টুর্নামেন্টের মাঝপথেই কেকেআরে নেতা বদল হয়েছিল। দীনেশ কার্তিক নেতৃত্ব তুলে দিয়েছিলেন ইয়ন মর্গ্যানের হাতে। তবে নেতা বদলেও লাভ হয়নি। কেকেআর এখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায়।
এই খারাপ ফলাফলের জন্য এবার কেকেআরে নেতৃত্ব বদলকেই দায়ী করছেন গৌতম গম্ভীর। ক্রিকেট.কম-কে দেওয়া সাক্ষাৎকারে কেকেআরকে দুবার চ্যাম্পিয়ন করা অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, "এতেই মাইন্ডসেট বোঝা যায়। দীনেশ কার্তিক ব্যাটিংয়ে ফোকাস করার জন্য নেতৃত্বই ছেড়ে দিল। তবে এটা ঠিকঠাক কাজেই এল না। তাই মাঝেমাঝে দায়িত্ব নিতে হয়।"
আরো পড়ুন: টিকিট কেটে ধোনির খেলা দেখতেন! সেই আইডলকে দুবার আউট করে রূপকথা বরুণের
নিজের দৃষ্টান্ত তুলে ধরে গম্ভীর জানিয়েছেন, "২০১৪ সালে খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলাম। টুর্নামেন্টের শুরুতে তিনবার রানের খাতা খোলার আগেই আউট হয়ে যাই। সেইসময় ফর্মে ফিরতে নেতৃত্বই আমাকে সাহায্য করে।"
কীভাবে নেতৃত্ব সাহায্য করেছে, তা-ও খোলসা করেছেন তারকা বাঁহাতি। তিনি বলেছেন, "যখন ব্যাট করতাম না, সেই সময় দল কীভাবে জিতবে সেই পরিকল্পনা করতাম। এতে মন ব্যাটিংয়ের খারাপ সময় ভুলিয়ে দিত। কিন্তু নেতৃত্বে না থাকলে সবসময় ব্যাটিংয়ের কথা মনে আসবে। এতে অহেতুক চাপ বাড়বে।"
কেকেআর এখনো টুর্নামেন্টের বাইরে যায়নি। তবে নিজেদের শেষ ম্যাচ জেতার সঙ্গে অন্য ম্যাচের ফলাফলের দিকে নজর রাখতে হবে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে পাঞ্জাবকে দুটো ম্যাচেই হারতে হবে। সানরাইজার্সকে একটা ম্যাচ হারতেই হবে। কারণ, হায়দরাবাদ এবং রাজস্থান দুই দলেরই নেট রান রেটে কেকেআরের থেকে অনেক এগিয়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন