Advertisment

ধোনিরা একদম ভেঙে পড়েছেন, সিএসকে নিয়ে ভয়ঙ্কর সত্য ফাঁস কোচ ফ্লেমিংয়ের

পরিসংখ্যান বলছে, ১৬ পয়েন্ট সংগৃহীত দলের প্লে অফ নিশ্চিত। তবে ধোনিরা যদি পরপর চার ম্যাচে যেতে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪-এ। তারপরেও ভাগ্যের সাহায্য দরকার তাদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিএসকের প্লে অফে আশা এখনো খাতায় কলমে টিকে রয়েছে। তবে হেড কোচ স্টিফেন ফ্লেমিং ভয়ংকর সত্যিটা খোলামেলা ভাবেই তুলে ধরলেন। জানিয়ে দিলেন, এবারের মত টুর্নামেন্ট অভিযান শেষ।

Advertisment

সাতটা হার। জয়ের সংখ্যা মাত্র তিনটি। আইপিএলের ইতিহাসে প্রথমবার সিএসকে শেষ চারে না খেলার মত পরস্থিতি তৈরি হয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সোমবার হারের পরেই ধোনিদের প্লে অফে ওঠার সম্ভবনা কার্যত শেষ হয়ে যায়।

আরো পড়ুন: সাত হারে তলানিতে, তবু প্লে অফে উঠতে পারে সিএসকে, জানুন সমীকরণ

তবে সমীকরণের কচকচানি দূরে সরিয়ে রেখেই ফ্লেমিং জানিয়ে দিলেন, "লিগ টেবিলের দিকে তাকালেই স্পষ্ট দলের অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। যদি পরপর তিন বছরের দিকে তাকানো যায়- প্রথম বছরে ট্রফি জিতেছিলাম। দ্বিতীয় বছরে শেষ বলে হেরে বসি। আমরা জানতাম বয়স্ক স্কোয়াড নিয়ে তৃতীয় বছরে লড়াইটা কঠিন হবে। দুবাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।"

এরপরে সিএসকের কিউয়ি কোচ আরো বলেন, "দলের মানসিকতা একদম তলানিতে ঠেকেছে। বেশ কয়েকটা ক্লোজ ম্যাচে আমরা হেরে বসি। অনেক ম্যাচে স্রেফ পরাস্ত হয়েছি। আমরা জানতাম রাজস্থান রয়্যালস ম্যাচ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।"

সিএসকে সোমবারের হারের পরে আপাতত লিগ তালিকায় সর্বশেষ অষ্টম স্থানে। তবে এখনো সিএসকের আশা শেষ হয়ে যায়নি। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী এখনো প্লে অফে খেলার সামান্য হলেও সুযোগ রয়েছে ধোনিদের সামনে।

কীভাবে? ছয় পয়েন্ট নিয়ে চেন্নাই এখন তলানিতে। তবে এখনো বাকি চার ম্যাচ জিতলে এবং অন্যদলের বাকি ম্যাচের কিছু যদি সিএসকের সমীকরণের সঙ্গে সঙ্গত করে, তাহলে চেন্নাই সুপার কিংসকে ফের একবার দেখা যাবে শেষ চারে।

তবে দলের সামান্যতম সম্ভবনাও দেখছেন না ফ্লেমিং। জানিয়ে দেন, "এখনো প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যখন নিজের দলের ফর্ম বদলে ফেলার প্রসঙ্গ কিংবা অন্য দলের ফলাফলের উপর নির্ভর করে থাকতে হয় তখন পজিটিভ থাকা আসলে ভীষণই শক্ত।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL CSK
Advertisment