Advertisment

নেতৃত্ব ছাড়লেন কার্তিক, কেকেআরের নতুন নেতা মর্গ্যান

"দীনেশ সর্বদা ব্যক্তি স্বার্থের আগে দলকে প্রাধান্য দিত। এমন সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহস লাগে। আমরা ওঁর সিদ্ধান্তে ভীষণভাবে চমকে গিয়েছি। তবে ওঁর সিদ্ধান্তকে আমরা সম্মান জানাতে চাই।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এতদিন ধরে কেকেআরে অধিনায়কত্ব নিয়ে সমস্যা চলছিল। সমর্থকরাও একাধিকবার কার্তিককে সরিয়ে ইয়ন মর্গ্যানকে নেতা করার দাবি তুলেছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়েই কেকেআরে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন দীনেশ কার্তিক। ইয়ন মর্গ্যানের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে নামার আগেই কেকেআরের তরফে একটি প্রেস বিবৃতি পাঠানো হয়। যেখানে বলা হয়েছে, দীনেশ কার্তিক ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চান।

Advertisment

আরো পড়ুন: নারিনের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ আম্পায়ারদের, বাদ পড়তে পারেন আইপিএল থেকে

সেই বিবৃতিতে লেখা হয়েছে, "দীনেশ কার্তিকের মত নেতাকে পেয়ে আমরা ভাগ্যবান। দীনেশ সর্বদা ব্যক্তি স্বার্থের আগে দলকে প্রাধান্য দিত। এমন সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহস লাগে। আমরা ওঁর সিদ্ধান্তে ভীষণভাবে চমকে গিয়েছি। তবে ওঁর সিদ্ধান্তকে আমরা সম্মান জানাতে চাই।"

কেকেআর সিইও ভেঙ্কি মাইশোর এই বিবৃতিতে আরো জানান, "আমরা সৌভাগ্যবান যে ২০১৯ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান দলকে নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। ডিকে এবং ইয়ন দারুণভাবে একসঙ্গে দলকে পরিচালনা করেছেন। ইয়ন নতুন করে দায়িত্বভার নিলেও আশা করছি এই রূপান্তর পর্ব কোনো সমস্যা ছাড়াই ঘটবে।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Dinesh Karthik
Advertisment