Advertisment

IPL 2020: এই গরমে কি খেলা যায়! বলছেন ক্লান্ত রোহিত-কার্তিক

IPL 2020: "এখানে আসার আগে পুল শট অনুশীলন করেছিলাম। তাই ম্যাচে পুল মারতে চাই। আমার সব শটগুলোই এদিন ভালো ছিল। দলের সবাই ভালো খেলেছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দুবাইয়ে লম্বা ইনিংস ব্যাটসম্যানদের শরীর পুরো নিংড়ে নেয়। এমনটাই জানাচ্ছেন রোহিত শর্মা। কেকেআরের বিরুদ্ধে ৫৪ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলে উঠেই মহাতারকা ক্রিকেটার জানিয়ে দিলেন, মরু শহর ক্রিকেটারদের কাছে কীভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

Advertisment

"এখানে লম্বা ইনিংস খেলা মোটেই সহজ নয়। এই আবহাওয়া ক্রিকেটারদের পুরোটা শুষে নেয়। হয়ত আমিও শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একজন ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত ব্যাটিং করতে হবে, এই শিক্ষাও দিয়ে গেল এই ম্যাচ।" ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়ে দেন রোহিত।

আরো পড়ুন IPL 2020: ৩ ওভারে সাড়ে ১৫ কোটির বোলারের খরচ ৩৯ রান! লজ্জার রেকর্ড কামিন্সের

রোহিতের কথারই প্রতিধ্বনি যেন শোনা গেল দীনেশ কার্তিকের গলায়। তিনিও জানিয়ে গেলেন, "এদিন বেশ ধকল গেল। দলের সমালোচনা একদমই করতে চাই না। দলের সবাই জানে কোন জায়গায় উন্নতি করতে হবে। প্যাট কামিন্স, মর্গ্যান এদিনই কোয়ারেন্টাইন শেষ করেছে। এই গরমে হঠাৎ এসে খেলা মোটেই সহজ নয়।"

গরম নিয়ে বোল্টও মুখ খুলেছেন। বলেছেন, "এই গরমে বল করা সহজ এমনটা মোটেই বলছি না। এমন কন্ডিশনে মর্গ্যান, রাসেলদের বিরুদ্ধে বল করা বেশ চ্যালেঞ্জের। তবে জয়ী দলের সদস্য হতে পেরে ভালো লাগছে।"

এদিকে, নিজে গোটা ইনিংসে বেশ স্বচ্ছন্দে পুল শট খেলে গেলেন রোহিত। যা নিয়ে নিজেও তৃপ্ত মুম্বই ক্যাপ্টেন। বলে গেলেন, "এখানে আসার আগে পুল শট অনুশীলন করেছিলাম। তাই ম্যাচে পুল মারতে চাই। আমার সব শটগুলোই এদিন ভালো ছিল। দলের সবাই ভালো খেলেছে।"

নিজের দলের বোলারদের নিয়েও মুখ খুললেন তিনি। জানালেন, "আমরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের কথা ভেবে বোলিং আক্রমণ সাজিয়েছিলাম। আগে জানা ছিল না আইপিএল দুবাইয়ে হবে। এখানে প্রথম ছয় ওভার বল মুভ করছে। জেমস প্যাটিনসন এবং ট্রেন্ট বোল্টকে একসঙ্গে আগে খেলাইনি আমরা। তবে জেনে ভালো লাগছে আমাদের ট্যাকটিক্স খেটে গিয়েছে।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Rohit Sharma
Advertisment