Advertisment

IPL 2020: ধোনি এখনো বাজপাখি, প্রমাণ দিল্লি ম্যাচেই, দেখুন শ্বাসরুদ্ধকর ভিডিও

IPL 2020: ধোনি যদিও পরের দিকে প্রমান করে দেন তাঁর রিফ্লেক্সে এখনো ঘাটতি হয়নি। রবীন্দ্র জাদেজার একটি বল স্টেপ আউট করে ওড়াতে চেয়েছিলেন পৃথ্বী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগের দিন লোকেশ রাহুলের জোড়া ক্যাচ মিস করে ম্যাচই হাতছাড়া করেছিলেন বিরাট কোহলি। সেই একই ঘটনার কার্যত পুনরাবৃত্তি ঘটল সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে।

Advertisment

শুরুতেই পৃথ্বী শ-কে আউট করার সুযোগ পেয়ে গিয়েছিলেন ধোনি। তবে সেই সুযোগ নিতে পারেননি তিনি। ধোনির ভুলে জীবন বাঁচার পর দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে চলল শ-এর শো। শেষ পর্যন্ত ধোনির স্টাম্পিংয়েই আউট হন মুম্বইকর। তবে তার আগে দিল্লির এই ব্যাটসম্যান করে যান ৩৪ বলে ৬৪ রানের দুরন্ত রক ইনিংস।

আরো পড়ুন: IPL 2020: আবার ব্যর্থ ফিনিশার ধোনি, জিতে একনম্বরে দিল্লি

ম্যাচের প্রথম ওভারেরই দ্বিতীয় বল ছিল। অফ স্টাম্পের সামান্য বাইরের বল ব্যাটে বলে করতে পারেননি পৃথ্বী। ধোনির সেই ক্যাচ তালুবন্দিও করেন। ভাবা হয়েছিল ব্যাটে বলের সংযোগ ছাড়াই বল ধোনির কাছে যায়। যদিও পরে রিপ্লেতে দেখা যায় পৃথ্বীর ব্যাটে হালকা বল স্পর্শ করেছিল।

আউটের আবেদন না করাতেই 'প্রাণ' বাঁচে পৃথ্বীর। নিজের প্রখর দৃষ্টিশক্তি, রিফ্লেক্সের জন্য বিশ্বজোড়া খ্যাতি মহাতারকার। তাঁর কাছ থেকেই এমন ভুল মানতে পারছেন না সমর্থকরা।

ধোনি যদিও পরের দিকে প্রমান করে দেন তাঁর রিফ্লেক্সে এখনো ঘাটতি হয়নি। পীযুষ চাওলার একটি বল স্টেপ আউট করে ওড়াতে চেয়েছিলেন পৃথ্বী। তবে বল একটু ভিতরের দিকে এসে ব্যাটে, প্যাডের সংযোগ ঘটে ধোনির কাছে যায়। ক্রিজের নিরাপদ স্থানে পৌঁছানোর আগেই চকিতে স্ট্যাম্প করে দেন ধোনি।

এর পর ১৯ তম ওভার। ধোনি যেন বাজপাখি। স্যাম কুরান সেই ওভারে একদম আটোসাঁটো বোলিং করছিলেন। সেই ওভারেরই একটি বল শ্রেয়স আইয়ারের ব্যাটের ডগা ছুঁইয়ে কার্যত সেকেন্ড স্লিপ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তবে প্রখর ক্ষিপ্রতায় ধোনি বাতাসে উড়ে সেই ক্যাচ তালুবন্দি করেন। যা দেখে বিস্ময়ে এখনো মুগ্ধ ক্রিকেট মহল।

যাইহোক পৃথ্বী শ-কে আউট করার অনেক আগেই ম্যাচ থেকে কার্যত হারিয়ে গিয়েছিল সিএসকে। ওপেনিং জুটিতে পৃথ্বী আর শিখর ধাওয়ান ৯৪ রান যোগ করে যান। ৩৫ বলে হাফসেঞ্চুরি করেন শ। ২৩ রান করার সঙ্গে সঙ্গেই পৃথ্বী শ ১০০০ রানে পৌঁছে যান।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI
Advertisment