টুর্নামেন্টের মাঝপথেই নেতা বদলেছিল কেকেআর। তবে নেতৃত্বে বদল আনলেও দলের পারফরম্যান্স যে একই রয়ে গিয়েছে তা প্রকট চলতি আইপিএলে। পচা শামুকে পা কাটার মত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দল সিএসকের কাছে হেরে প্লে অফে ওঠা ভীষন কঠিন করে ফেলল শাহরুখ খানের দল। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে কেকেআর এখন অকূল পাথারে।
টুর্নামেন্ট থেকে ধোনিদের মতই প্লে অফের বৃত্তের যে বাইরে চলে গিয়েছে কেকেআর, তা সমীকরণ দেখলেই স্পষ্ট। দেখে নেওয়া যাক সমীকরণ-
*খুব বেশি হলে কেকেআর ১৪ পয়েন্ট সংগ্ৰহ করতে পারে। তবে অন্যান্য দলের সঙ্গে কেকেআর পিছিয়ে নেট রান রেটের হিসাবে। কেকেআরের নেট রান রেট -০.৪৬৭। এই হিসাবেই শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে কেকেআর হারলে খাতায় কলমে সেদিনই প্লে অফ অধ্যায়ের সমাপ্তি।
আরো পড়ুন: টিকিট কেটে ধোনির খেলা দেখতেন! সেই আইডলকে দুবার আউট করে রূপকথা বরুণের
*১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মুম্বই ইতিমধ্যেই প্রথম দল হিসেবে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। আরসিবি এবং দিল্লির ১২ ম্যাচে সংগ্রহে ভালো রান রেট সহ ১৪ পয়েন্ট।
* কিংস ইলেভেন পাঞ্জাবের পকেটে বর্তমানে ১২ পয়েন্ট। এখনো বাকি দুটো খেলা। শেষ দুটো ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট অর্জন করে ফেলবে তারা। একটা ম্যাচ জিতে কেকেআরের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটের হিসাবে কিংস ব্রিগেড এগিয়ে।
*যদি কেকেআর রাজস্থান রয়্যালসকে হারায়। এবং রাজস্থান কিংস ইলেভেন পাঞ্জাবকে হারায় তাহলেও নেট রান রেট বিবেচ্য হবে। যেখানে অনেক পিছিয়ে কেকেআর।
*যদি সিএসকে কিংস ইলেভেনকে হারায় এবং প্রীতি জিন্টার দল রাজস্থানকে হারায় তাহলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এমন বড় ব্যবধানে কেকেআরকে জিততে হবে, যা কার্যত অসম্ভব।
এমন সমীকরণের হিসেব নিকেশ মাথায় রাখলে বলাই যায়, বাস্তবোচিতভাবে কেকেআরের আশা সিএসকের বিরুদ্ধে হারের সঙ্গেই খতম হয়ে গেল।
জয়ের জন্য সিএসকের সামনে এদিন শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। কেকেআরের তরুণ পেসার কমলেশ নাগারকোটিকে পরপর জোড়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ সেখানেই সমাপ্ত করে দেন। সিএসকের কাছে এই জয় স্বান্তনার। কারণ ইতিমধ্যেই তারা ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন