করোনা পরিস্থিতিতে এবার সংযুক্ত আরব আমিরশাহীতেই বসছে আইপিএল-এর আসর। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল আয়োজনের অনুমোদন দিল কেন্দ্র সরকার। ভারত সরকারের অনুমোদন এদিন গ্রহণ করেছে বিসিসিআই, এমনটাই জানিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্য়ান ব্রিজেশ পটেল।
এ প্রসঙ্গে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে পটেল বলেন, ''হ্য়াঁ, আমরা সরকারের অনুমোদন পেয়েছি''। তিনি আরও জানিয়েছেন, ''আমরা ইতিমধ্য়েই সুরক্ষাবিধি প্রকাশ করেছি। এই সুরক্ষাবিধি সকলকে মেনে চলতে হবে। আমরা একটা কমিটিও গড়ব, যারা এই গোটা বিষয়টি দেখভাল করবে''।
আরও পড়ুন: আইপিএল-এর টাইটেল স্পনসর হতে পারে পতঞ্জলি
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে আইপিএল ২০২০। এদিকে, লাদাখ ইস্য়ুতে এবার আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়াতে হয়েছে ভিভোকে। এক বছরের জন্য় ভিভোর এই সরে দাঁড়ানোকে মোরাটেরিয়াম পিরিয়ড হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে লড়াইয়ে মাঠে নামতে পারে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। সংস্থা সূত্রে খবর, কেবলমাত্র দেশের বাজারে নয় আইপিএল-এর টাইটেল স্পনসর হয়ে বিশ্ববাজারেও নিজেদের নাম প্রচার করতে চায় সংস্থা। এই খবর নিশ্চিত করে সংবাদসংস্থা পিটিআই-কে পতঞ্জলির মুখপাত্র বলেন, “আমরা বিষয়টি দেখছি। কারণ ভোকাল ফর লোকাল হল মূল ভাবনা। ভারতের ব্র্যান্ডকে বিশ্বের বাজারে তুলে ধরার এখন একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা সেই দিক থেকে বিষয়টি পর্যালোচনা করছি।”
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন