MI vs CSK: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল সিএসকে। অর্থাৎ রান তাড়া করার অপশনটাই বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনি।
মুম্বইয়ের একাদশে এদিন আইপিএল অভিষেক ঘটছে জেমস প্যাটিনসনের। পাশাপাশি ঈশান কিষান নয়, রোহিত শর্মা প্রথম একাদশে আস্থা রাখলেন সৌরভ তিওয়ারির উপর। নাথান কুইল্টার নাইল পুরোপুরি ফিট নন সেই কারণে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হল এদিন।
সিএসকে স্কোয়াডে এদিন বড়সড় চমক। ইমরান তাহির এবং ডোয়েন ব্রাভো দুজনকেই বাইরে রাখা হল। ব্রাভো পুরো ফিট নন। স্যাম কুরানকে ব্রাভোর জায়গায় আনা হল। পীযুষ চাওলা লেগ স্পিনার হিসাবে দলে জায়গা পেলেন। অর্থাৎ, সিএসকে-র বিদেশি কোটায় খেলবেন স্যাম কুরান, লুঙ্গি এনগিডি, ওয়াটসন এবং ফাফ ডুপ্লেসিস।
সিএসকে একাদশ:
মুরলি বিজয়, শ্যেন ওয়াটসন, ফাফ দু প্লেসিস, আম্বাতি রায়াডু, কেদার যাদব, ধোনি, জাদেজা, কুরান, দীপক চাহার, পীযুষ চাওলা, লুঙ্গি এনগিডি
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ:
ডিকক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কায়রণ পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা
আরও পড়ুন IPL 2020: আইপিএলে জোড়া রেকর্ডের সামনে ধোনি, বুড়ো হাড়ে কি ভেলকি দেখতে পারবেন মহাতারকা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন