Advertisment

হেরে রাগে ফেটে পড়লেন ধোনি, দলের তরুণ ক্রিকেটাররা এবার কাঠগড়ায়

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাটিং করে রাজস্থান বোলারদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১২৫ এর বেশি তুলতে পারেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একের পর এক হার। প্লে অফের আশা কার্যত শেষ। এমন অবস্থায় রাজস্থান রয়্যালসের কাছে হারের পরেই ক্ষোভে ফেটে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। দলের রিজার্ভ বেঞ্চের তরুণ ক্রিকেটারদের এবার একহাত নিলেন।

Advertisment

তিনবারের চ্যাম্পিয়ন সিএসকে। রাজস্থান রয়্যালসের কাছে হার চলতি টুর্নামেন্টের সপ্তম। পরপর হারের পর প্রশ্ন ওঠে গিয়েছে বয়স্ক ক্রিকেটারে বোঝাই স্কোয়াড নিয়ে। তবে ধোনি বলে দিচ্ছেন, বুড়োদের সরিয়ে প্রথম একাদশে জায়গা করে নেওয়ার মত ক্রিকেটার সিএসকে স্কোয়াডেই নেই। "হঠাৎ করে কোনো বিষয় রাতারাতি পরিবর্তন করা যায় না। ড্রেসিংরুমে নিরাপত্তার অভাব থাকুক, তা কেউই চায় না। সত্যি কথা বলতে এই মরশুমে নিজেদের ধারে কাছে যেতে পারিনি আমরা। স্কোয়াডে এমন কোনো তরুণ ক্রিকেটারও নেই, যাকে সামনে এগিয়ে দেওয়া যায়। তবে এখনো পর্যন্ত যা পারফরম্যান্স করেছি আমরা, বাকি টুর্নামেন্টে ওদের সুযোগ দেওয়া যেতে পারে। হয়ত সামনের কয়েকটি ম্যাচেই ওদের কোনো চাপ ছাড়াই খেলতে দেওয়া হতে পারে।"

আরো পড়ুন: আরো বড় ঝামেলায় ধোনি, সিএসকের অন্যতম সেরা তারকার আইপিএল শেষ

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাটিং করে রাজস্থান বোলারদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১২৫ এর বেশি তুলতে পারেনি। জবাবে রয়্যালসরা সেই টার্গেট ১৫ বল হাতে নিয়েই তুলে দেয়। চতুর্থ উইকেটে জোস বাটলার (৭০) এবং স্টিভ স্মিথ (২৬) ৯৮ রানের পার্টনারশিপ গড়ে যান।

পরে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি জানান, "উইকেট পেস বোলারদের কিছুটা হলেও সহায়তা করছিল। আমি জাদেজাকে আক্রমণে এনে দেখতে চেয়েছিলাম রান আটকাতে পারে কিনা। তবে প্রথম ইনিংসের মত সেভাবে হয়নি। তারপরেই ফাস্ট বোলার নিয়ে আসি। স্পিনাররা কিন্তু খুব বেশি সাহায্য পায়নি। সবসময় যে ফলাফল আমাদের পক্ষে যাবে, এমনটা নয়। ফলাফল অনেকটা পুরো প্রক্রিয়ার একটা বাই প্রোডাক্ট বলা যেতে পারে। যদি আমরা সেই প্রক্রিয়া ঠিকমত চালিয়ে যেতে পারি, তাহলে ফলাফলের কারণে অতিরিক্ত চাপ আমাদের ড্রেসিংরুমে ঢুকবে না।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI
Advertisment