Advertisment

কেকেআরের সামনে শুরুতেই মুম্বই, এক ঝলকে দেখে নিন নাইটদের স্কোয়াড ও শক্তি

কেকেআরে এবার নতুন কোচ। জ্যাক কালিসের বদলে হটসিটে বসেছেন কেকেআরেরই প্রাক্তনী ব্রেন্ডন ম্যাককালাম। তাই নতুন আশা নিয়ে বিদেশে টুর্নামেন্ট জয়ের জন্য মরিয়া শাহরুখ খানের দল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

KKR IPL Team 2020 Players List, Squad: আইপিএলের ইতিহাসে কেকেআর অন্যতম জনপ্রিয় দল। শেষবার নাইট বাহিনী কাপ জেতে ২০১৪ সালে। তারপর গত পাঁচ বছরে তিনবারই প্লে অফে উঠেছে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন দল। ২০১৫ ও ২০১৯-এ কাপ জেতার মত পরিস্থিতি তৈরি করেও পঞ্চম স্থানে ফিনিশ করে নাইটরা।

Advertisment

কেকেআর টুর্নামেন্টের তৃতীয় সফলতম দল। আসন্ন আইপিএলে ২৩ তারিখে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কেকেআরের অভিযান শুরু মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

আরো পড়ুন: আইপিএলে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার, খেলবেন কেকেআরের জার্সিতে

কেকেআরে এবার নতুন কোচ। জ্যাক কালিসের বদলে হটসিটে বসেছেন কেকেআরেরই প্রাক্তনী ব্রেন্ডন ম্যাককালাম। তাই নতুন আশা নিয়ে বিদেশে টুর্নামেন্ট জয়ের জন্য মরিয়া শাহরুখ খানের দল।

কেকেআর পূর্ণ স্কোয়াড:
ব্যাটসম্যান- ইয়ন মর্গ্যান, শুভমান গিল, নিখিল নায়েক, নীতিশ রানা, সিদ্ধেশ লাড, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠি

অলরাউন্ডার- আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শিভাম মাভি, ক্রিস গ্রীন

উইকেটকিপার/ব্যাটসম্যান- দীনেশ কার্তিক, টম ব্যান্টন

বোলার- কমলেশ নাগারকোটি, সন্দীপ ওয়ারিয়র, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী, আলি খান, মানিরমান সিদ্ধার্থ

publive-image

নতুন অন্তর্ভুক্তি- ইয়ন মর্গ্যান, বরুণ চক্রবর্তী, সিদ্ধেশ লাড, প্যাট কামিন্স, আলি খান, রাহুল ত্রিপাঠি, এম সিদ্ধার্থ, ক্রিস গ্রীন, টম ব্যান্টন, নিখিল নায়েক

যাঁদের রিলিজ করে দেওয়া হয়েছে- ক্রিস গ্রীন এবং রবিন উথাপ্পা। উথাপ্পাকে ২০২০ মরশুম শুরুর আগেই ছেড়ে দেওয়া হয়েছিল।

যাঁদের ধরে রাখা হয়েছে- রিঙ্কু সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, দীনেশ কার্তিক, শিভাম মাভি, কমলেশ নাগারকোটি, সন্দীপ ওয়ারিয়র, নীতিশ রানা, লকি ফার্গুসন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শুভমান গিল, কুলদীপ যাদব

ট্রান্সফারে অন্তর্ভুক্তি- সিদ্ধেশ লাড

সাপোর্ট স্টাফ-
ব্রেন্ডন ম্যাকালাম (হেড কোচ),
অভিষেক নায়ার (সহকারী কোচ),
কাইল মিলস (বোলিং কোচ),
ওমকার সালভি (সহকারী বোলিং কোচ),
ডেভিড হাসি (মেন্টর),
জেমস ফস্টার (ফিল্ডিং কোচ),
ক্রিস ডোনাল্ডসন (স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ),
কমলেশ জৈন (প্রধান ফিজিওথেরাপিস্ট),
এআর শ্রীকান্ত (পারফরম্যান্স এনালিস্ট),
ওয়েন বেন্টলি (টিম ম্যানেজার)

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR IPL
Advertisment