Advertisment

কেকেআর ছিটকে যাওয়ার পর মুখ খুললেন মর্গ্যান, জানিয়ে দিলেন পরিকল্পনা

দীনেশ কার্তিক মরসুমের মাঝপথেই ইয়ন মর্গ্যানের হাতে নেতৃত্ব তুলে দেন। ব্যাটিংয়ে ফোকাস করার কথা জানিয়েছিলেন ম্যানেজমেন্টকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টুর্নামেন্ট থেকে কেকেআর ছিটকে গিয়েছে। শেষ ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন নেতা মর্গ্যানও। তবে হায়দরাবাদ শেষ ম্যাচে জিততেই স্বপ্নভঙ্গ হয় কেকেআরের। মুম্বই ইন্ডিয়ান্স শেষ ম্যাচে জিতলেই কেকেআর প্লে অফে পা রাখত। তবে সেই আশায় জল ঢেলে দিয়েছেন ওয়ার্নাররা। কেকেআরকে সরিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে যোগ্যতা অর্জন করেছে হায়দরাবাদ।

Advertisment

দল ছিটকে যাওয়ার পর প্রথমবার মুখ খুললেন অধিনায়ক ইয়ন মর্গ্যান। টুইটারে তিনি সমর্থক, শুভাকাঙ্খীদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আগামী মরশুমে আরো ভালোভাবে ফেরার বার্তা দিয়েছেন তিনি। তিনি টুইটে লিখেছেন, "সমস্ত সমর্থকরা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন, তাতে তাদের ধন্যবাদ প্রাপ্য। অর্জিত শিক্ষা নিয়ে আগামীদিনে আরো ভালোভাবে ফিরে আসার সময় এখন।"

সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে কেকেআর পঞ্চম স্থানে আইপিএল শেষ করল। নেট রান রেটের কারণে প্লে অফে উঠতে পারল না নাইটরা। প্লে অফে ওঠার যোগ্যতা অর্জন করল মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ।

আরো পড়ুন: হেরে গেলেও হারিয়ে যাননি, কেক কেটে বুঝিয়ে দিলেন ধোনি

দীনেশ কার্তিক মরসুমের মাঝপথেই ইয়ন মর্গ্যানের হাতে নেতৃত্ব তুলে দেন। ব্যাটিংয়ে ফোকাস করার কথা জানিয়েছিলেন ম্যানেজমেন্টকে। তবে আচমকা নেতৃত্ব বদল কেকেআরের পারফরম্যান্স এ সেরকম বদল আনতে পারেনি। মর্গ্যানের নেতৃত্বে মাত্র তিন ম্যাচ জিতেছে নাইটরা। অন্যদিকে, কার্তিক দলকে তিনবার জিতিয়েছেন নেতা হিসেবে। ব্যাট হাতে অবশ্য মর্গ্যান আলো ছড়িয়েছেন। ১৪ ম্যাচে ৪১৮ রান করেছেন তিনি। এর মধ্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL KKR
Advertisment