Advertisment

আইপিএল-এর টাইটেল স্পনসরের লড়াই জিতল ড্রিম ইলেভেন

জট কাটিয়ে মঙ্গলবারই আইপিএল ২০২০ সালের টাইটেল স্পনসর খুঁজে নিল বিসিসিআই। এবারের আইপিএল-এর স্পনসর হচ্ছে গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিনা দ্রব্য বাতিলের জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর স্পনসরশীপ থেকে সরে আসে ভিভো। তবে জট কাটিয়ে মঙ্গলবারই আইপিএল ২০২০ সালের টাইটেল স্পনসর খুঁজে নিল বিসিসিআই। এবারের আইপিএল-এর স্পনসর হচ্ছে গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন।

Advertisment

18, 2020

সংবাদসংস্থা পিটিআইকে জানান হয়েছে যে, "২২২ কোটির টাকার বিনিময়ে নিলামে আইপিএল ২০২০-এর স্পনসরের স্বত্ব কিনেছে ডিম ইলেভেন।" আইপিএল-এর এ বছরের স্পনসর কে হবে তা নিয়ে লড়াই ছিলই। নিলামের ময়দানে ছিল টাটা গ্রুপ।

এছাড়াও ছিল বাইজু'স যারা ২১০ কোটির দর দিয়েছে এবং আনঅ্যাকাডেমি যারা ১৭০ কোটি দর দিয়েছিল। যদিও এই সকল সংস্থাকেই টেক্কা দিয়ে ২২২ কোটি দিয়ে স্বস্ত্ব কিনে নেয় এই জনপ্রিয় গেমিং সংস্থা ড্রিম ইলেভেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL
Advertisment