Advertisment

সাত হারে তলানিতে, তবু প্লে অফে উঠতে পারে সিএসকে, জানুন সমীকরণ

পরিসংখ্যান বলছে, ১৬ পয়েন্ট সংগৃহীত দলের প্লে অফ নিশ্চিত। তবে ধোনিরা যদি পরপর চার ম্যাচে যেতে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪-এ। তারপরেও ভাগ্যের সাহায্য দরকার তাদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাতটা হার। জয়ের সংখ্যা মাত্র তিনটি। আইপিএলের ইতিহাসে প্রথমবার সিএসকে শেষ চারে না খেলার মত পরস্থিতি তৈরি হয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সোমবার হারের পরেই ধোনিদের প্লে অফে ওঠার সম্ভবনা কার্যত শেষ হয়ে যায়।

Advertisment

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাটিং করে রাজস্থান বোলারদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১২৫ এর বেশি তুলতে পারেনি। জবাবে রয়্যালসরা সেই টার্গেট ১৫ বল হাতে নিয়েই তুলে দেয়। চতুর্থ উইকেটে জোস বাটলার (৭০) এবং স্টিভ স্মিথ (২৬) ৯৮ রানের পার্টনারশিপ গড়ে যান।

আরো পড়ুন: হেরে রাগে ফেটে পড়লেন ধোনি, দলের তরুণ ক্রিকেটাররা এবার কাঠগড়ায়

সিএসকে সোমবারের হারের পরে আপাতত লিগ তালিকায় সর্বশেষ অষ্টম স্থানে। তবে এখনো সিএসকের আশা শেষ হয়ে যায়নি। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী এখনো প্লে অফে খেলার সামান্য হলেও সুযোগ রয়েছে ধোনিদের সামনে।

কীভাবে? ছয় পয়েন্ট নিয়ে চেন্নাই এখন তলানিতে। তবে এখনো বাকি চার ম্যাচ জিতলে এবং অন্যদলের বাকি ম্যাচের কিছু যদি সিএসকের সমীকরণের সঙ্গে সঙ্গত করে, তাহলে চেন্নাই সুপার কিংসকে ফের একবার দেখা যাবে শেষ চারে।

পরিসংখ্যান বলছে, ১৬ পয়েন্ট সংগৃহীত দলের প্লে অফ নিশ্চিত। তবে ধোনিরা যদি পরপর চার ম্যাচে যেতে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪-এ। তারপরেও ভাগ্যের সাহায্য দরকার তাদের। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করলে সিএসকের নেট রানরেট তাদের পক্ষে যেতে পারে।

গত মরশুমেই সানরাইজার্স হায়দরাবাদ মাত্র ১২ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের দরজা খোলে। তবে ধোনিদের আপাতত লক্ষ্য একটাই পরপর চার ম্যাচ জেতা। আর একটা ম্যাচ হারলে সিএসকের সমস্ত রকম সম্ভবনায় যে পূর্ণচ্ছেদ পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

শুক্রবারেই মরণ বাঁচন ম্যাচে সিএসকে মুখোমুখি হবে টুর্নামেন্টের হট ফেভারিট মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি এন্ড কোং কি পুরোনো ফর্মে ধরা দেবে, সেটাই দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK IPL
Advertisment