মাত্র তিন ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। তাতেই নিজের জাত চিনিয়ে দিলেন। কেকেআর ঘুরেও তাকায়নি। অথচ, হায়দরাবাদকে প্লে অফে তুলে এখন নায়কের মর্যাদা পাচ্ছেন বাংলার ঋদ্ধিমান সাহা। আইপিএলের শেষ ল্যাপে ওয়ার্নারের ভাগ্য বদলে দিলেন ঋদ্ধিমান।
লিগ পর্বে গোটা টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। তবে শেষ তিনটে ম্যাচে সুপারস্টার জনি বেয়ারস্টোকে বসিয়ে খেলানো হয় শিলিগুড়ির পাপালিকে। ছোট এই স্ট্র্যাটেজিতেই বাজিমাত। পরপর তিন ম্যাচে ঋদ্ধির ব্যাট থেকে বেরোল ৮৭, ৩৯ এবং গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে ৫৮ রানের ইনিংস। সেই সঙ্গে উইকেটের পিছনে প্রবল ক্ষিপ্রতা তো রয়েইছে।
আরো পড়ুন: ব্যাপক পরিবর্তন হবে চেন্নাই দলে, কড়া গলায় বার্তা ধোনির
বেয়ারস্টো-কে সানরাইজার্স কেন বসানোর ঝুঁকি নিল? এমন নয় যে বেয়ারস্টো খারাপ ফর্মে ছিল। ১১ ম্যাচেই করে ফেলেছিলেন ৩৪৫ রান। এর মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ জেতানো ৫৫ বলে ৯৭ রানের ইনিংসও রয়েছে। তবে দিল্লির বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে প্রথম একাদশে দেখা যায়নি তাঁকে। কোচ ট্রেভর বেইলিস পরে জানান, স্ট্রাটেজিগত কারণেই বাইরে রাখা হয়েছে বেয়ারস্টো-কে।
দিল্লির বিরুদ্ধে ঋদ্ধিকে ওপেন করতে পাঠানো হয় অধিনায়ক ওয়ার্নারের সঙ্গে। দুজনে ১০৭ রানের ওপেনিং পার্টনারশিপ খেলে যান। ঋদ্ধি ৪৫ বলে ৮৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে যান। এর পাশাপাশি যোগ হয়েছিল উইকেটকিপার হিসাবে দুরন্ত পারফরম্যান্স। ব্যাটে ঝড় তোলার সঙ্গেই নিখুঁত উইকেটকিপিংয়ে নজর কেড়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধেই যেমন ব্যাটে রান তো বটেই গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটো উইকেট তুলে নিয়েছেন উইকেটের পিছন থেকে।
শুধু নিজের খেলাই নয়, ঋদ্ধি ওয়ার্নারের খেলাকেও প্রভাবিত করেছেন। প্রথম ১১ ম্যাচে ওয়ার্নারের স্ট্রাইক রেট ছিল ১২৭। যে তিন ম্যাচে ঋদ্ধির সঙ্গে ব্যাটিং করেছেন ওয়ার্নার, সেই তিন ম্যাচেই ওয়ার্নারের স্ট্রাইক রেট দাঁড়িয়েছে ১৬৪। দুজনে দুটো হাফসেঞ্চুরি পার্টনারশিপ সমেত ১৫৯ রান করেছেন জুটিতে। একই ম্যাচে দুই ওপেনার হাফসেঞ্চুরি করেছেন- এমন নজির দু-দুবার গড়েছেন ওয়ার্নার-ঋদ্ধি। আইপিএলে এমন কৃতিত্ব আর কারোর নেই।
ঋদ্ধিমান ফ্রি স্ট্রোকপ্লে খেলায় ওয়ার্নারও ব্যাট হাতে স্বভাবজাত আগ্রাসী ভূমিকা পালন করতে পেরেছেন। দিল্লি এবং মুম্বই- দুই ম্যাচই ছিল হায়দরাবাদের প্লে অফে ওঠার চাবিকাঠি। এই দুই ম্যাচেই সফল ওপেনিং জুটি। ঋদ্ধি-ওয়ার্নারের আগ্রাসী ব্যাটিং ধীরে ধীরে প্রতিপক্ষ দলের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন।
আসন্ন অস্ট্রেলিয়া সফরে কেবলমাত্র টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে ঋদ্ধিমান সাহার। আইপিএলে তিন ম্যাচের পারফরম্যান্সের পর সীমিত ওভারেও জায়গা জুটবে? ভবিষ্যৎই বলবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন