টানা পাঁচ বছর রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছিল। যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খেয়েছে। সময় বয়ে গিয়েছে নিজের তালে। তবে সুযোগ জোটেনি। আইপিএলে নামেই খেলতেন সিদ্ধেশ লাড। ওয়াংখেড়ের ভরা মাঠে আইপিএলের রূদ্ধশ্বাস ম্যাচে অংশগ্রহণের স্বাদ পূর্ণ হয়নি এখনও। প্রথম সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছে পাঁচ বছর। ২০১৯-এ! মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে পাঁচ বছরে মাত্র ১টা ম্যাচ খেলা সিদ্ধেশ লাড এবার খেলবেন কেকেআরের জার্সিতে।
আইপিএলের ট্রেডিংয়ে শুক্রবারেই জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধেশ লাড খেলবেন এবার কেকেআরের জার্সিতে। মুম্বই ইন্ডিয়ান্স সিদ্ধেশকে ট্রেডিংয়ে পাঠিয়ে দিচ্ছে নাইট রাইডার্স সংসারে। মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে রোহিত গুরুনাথ শর্মার ছায়া বলা হয় সিদ্ধেশকে। শুধুমাত্র জাতীয় দলের মহাতারকার মতো ব্যাটিং স্টাইলের জন্যই নয়, রোহিতের মতোই সিদ্ধেশের ক্রিকেটের হাতেখড়ি যে দীনেশ লাডের কাছে! যিনি আবার সম্পর্কে সিদ্ধেশের বাবা হন।
পুত্র কেকেআরে যাওয়ার খবরে কিছুটা বিষণ্ণ হয়েই দীনেশ লাড জানালেন, "কেকেআরে গেলে অন্তত নিয়মিত সুযোগ পাবে আশা করি। মুম্বইতে তো পাঁচ বছর বসে থাকতে হল। পিক ফর্মে থাকার সময়েই নিয়মিত খেলা প্রয়োজন।" টানা পাঁচ বছরের প্রতীক্ষার পরে মুম্বইয়ের জার্সিতে সিদ্ধেশের খেলার সুযোগ এসেছিল ২০১৯-এর আইপিএলে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম একাদশে নামানো হয়েছিল সিদ্ধেশকে।
NEWS????: @siddhesshlad is headed to @KKRiders following a successful trade by @mipaltan
Details - https://t.co/f6uCN8TxUo pic.twitter.com/PeIRouLGM8
— IndianPremierLeague (@IPL) November 15, 2019
আরও পড়ুন মুম্বইয়ের সিদ্ধেশ এবার খেলবেন কেকেআরে
প্রথম ম্যাচেই ১৩ বলে ১৫ রান করেছিলেন তিনি। নিজের কেরিয়ারে আইপিএলের প্রথম বলেই সটান ছক্কা হাকিয়েছিলেন উঠতি তারকা। মোহালিতে সেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
দীনেশ লাড পুত্রের নতুন দল প্রাপ্তিতে বলছেন, "কেকেআরে এবার কোচিং স্টাফ বেশ ভাল। হেড কোচ হিসেবে ম্যাকুলাম রয়েছেন। ডেভিড হাসিও থাকছেন। সিদ্ধেশকে নিশ্চয় ওরা নিয়মিত খেলাবে।" সিদ্ধেশও মুখিয়ে রয়েছেন কেকেআরে পারফর্ম করার জন্য। কিছুদিন আগেই বাবা দীনেশ লাডকে সিদ্ধেশ জানিয়েছিলেন, "মুম্বই ইন্ডিয়ান্স সম্ভবত রিলিজ করে দেবে আমাকে। কেকেআর আমাকে নিতে আগ্রহী হয়েছে।" এমন খবরে আশার আলোই দেখেছিলেন দীনেশ।
বর্তমানে সৈয়দ মুস্তাক ট্রফিতে খেলতে ব্যস্ত সিদ্ধেশ। ফর্মেই রয়েছেন তিনি। মিজোরামের বিপক্ষে ১৩ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। পাশাপাশি পুদুচ্চেরির বিরুদ্ধে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন।
আরও পড়ুন ছাত্র রোহিতের চোটে স্বপ্নপূরণ পুত্র সিদ্ধেশের, দোলাচলে কোচ
রোহিত শর্মার সঙ্গে নিয়মিত কথা হয়না এখন। বিশ্বকাপের আগে শেষবার কথা হয়েছিল। তখন রোহিতকে বিশ্বকাপ মাতিয়ে আসার কথা বলেছিলেন। কোচের প্রতিশ্রুতিতে রেখেই বিশ্বকাপে রানের ফুলঝুরি ছুটিয়েছিলেন রোহিত। আইপিএলে প্রিয় শিষ্য রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স বনাম পুত্র সিদ্ধেশের কেকেআর মুখোমুখি হলে, দীনেশ লাড কী করবেন, তা এখন থেকেই ঠিক করে রেখেছেন।
"শুধু চুপচাপ খেলা দেখে যাব। কাউকেই সমর্থন করব না।", একটু থেমে জবাব দেন রোহিতের গুরু, সিদ্ধেশের পিতা দিনেশ লাড।