/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/30DyH7-4_copy_759x422.jpeg)
অনেক সমালোচনা, গঞ্জনা সইতে হয়েছে। ব্যাটিংয়ে সেভাবে ফর্মে নেই। অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন। দীনেশ কার্তিককে নিয়ে সমালোচনা চলছিলই। এমন অবস্থায় রাজস্থান রয়্যালস ম্যাচে দীনেশ কার্তিক যেন দেখিয়ে দিলেন, তিনি-ও ধোনির থেকে কোনো অংশে কম যান না। বরং ছাপিয়েও যেতে পারেন।
রয়্যালস ম্যাচে যেভাবে উড়ন্ত অবস্থায় ক্যাচ তালুবন্দি করে বেন স্টোকসকে ফেরত পাঠালেন, তা দেখার পর মুগ্ধ ক্রিকেট মহল। টুর্নামেন্টের সেরা ক্যাচ বলা হচ্ছে কার্তিকের এই শিকারকে।
আরো পড়ুন: জল্পনা থামালেন ধোনি! দুই শব্দে জানালেন আইপিএল থেকে অবসর নিচ্ছেন কিনা
মাস্ট উইন ম্যাচে নেমেছিল দুই দল-ই। ১৯২ রান তাড়া করতে গিয়ে বেন স্টোকসকে শুরুতেই কার্তিক ফিরিয়ে যে ঝটকা দেন, সেখান থেকে আর বেরোতে পারেনি রাজস্থান। আগের দুই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নায়ক হয়ে উঠেছিলেন বেন স্টোকস। এদিন কেকেআরের বিপক্ষে করলেন মাত্র ১১ বলে ১৮।
রাউন্ড দ্য উইকেটে বোলিং করছিলেন প্যাট কামিন্স। অফ স্ট্যাম্পের বাইরের বল তাড়া করে স্টোকস স্ট্রোক নিতে গিয়েছিলেন। সেই বল ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেই সময়েই ম্যাজিক কার্তিকের। নিজেকে শূণ্যে ভাসিয়ে দিয়ে প্রথম স্লিপ থেকেই তালুবন্দি করেন ক্যাচ। এটাকেই টুর্নামেন্টের সেরা ক্যাচ বলা হচ্ছে। ক্রিকেট ভক্তদের মনে পড়ে যাচ্ছে ২০০৭ সালে টি২০ বিশ্বকাপের ঘটনা। সাউথ আফ্রিকার বিপক্ষে এমনই অবিশ্বাস্য ক্যাচ ধরেছিলেন তিনি।
দেখুন ভিডিও
WATCH - DK takes flight - catch unbelievable
Take a bow @DineshKarthik. Went full stretch to his left and grabbed a stunner. Terrific catch from DK. You can watch this over and over again.https://t.co/5ijCHFAzDm#Dream11IPL
— IndianPremierLeague (@IPL) November 1, 2020
ধারাভাষ্যকার মার্ক নিকোলাস বলে দেন, "যেন পাখির মত উড়ল!" স্টোকসের আউটে উজ্জীবিত কেকেআর ক্যাম্প এরপর তাড়াতাড়ি ফেরত পাঠান আরো তিন ব্যাটসম্যানকে। নিজের তৃতীয় ওভারের শেষ বলে কামিন্স আউট করেন স্টিভ স্মিথকে। পরের ওভারেই কামিন্সের শিকার রিয়ান পরাগ। মাঝে শিবম মাভি প্যাভিলিয়নে পাঠান সঞ্জু স্যামসনকে। পাওয়ার প্লে-তে তখনই রাজস্থান ৩৭/৫- এ ধুঁকছিল। ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি কার্তিক। তবে স্টোকসের ক্যাচ বাদেও রিয়ান পরাগ, সঞ্জু স্যামসনেরও ক্যাচ নেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন