কিংস ইলেভেন বনাম মুম্বই ইন্ডিয়ান্সের রবিবারের থ্রিলার যেন ৪৮ ঘন্টা পরেও একই ভাবে বিস্ময় নিয়ে হাজির হচ্ছে আইপিএল প্রেমীদের কাছে। দুই দলই স্কোরবোর্ডে ১৭৬ তোলার পর জোড়া সুপার ওভারের সাক্ষী থেকেছিলেন দর্শকরা। সেখানে শেষ হাসি হাসে কিংস ইলেভেন। সুপার ওভারে দুরন্ত বোলিং করে মালকিন প্রীতি জিন্টার মন জিতে নিয়েছিলেন মহম্মদ শামিও। পরে প্রীতি টুইটও করেন।
রোমহর্ষক এই উত্তেজনার ম্যাচে একের পর এক নাটক ছাপিয়ে শিরোনামে উঠে এসেছেন আবার এক রহস্য বালিকা। ম্যাচ চলাকালীনই ক্যামেরাম্যানের লেন্সে ধরা পড়ে সুন্দরী এক যুবতী কিংসদের চিয়ার করছেন স্ট্যান্ড থেকে।
আরো পড়ুন: হাসিনকে ছাড়াই সেরা ফর্মে শামি, তারকার এবার ‘মন ভরালেন’ প্রীতি জিন্টা
শীঘ্রই সেই তরুণী ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। ইন্টারনেটেই অবশেষে হদিশ মেলে তাঁর পরিচয়। আইপিএল প্রেমীদের হৃদয় জিতে নেওয়া সেই তরুণী আসলে রিয়ানা লালওয়ানি। নেট দুনিয়ায় এরপরে ক্যামেরম্যানকে কুর্নিশ জানিয়ে একের পর এক টুইট, মিম শেয়ার করা হতে থাকে।
Sting would have made another Desert Rose had he seen her today.#MIvsKXIP #KXIPvsMI pic.twitter.com/08ZozhAkJa
— Pranit Bhandula (@pranitbhandula) October 18, 2020
#MIvKXIP
Efforts Matters ????????
Cameraman efforts too pic.twitter.com/1U0tCTnUE4— Pranjal Tripathi (@pranjalt22) October 18, 2020
#MIvsKXIP
Everyone: Who win today's match.Camera man: pic.twitter.com/jpf3gwj3BW
— Vartika (@Arey_Vartika) October 18, 2020
I support her team,no matter to what team she is supporting #KXIP#MIvKXIP#SuperOver
Hats off to the cameraman...Thanks pic.twitter.com/TjG6y5es6w
— Simmha (@SimranHayer4) October 18, 2020
সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তুমুল জনপ্রিয়তার পরে এই খ্যাতি উপভোগ করছেন রিয়ানাও। তিনি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে নিজের ভাইরাল হওয়া এক মিমও শেয়ার করেন। সেই মিমে আবার তার সঙ্গে ক্রিকেটার রায়নার নামের সাদৃশ্যের জন্য হালকা ছলে রসিকতা করা হয়েছে।
রিয়ানার মত কিংস বনাম মুম্বই ম্যাচও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখনো। দুই দলই স্কোরবোর্ডে ১৭৬ তোলে। তারপরেই খেলা গড়ায় সুপার ওভারে। কে জানত হেভিওয়েট মুম্বইয়ের সঙ্গে আন্ডারডগ কিংসদের ম্যাচ এমন উত্তেজনার স্তরে পৌঁছাবে। সুপার ওভারেই দুরন্ত বোলিংয়ের নিদর্শন রাখেন দুই দলের দুই পেসার জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি।
সুপার ওভারে প্রথমে লোকেশ রাহুল এবং নিকোলাস পুরান মাত্র ৫ রান তোলে বোর্ডে। ইয়র্কার সম্রাট জসপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ের সামনে একটাও বাউন্ডারি হাঁকাতে পারেননি দুই কিংস ব্যাটসম্যান।
এরপরে সর্বোচ্চ স্তরের বোলিংয়ের উদাহরণ তুলে ধরেন শামি। পাঁচ রান ডিফেন্ড করতে গিয়ে দুই বিধ্বংসী ব্যাটসম্যান ডিকক এবং রোহিত শর্মার বিপক্ষে সেরাটা মেলে ধরেন শামি। মাত্র ৫ রানেই মুম্বইকে আটকে রাখেন তিনি। সুপার ওভারে একই স্কোর হওয়ায় দ্বিতীয় সুপার ওভারে খেলা গড়ায়। দ্বিতীয় সুপার ওভারে কিংসদের হয়ে ক্রিস জর্ডন ১১ রান খরচ করেন। সেই রান তাড়া করে চার বলেই জয় ছিনিয়ে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন