আইপিএলের পরিস্থিতি বোঝাতে পর্ণ সিনেমার 'নোংরা' ছবি, জাফরের পোস্টে বিতর্ক তুঙ্গে

বিতর্কে কিংস ইলেভেনের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। তিনি প্রত্যেক ম্যাচের পরেই এমনিতে আইপিএল সংক্রান্ত মিম শেয়ার করছেন।

বিতর্কে কিংস ইলেভেনের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। তিনি প্রত্যেক ম্যাচের পরেই এমনিতে আইপিএল সংক্রান্ত মিম শেয়ার করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মিতবাক বলে পরিচিত ক্রিকেট মহলে। ঘরোয়া ক্রিকেটের লেজেন্ড মানা হয় ওয়াসিম জাফরকে। তিনি এবার আইপিএলের প্লে অফের আগে বিতর্কে জড়িয়ে গেলেন টুইটারে অশালীন পোস্ট করে।

Advertisment

আইপিএলের প্লে অফ নিয়ে এখন হাড্ডাহাড্ডি লড়াই। লিগ পর্বে এখনো বাকি চারটে ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই প্রথম দল হিসেবে প্লে অফে উঠে গিয়েছে। বাকি তিনটে জায়গার জন্য লড়াইয়ে রয়েছে ছয়টা দল। সিএসকে ছিটকে গিয়েছে। তবে কেকেআর, দিল্লি, আরসিবি, সানরাইজার্স, রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব প্রত্যেক দলের সামনেই সুযোগ রয়েছে শেষ চারে ওঠার।

আরো পড়ুন: রোহিতের বাদ পড়ায় কি বিরাটের ষড়যন্ত্র, ফুঁসছে ক্রিকেট মহল

লিগের দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন করেছে কিংস ইলেভেন। প্রথম সাতটা ম্যাচের মধ্যে ছয়টাতেই হেরে বসেছিল প্রীতির দল। তবে তারপর টানা পাঁচটা ম্যাচে হেরে প্লে অফ ওঠার দোরগোড়ায় তারা। যদিও শেষ ম্যাচে রাজস্থানের কাছে হেরে বসায় এখনো প্লে অফ পাকা হয়নি।

Advertisment

এর মধ্যেই বিতর্কে কিংস ইলেভেনের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। তিনি প্রত্যেক ম্যাচের পরেই এমনিতে আইপিএল সংক্রান্ত মিম শেয়ার করছেন। তবে প্লে অফে ওঠার লড়াই বোঝাতেই হালকা ছলে একটি মিম শেয়ার করেন তিনি। যে মিমে দেখা যাচ্ছে ছ-জন কৃষ্ণাঙ্গ যুবক দাঁড়িয়ে রয়েছে। ছয় জনের গায়েই প্লে অফের দৌড়ে থাকা ছয় দলের স্টিকার। সামনে বসে একজন শ্বেতাঙ্গ তরুণী। যে আবার প্লে অফের প্রতীক।

publive-image এই মিম ঘিরেই বিতর্ক

নেটিজেনরা এমন মিম শেয়ার করার পরেই হামলে পড়েন জাফরের উপর। এটি পর্ণ ক্লিপিংসের একটি ছবি বলে দাবি তাঁদের। জাফরের রুচিবোধ ঘিরে প্রশ্ন তোলা হয় নেটিজেনদের তরফ থেকে। বিতর্ক ঘনিয়েছে বুঝে জাফর সেই পোস্ট ডিলিট করে দেন।

তিনি এই মিম মুছে দিলেও বিতর্ক এত সহজে থামছে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KXIP IPL