প্রথমে কেকেআর। এবার সিএসকের শিকার কিংস ইলেভেন পাঞ্জাব। ধোনির চেন্নাই কিংসদের হারিয়ে পারফেক্ট স্পয়েলস্পোর্টসের ভূমিকা নিল রবিবারও। ৯ উইকেটে সহজ ম্যাচে সিএসকে এদিন হারিয়ে দিল পাঞ্জাবকে। প্রথমে ব্যাটিং করে কিংসরা স্কোরবোর্ডে ১৫৩ তুলেছিল। সেই রান-ই অনায়াসে ৭ বল বাকি থাকতে হাতে ৯ উইকেট নিয়ে তুলে দিল। ধোনির দল।
ওপেনিং জুটিতেই ফাফ ডুপ্লেসিস এবং রুতুরাজ মিলে ৮২ তুলে দিয়েছিলেন। ডুপ্লেসিস ৩৪ বলে ৪৮ রান করে হাফসেঞ্চুরির আগেই আউট হয়ে হলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের তীরে পৌঁছে দেন রুতুরাজ গায়কোয়াড। এদিনও ৪৭ বলে ৬০ করে যান তিনি। ইনিংস সাজানো হাফডজন বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে। এই নিয়ে টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করে গেলেন রুতুরাজ। তিন নম্বরে নেমে রায়ডু-ও ২৭ বলে ২৭ করে নট আউট থাকেন।
তার আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে একসময় কেএল রাহুল (২৭ বলে ২৯), আগারওয়াল (১৫ বলে ২৬) মিলে দলকে ৪৮ পর্যন্ত তুলে ফেলেছিলেন। তবে মায়াঙ্ক আগারওয়াল ফেরার পরেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিংসরা।
আগের ম্যাচে ৯৯ করে সাড়া ফেলে দেওয়া গেইল এদিন ব্যাট হাতে বেশিদূর এগোতে পারেননি। ১৯ বলে ১২ রান করে তাহিরের বলে লেগ বিফোর হয়ে যান তিনি।
একসময় ১১৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে কেএল ব্রিগেড। শেষ তিন ওভারে ব্যাটে ঝড় তোলেন দীপক হুডা। মাত্র ৩০ বলে ২০০-র বেশি স্ট্রাইক রেট নিয়ে ৬২ করে যান তিনি।।তিনটি বাউন্ডারির পাশাপাশি চারটে বিশাল ছক্কাও বেরোয় তাঁর ব্যাট থেকে। ধুঁকতে থাকা কিংস ইনিংসকে শেষ দিকে অক্সিজেন দিয়ে ১৫৩ পর্যন্ত পৌঁছে দেন তিনি। চেন্নাইয়ের হয়ে বল হাতে এদিন সফল লুঙ্গি এনগিদি। ৩ উইকেট দখল করেন তিনি। ১ টা করে উইকেট নেন ইমরান তাহির এবং জাদেজা।
এদিন হারের পরে প্লে অফে ওঠার সম্ভবনা শেষ কিংসদের। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। কিংসদের হারে সুবিধা হল কেকেআর সহ প্লে অফের দৌড়ে থাকা বাকি দলগুলির। এদিনই রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামছে কেকেআর। এই সুবিধা কেকেআর নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।
আরো পড়ুন: জল্পনা থামালেন ধোনি! দুই শব্দে জানালেন আইপিএল থেকে অবসর নিচ্ছেন কিনা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন