IPL Auction 2020 Players List: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (আইপিএল) ৩৩২ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে দিল। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত আইপিএল নিলামে উঠবে তাঁদের নাম।
৯৯৭ জনের নাম নথিভুক্ত করা হয়েছিল। তার মধ্য়ে থেকেই চূড়ান্ত তালিকায় ঠাঁই পেলেন ৩৩২ জন। এই তালিকায় ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে ২৪ জন নতুন প্লেয়ার রয়েছেন। রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস। সম্প্রতি বিরাট কোহলি সঙ্গে যার ডুয়াল নিয়ে চর্চা হয়েছে।
আরও পড়ুন-IPL 2019: কলকাতায় আইপিএল নিলামের আসর
এবার সাতজন ওভারসিস ক্য়াপড প্লেয়ার সর্বোচ্চ বেস প্রাইজ ২ কোটি টাকায় নিজেদের নাম রেখেছেন। তাঁদের মধ্য়ে পাঁচজনই অস্ট্রেলিয়ার। তাঁরা হলেন প্য়াট কামিন্স, জোশ হ্য়াজেলউড, ক্রিস লিন, মিচেল মার্শ ও গ্লেন ম্য়াক্সওয়েল। বাকি দুই বিদেশি ক্রিকেটারদের মধ্য়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইন ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্য়াথিউজ।
????ALERT: VIVO IPL 2020 Player Auction list announced. 332 players set to go under the hammer!
Let the number crunching begin ????✍️✍️ #IPLAuction
????Click here for all the details https://t.co/6Io8pOlZo1 pic.twitter.com/WhVOmJnGHg
— IndianPremierLeague (@IPL) December 13, 2019
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা ভারতীয়দের মধ্য়ে সর্বোচ্চ বেস প্রাইজে রয়েছেন। ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইজ তাঁর। ইন্ডিয়ান ক্য়াপড প্লেয়ারদের মধ্য়ে ১ কোটি টাকার বেস প্রাইজে আছেন পীযূষ চাওলা, ইউসুফ পাঠান ও জয়দেব উনাদকাট।
ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে ৭৯টি স্লট ফাঁকা রয়েছে নিলামের আগে। লিন, কামিন্স ও উইলিয়ামসের মতো প্লেয়াররা সবচেয়ে বেশি দাম পাবেন বলেই মনে করা হচ্ছে। দেখার বিষয় সবচেয়ে দামি বোলার জয়দেব উনাদকাট কোন দলের হয়ে নাম লেখান!