Advertisment

DC vs KXIP Preview: কিংসদের বিরুদ্ধে দুবাইয়ে ফারাক গড়তে পারেন দিল্লির বিধ্বংসী ভারতীয় ব্রিগেড

আইপিএলে আরসিবি বাদে এই দুই দলই কোনোদিন ট্রফি জিততে পারেনি। সেই ট্রফি খরা কাটিয়ে ওঠাই আপাতত চ্যালেঞ্জ দুই দলের সামনে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

DC vs KXIP IPL 2020 Preview: আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। রবিবার দুবাইয়ে দ্বন্দযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল ব্রিগেড। আইপিএলে আরসিবি বাদে এই দুই দলই কোনোদিন ট্রফি জিততে পারেনি। সেই ট্রফি খরা কাটিয়ে ওঠাই আপাতত চ্যালেঞ্জ দুই দলের সামনে।

Advertisment

অনেক ক্রিকেট বিশেষজ্ঞই দিল্লি ক্যাপিটালসকে এবারের টুর্নামেন্টের ডার্ক হর্স বেছে নিয়েছেন। কারণ একটাই, দিল্লি স্কোয়াডে এবার তারকা ভারতীয়দের উপস্থিতি। জাতীয় দলের হয়ে খেলা শিখর ধাওয়ান, ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, পৃথ্বী শ এবারের টুর্নামেন্ট মাতিয়ে দিতে পারেন।

আরও পড়ুন: IPL 2020: রায়না-হরভজনকে একহাত নিলেন ধোনি, ম্যাচের পরেই বিস্ফোরণ

ব্যাটিং-
ভারতীয়দের দিয়ে গড়া শুধু টপ অর্ডারই নয়, লোয়ার অর্ডারেও ভরসা করার মত তারকারা রয়েছেন। যেমন- শেমরণ হেটমায়ার, আলেক্স ক্যারি, মার্কাস স্টোইনিস এবং ললিত যাদব।

বোলিং-
বোলিং বিভাগও বেশ শক্তিশালী। পেস ব্রিগেডে তারকার ছড়াছড়ি- ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, হর্শল প্যাটেল, এনরিখ নর্তজে, ড্যানিয়েল স্যামস। আমিরশাহির স্লো উইকেট থেকে ফায়দা তোলার জন্য স্পিন বিভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ লামিছানে, অক্ষর প্যাটেল এবং অমিত মিশ্ররা।

কিংস ইলেভেন পাঞ্জাব:
ব্যাটিং-
কিংস ব্রিগেডে আবার ঘরোয়া এবং বিদেশি বিধ্বংসী ব্যাটসম্যানদের নিয়ে গড়া হবে স্কোয়াড। নিকোলাস পুরান, ক্রিস গেইল, সরফরাজ খান, মায়াঙ্ক আগারওয়াল, গ্লেন ম্যাক্সওয়েলরা যেকোনও খেলা নিমেশে ঘুরিয়ে দিতে পারেন। শেষের দিকে ফিনিশার হওয়ার দায়িত্ব থাকছে মনদীপ সিংয়ের উপর।

বোলিং:
বোলিংয়েও বেশ ভারসাম্য রয়েছে প্রীতি জিন্টার দলের। স্পিন সহায়ক উইকেটে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আফগান মুজিবুর রাহমানের স্পিন। যুব দলের হয়ে বিশ্বকাপের ফাইনালে খেলা রবি বিশ্নোই এবারে কিংসদের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন। পেসার হিসাবে ঈশান পোড়েল এবং মহম্মদ শামির জায়গা কার্যত নিশ্চিত প্রথম একাদশে। বাকি পেসার হিসাবে লড়াই শেলডন কটরেল এবং ক্রিস জর্ডানের। কটরেল যেমন উইকেট টেকার তেমন ক্রিস জর্ডন আবার ডেথ ওভার স্পেশালিস্ট।

কে এগিয়ে:
অভিজ্ঞ স্পিনারদের জন্য খাতায় কলমে দিল্লি একটু হলেও এগিয়ে। দুই দলের ব্যাটসম্যানদের শক্তি কার্যত এক। অনেক কিছুই নির্ভর করছে দুই দলের বোলারদের উপর। নিজেদের মধ্যে ২৬টি ম্যাচে কিংস ইলেভেন ১৬বারই জিতেছে। হেরেছে মাত্র ১০বার। প্রসঙ্গত, ২০১৪ সালে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া আইপিএলে দিল্লির বিরুদ্ধে পাঁচটি ম্যাচেই জিতেছিল। পরিসংখ্যান এবার উন্নত করতে চায় দিল্লি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kings XI Punjab IPL
Advertisment