IPL 2020: আবার ব্যর্থ ফিনিশার ধোনি, জিতে একনম্বরে দিল্লি

IPL 2020: রাজস্থান ম্যাচে লোয়ার অর্ডারে নেমে ধোনি প্রবল সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। দিল্লি ম্যাচে তাই ধোনি নিজেকে প্রমোট করেন কিনা, তা দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা।

IPL 2020: রাজস্থান ম্যাচে লোয়ার অর্ডারে নেমে ধোনি প্রবল সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। দিল্লি ম্যাচে তাই ধোনি নিজেকে প্রমোট করেন কিনা, তা দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের ব্যর্থ চেন্নাই। ফের একবার হার হজম করতে হল সিএসকেকে। রাজস্থান রয়্যালসের পর এবার প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। দিল্লির ১৭৫ রান তাড়া করতে নেমে সিএসকে নির্ধারিত ২০ ওভারে করল মাত্র১৩১ রান। হারতে হল ৪৩ রানের ব্যবধানে।

Advertisment

আগের ম্যাচে সাত নম্বরে নেমে দলকে জয় এনে দিতে পারেননি। এদিন ব্যাটিং অর্ডারে নিজেকে পাঁচ নম্বরে তুলে এনেছিলেন। তাতেও জয় অধরা থাকল। শেষ ওভার পর্যন্ত থাকলেও ধোনি ১২ বলে ১৫ রান করে আউট হয়ে যান।

আগের দুই ম্যাচের মত এদিনও টসে জিতেছিলেন ধোনি। জিতে সেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে এদিন দিল্লির হয়ে ব্যাট হাতে আগুন ঝড়ালেন পৃথ্বী শ। ৯ টা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারির সাহায্যে পৃথ্বী ৪৩ বলে ৬৪ করে যান।

Advertisment

ওপেনিংয়ে দিল্লির হয়ে পৃথ্বী-ধাওয়ান জুটি ৯৪ অবধি টেনে দেন। ধাওয়ান (২৭ বলে ৩৫), ঋষভ পন্থ (২৫ বলে ৩৭), শ্রেয়স আইয়ার (২২ বলে ২৬), দিল্লি টপ অর্ডারের সবাই এদিন রান পেয়েছেন।

অন্যদিনের মতই এদিনও সিএসকের ব্যাটিং ডাহা ব্যর্থ। মুরলি বিজয়, শ্যেন ওয়াটসন এদিনও শুরুটা ভালো করতে পারেননি। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে সমস্যায় পড়ে যায় সিএসকে। এরপর ডুপ্লেসিস (৩৫ বলে ৪৩) ও কেদার যাদব হাফসেঞ্চুরি পার্টনারশিপে লড়াই চালালেও তা যথেষ্ট ছিল না। এদিনই আইপিএলে নিজের ২০০০ রান পূর্ন করে ফেললেন প্রোটিয়াজ তারকা। এদিনের জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল দিল্লি।

আরও পড়ুন: বিরাট-অনুষ্কাকে নিয়ে অশ্লীল ইঙ্গিত গাভাস্কারের, বাদ পড়তে পারেন আইপিএল থেকে

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK IPL