Advertisment

IPL 2020: হিটম্যানের হুঙ্কারে কেঁপে গেল কেকেআর, হেরে আইপিএল শুরু নাইটদের

IPL 2020: প্রথম ম্যাচেই ধোনিদের কাছে হেরে কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। মরশুমে কেকেআরের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনাও ছিল তুঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফিরলেন রোহিত শর্মা।
ফিরলেন জসপ্রীত বুমরা।
ফিরল মুম্বই ইন্ডিয়ান্সও।
জোড়া প্রত্যাবর্তনের ধাক্কায় আইপিএলের প্রথম ম্যাচেই স্রেফ তলিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের কাছে ৪৯ রানে হেরে টুর্নামেন্ট অভিযান শুরু করল দিনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই স্কোরবোর্ডে ১৯৫ তুলে দিয়েছিল। তার জবাবে ব্যাট করতে নেমে কেকেআর নির্ধারিত ২০ ওভারে তুলল মাত্র ১৪৬। হার ৪৯ রানে।

Advertisment

প্ৰথম ম্যাচে প্রত্যাশিত ছন্দে খেলতে পারেননি রোহিত শর্মা। ভালো শুরুয়াতের আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল তাঁকে। এদিন শেখ জায়েদ স্টেডিয়ামে হিটম্যান ফিরলেন একেবারে চেনা ছন্দে।

দেড়শো-র কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে রোহিতের ব্যাট থেকে এদিন বেরোল ৫৪ বলে বিস্ফোরক ৮০। তাঁর ইনিংসে তিনটে বাউন্ডারির পাশাপাশি হাফডজন ওভার বাউন্ডারি। সেইসঙ্গে এদিনই আইপিএলে ওভার বাউন্ডারি হাঁকানোর ডবল সেঞ্চুরি করে ফেললেন তিনি। সাড়ে পনের কোটিতে কেকেআরে কেনা প্যাট কামিন্স হোক বা জাতীয় দলের সতীর্থ কুলদীপ যাদব। কাউকেই এদিন রেয়াত করেনি রোহিতের ব্যাট।

রোহিতকে ইনিংস গড়ার কাজে যোগ্য সহায়তা করলেন সূর্যকুমার যাদব (২৮ বলে ৪৭)। সৌরভ তিওয়ারি (১৩ বলে ২১), হার্দিক পান্ডিয়া (১৩ বলে ১৮), পোলার্ডদের (৭ বলে ১৩) ছোট ছোট গুরুত্বপূর্ণ ইনিংস মুম্বইয়ের ইনিংসকে টেনে নিয়ে যায় দুশোর দোরগোড়ায়।

জবাবে ব্যাট করতে নেমে কখনই মনে হয়নি এই ম্যাচ কেকেআর জিততে পারে। স্কোরবোর্ডে ২৫ উঠতে না উঠতেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে কেকেআর। এর পর দীনেশ কার্তিক (২৩ বলে ৩০) ও নীতিশ রানা (১৮ বলে ২৪) খেলা কিছুটা ধরে নিয়েছিলেন। ৪৬ রান যোগও করেন দুজনে।

এই পার্টনারশিপে ভাঙন ধরান রাহুল চাহার। কিছুক্ষণ পরেই ফেরেন নীতিশ রানা। এরপর কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে কেকেআরের ইনিংস। সমর্থকদের অনেক আশা ছিল রাসেলকে ঘিরে। তাঁকে নিখুঁত ইয়র্কারে ফেরান বুমরা।

রোহিতের সঙ্গেই এদিন ফিরলেন জসপ্রীত বুমরা। চোট সারিয়ে আগেই ফিরেছিলেন জাতীয় দলে। তবে তাঁকে আগের চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না। আইপিএলের প্রথম ম্যাচেও হতাশ করেন তিনি। তবে কেকেআরের বিরুদ্ধে প্রত্যাবর্তনের বুমরা নিজের চার ওভারে ৩২ রান খরচ করে তুলে নিলেন ২ উইকেট।

কেকেআর: সুনীল নারিন, শুভমান গিল, নীতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, নিখিল নায়েক, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, সন্দীপ ওয়ারিয়র, শিভম মাভি

মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডিকক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কায়রণ পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা

আরো পড়ুন: IPL 2020: ‘নিজের জন্যই রান করে’, ধোনিকে নিয়ে বিস্ফোরণ গম্ভীরের, জবাব মাহিরও

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai Indians KKR
Advertisment