Advertisment

CSK vs RR Preview: দুবাইয়ের মাঠে আজ দুরন্ত ধোনি বনাম অফ ফর্মের স্মিথ! কে জিতবে মেগা ম্যাচ

প্রথম ম্যাচেই দুরন্ত খেলে সিএসকে জয় ছিনিয়ে নিয়েছে। পরাস্ত হয়েছে মুম্বই। এবার সামনে রাজস্থান রয়্যালসের কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সামলে কি জয় পাবেন ধোনিরা!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলের শুরুটাই দূর্ধর্ষ করেছে চেন্নাই সুপার কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে সিএসকে প্রমাণ করে দিয়েছে এবারের আইপিএলও মাতাতে তারা প্রস্তুত। দ্বিতীয় ম্যাটচেই সিএসকে এবার মুখোমুখি রাজস্থান রয়্যালসের। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধেও জয়ের ধারা ধরে রাখতে চায় তারা।

Advertisment

রাজস্থান প্রথম ম্যাচেই মিস করবে জস বাটলার ও বেন স্টোকসের মত দুই সুপারস্টারকে। তবে সিএসকেও স্বস্তিতে নেই। হরভজন, রায়না তো নেই-ই। সেই সঙ্গে ধোনি এন্ড কোং বেশ কয়েকটি ম্যাচে পাবে না ডোয়েন ব্রাভোকেও। সিএসকে স্কোয়াড অবশ্য তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি ভালভাবে সামাল দিয়েছে। তবে স্টোকস কিংবা বাটলারের ঘাটতি পূরণ করা একটু বেশি কঠিন হতে চলেছে মরু শহরের ফ্র্যাঞ্চাইজির কাছে।

আরো পড়ুন: IPL 2020: মুম্বই বধ করেই দুঃসংবাদ পেলেন ধোনি, পাওয়া যাবে না তারকা ক্রিকেটারকে

দুই দলেই তারকার ছড়াছড়ি। তবে সিএসকে অভিজ্ঞতার দিক থেকে আইপিএলের বাকি দলগুলির থেকে কয়েক যোজন এগিয়ে। মুম্বইয়ের বিরুদ্ধে শুরুর ম্যাচেই তা প্রমাণ হয়ে গিয়েছে। শ্যেন ওয়াটসন এবং মুরলি বিজয় সাততাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরও যেভাবে আম্বাতি রায়াডু এবং ফাফ দু প্লেসিস রান চেজ করল, তা নতুনদের কাছে শিক্ষণীয়।

রাজস্থান রয়্যালসের উদ্বেগের আরো কারণ রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে অংশ নিলেও ওয়ানডে সিরিজে বাইরে ছিলেন তিনি। তিনটে টি২০ ম্যাচেও সেভাবে রান পাননি তিনি। করছেন যথাক্রমে ১৮, ১০ এবং ৩। সিএসকের বিরুদ্ধে রান পেতে মরিয়া থাকবেন তিনি। তবে বাকি ব্যাটসম্যানদের থেকে কতটা সাহায্য পান, সেটাই দেখার।

সিএসকে একাদশে যথারীতি থাকছেন স্যাম কুরান। ডোয়েন ব্রাভোর পরিবর্ত হিসাবে প্রথম ম্যাচে খেলতে নেমেই হিরোগিরি দেখিয়েছেন শেখ জায়েদ স্টেডিয়ামে।

ঘটনা হল, আবু ধাবির মাঠ অনেকটাই বড় দুবাইয়ের থেকে। দুবাইয়ের মাঠ আবার ব্যাটসম্যানদের কাছে স্বর্গ, বাউন্ডারি লাইন আবু ধাবির থেকে কাছে হওয়ায়। দুবাইয়ে সিএসকে বনাম রাজস্থান ম্যাচে রানের ফোয়ারা দেখা যেতে পারে।

সিএসকের দুরন্ত ব্যাটিং লাইন আপকে থামানো বড় চ্যালেঞ্জ রাজস্থানের জোফ্রে আর্চার, জয়দেব উনাদকাট এবং শ্রেয়স গোপালদের।

যাইহোক, প্রথম ম্যাচে ব্যাটে ঝলক দেখিয়েছেন ডুপ্লেসিস, আম্বাতি রায়াডুরা। এবার কি ধোনি কিংবা ওয়াটসনদের পালা?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rajasthan Royals CSK
Advertisment