আগামী আইপিএলের নিলাম কবে, বড়সড় আপডেট দিলেন সৌরভ

সব দল-ই আপাতত সামনের মরসুমের আগে নিজেদের ঢেলে সাজাতে নিলামের অপেক্ষায়। ঘটনাচক্রে কয়েকমাস আগেই জানানো হয়েছিল, কোভিড পরিস্থিতির কারণে আসন্ন বছরের মেগা নিলাম বাতিল করা হবে।

সব দল-ই আপাতত সামনের মরসুমের আগে নিজেদের ঢেলে সাজাতে নিলামের অপেক্ষায়। ঘটনাচক্রে কয়েকমাস আগেই জানানো হয়েছিল, কোভিড পরিস্থিতির কারণে আসন্ন বছরের মেগা নিলাম বাতিল করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলের শেষ সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। প্লে অফের চার দলই নির্ধারিত হয়ে গিয়েছে- মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং আরসিবি। তবে আইপিএল শেষ হওয়ার আগেই আগামী আইপিএলের জন্য দল গঠনের ভাবনা শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি। প্রত্যেক দলই নিজেদের শক্তি, সামর্থ্য, দুর্বলতা যাচাই করে নিয়েছে চলতি মরশুমে। সিএসকে-তে ধোনি যেমন বলেই দিয়েছে কোর টিমটাই বদলাতে হবে। অন্যান্য দলগুলোর মধ্যেও এমন ভাবনা শুরু হয়ে গিয়েছে।

Advertisment

এবারের আইপিএল আয়োজন দেরিতে সংঘটিত হওয়ায় সামনের কয়েক মাসের মধ্যেই ফের একবার আইপিএলের আসর বসবে। সব দল-ই আপাতত সামনের মরসুমের আগে নিজেদের ঢেলে সাজাতে নিলামের অপেক্ষায়। ঘটনাচক্রে কয়েকমাস আগেই জানানো হয়েছিল, কোভিড পরিস্থিতির কারণে আসন্ন বছরের মেগা নিলাম বাতিল করা হবে। সেই সময় যদিও বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য সরাসরি জানিয়ে দিলেন, নিলাম নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরো পড়ুন: সৌরভের নজরে ছয় তরুণ তুর্কি, সূর্যকুমার বিতর্কেও মুখ খুললেন মহারাজ

হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি জানিয়ে দেন, "এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই মরশুম শেষের পরেই নিলাম নিয়ে চূড়ান্তভাবে জানানো হবে।" দুবাইয়ে আইপিএলের পর আসন্ন মরশুমে বোর্ডের পাখির চোখ দেশেই আইপিএল আয়োজন করার। অবশ্যই যদি কোভিড পরিস্থিতির উন্নতি হয় এবং প্রতিষেধকের হদিশ মেলে। দেশে আয়োজন প্রথম পছন্দের হলেও ব্যাক আপ প্ল্যান হিসাবে আমিরশাহি রয়েইছে বোর্ডের ভাবনায়।

Advertisment

এপ্রিল অথবা মে থেকেই ফের আইপিএল! দেশে আইপিএলে আয়োজনের সম্ভবনা নিয়ে সৌরভ জানিয়েছেন, "সামনের বছর আইপিএলের আয়োজনের আগে আশা করছি টিকা বেরিয়ে যাবে। তাহলে আমরা সফলভাবেই আয়োজন করতে পারব।"

সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত চলতি বছরের আইপিএলে টুর্নামেন্টের অন্যতম উত্তেজক সংস্করণ হয়ে থাকছে। প্লে অফের দৌড়ে প্রত্যেক দলেরই সম্ভবনা ছিল। শেষ স্থানে ফিনিশ করা রাজস্থান রয়্যালসের ঝুলিতেও রয়েছে ১২ পয়েন্ট। এমন তুল্যমূল্য লড়াইয়েই সুপার হিট এবারের আইপিএল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly IPL