Advertisment

ফর্মে নেই রাসেল, স্ত্রী জ্যাসিমকে 'কুরুচিকর প্রস্তাব' সমর্থকের

রান করতে পারছেন না। দুর্ভাগ্যজনকভাবে রাসেলের স্ট্রাইক রেট কামিন্স, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান সহ কেকেআর স্কোয়াডের অধিকাংশ ব্যাটসম্যানদের তুলনায় কম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যাট হাতে আন্দ্রে রাসেল একদমই ফর্মে নেই। চলতি টুর্নামেন্টের রাসেল যেন অতীতের ছায়া মাত্র। রাসেলের অফ ফর্ম দেখেই এবার এক সমর্থক সরাসরি রাসেলের স্ত্রী জসিম লরা-কে কুরুচিকর মন্তব্য করে বসলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়।

Advertisment

চলতি টুর্নামেন্টে রাসেলের বল্লা একবারও চলেনি। গত বারের রাসেলের ফর্মের সঙ্গে তুলনা করে বোঝা যায় হয়ত সম্পুর্ন দুই আলাদা ব্যাটসম্যান খেলছেন। ৪ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন রাসেল। মোট রান ৫০। চার ইনিংসে করেছেন- ১১,২৪,১৩,২। সর্বোচ্চ স্কোর ২৪। স্ট্রাইক রেটও (১৩৫.১৩) যেন অতীতের ছায়ামাত্র।

আরো পড়ুন: রান করতে ভুলেছেন রাসেল, ক্যারিবিয়ান তারকাকে নিয়ে চিন্তার শেষ নেই কেকেআরের

রাসেলকে অফ ফর্মে দেখেই এবার এক সমর্থক সরাসরি রাসেলের স্ত্রী জ্যাসিমের কাছে অনুযোগ জানালেন। জ্যাসিম লরা-র ইনস্টাগ্রাম পোস্টের নিচে সেই সমর্থক লিখে দেন, "জ্যাসিম আন্টি প্লিজ দুবাই চলে আসুন। রাসেল একদমই ভালো ফর্মে নেই।" সেই সমর্থককে পাল্টা দেন, রাসেলের স্ত্রীও। তিনি কমেন্ট করেন, "ও সেরা ফর্মে রয়েছে।"

publive-image

প্রত্যেক বছর আইপিএলে স্বামীকে চিয়ার করতে হাজির থাকলেও জ্যাসিম লরা এবার আইপিএলে নেই। কোভিড সংক্রান্ত বাধ্যবাধকতার কারণে অনেক ক্রিকেটারই এবার স্ত্রী-পরিজনরা ছাড়া দুবাই গিয়েছেন। তেমনই রাসেলের সঙ্গেও এবার নেই তাঁর স্ত্রী।

স্ত্রী জ্যাসিম লরা দূর থেকে রাসেলের ব্যাটিং নিয়ে ভরসা যোগাচ্ছেন। রাসেল নিজেও দ্রুত রানে ফেরার বিষয়ে আশাবাদী। সিএসকে ম্যাচের পরেই ক্যারিবিয়ান তারকা বলে দিয়েছেন, "আমি রানে ফেরার বিষয়ে আশাবাদী। ক্রিকেটে এমনটা হয়েই থাকে। রান করার উপায় খুঁজে চলেছি আমি।"

ব্যাট হাতে ব্যর্থ হলেও রাসেল কিন্তু বল হাতে বেশ ভালো ছাপ রেখেছেন। ৪ ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়েছেন। বল হাতে স্ট্রাইক রেট ও ইকোনমি রেট যথাক্রমে ১২ ও ৮। সিএসকের বিরুদ্ধে ১৮ তম ওভারে বল করেছিলেন রাসেল। সেই সময় জয়ের জন্য সিএসকেকে প্রতি ওভারে তুলতে হত ১৩। সেই ওভারে মাত্র ৩ রান খরচ করেন রাসেল। স্যাম কুরানের উইকেটও দখল করেন।

তবে ব্যাট নয়, কেকেআর আপাতত রাসেলের ব্যাটের দিকেই তাকিয়ে। কেকেআর টুর্নামেন্টে কতদূর যাবে, তার অনেকটাই যে নির্ভর করছে ক্যারিবিয়ান তারকার ব্যাটে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Andre Russell
Advertisment