যারিবিয়ান তারকার ব্যাটে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Andre Russell
Advertisment