অবশেষে জানা গেল কেন আইপিএলে থাকছেন না মায়ান্তি ল্যাঙ্গার। স্টুয়ার্ট বিনির ঘরণী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই কারণেই আইপিএলে পরিচিত ভঙ্গিতে ম্যাচ সঞ্চালনা করতে দেখা যাবে না তাঁকে। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস শুক্রবারই জানিয়ে দেয় মায়ান্তির অনুপস্থিতি। তারপরেই মায়ান্তি জানিয়ে দেন, কেন দর্শকরা দেখতে পাবেন না তাদের প্রিয় সঞ্চালককে।
মায়ান্তি এবং স্টুয়ার্ট বিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন পুত্র সন্তান জন্ম দেওয়ার খবর। সেই সঙ্গে সমর্থনের জন্য স্টার স্পোর্টসকেও ধন্যবাদ জানান তারকা সঞ্চালক। মায়ান্তি নিজের টুইটারে লেখেন, "আইপিএল দেখতে চলেছি।"
আরও পড়ুন: আইপিএলে হঠাৎ বাদ মায়ান্তি, সঞ্চালনা নিয়ে আশা-আশঙ্কায় স্টার স্পোর্টস
সেই সঙ্গে মায়ান্তি জানান, "অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন। অনেকে আন্দাজ করছেন। শেষ পাঁচ বছরে স্টার স্পোর্টসে আমার পরিবার সবথেকে হাই প্রোফাইল টুর্নামেন্ট হোস্ট করতে দিয়ে আমাকে সমর্থন জুগিয়ে এসেছে। সবথেকে প্রয়োজনের মুহূর্তেও ওরা আমাকে সমর্থন করেছে। যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, আমার প্রয়োজন মত শো সঞ্চালনা করার সুবিধা করে দিয়েছে। ছয় সপ্তাহ আগে স্টুয়ার্ট আর আমার পুত্র সন্তান হয়েছে। জীবন আরো ভালো হয়েছে।"
So I’m going to love watching the IPL @StarSportsIndia all the best to the team ???? @jatinsapru @suhailchandhok @cricketaakash @SanjanaGanesan @ProfDeano @scottbstyris @BrettLee_58 @Sanjog_G and the full gang!! pic.twitter.com/fZVk0NUbTi
— Mayanti Langer Binny (@MayantiLanger_B) September 18, 2020
এর আগে একজন সমর্থকের প্রশ্নের উত্তরে স্টার স্পোর্টস জানিয়ে দেয় মায়ান্তি ল্যাঙ্গার আইপিএলে থাকছেন না। সেই সঙ্গে পরিবর্ত সঞ্চালকদের নামও জানিয়ে দেয় তারা।
স্টার স্পোর্টসের তরফে এবার সঞ্চালনার দায়িত্বে আনা হচ্ছে ফক্স স্পোর্টসের সঞ্চালক নাওমি মিডোসকে। বিশ্বের ক্রীড়া অনুষ্ঠান সঞ্চালনায় অন্যতম সেরা ধরা হয় নাওমিকে। তিনিই এবার আইপিএলে মায়ান্তির পরিবর্ত হচ্ছেন।
বাকি সঞ্চালকরা হলেন সুরেন সুন্দরম, কিরা নারায়ণন, নাসপ্রীত কৌর, তানিয়া পুরোহিত, ধীরজ জুনেজা। নতুন মুখ হিসাবে সঞ্চালকদের এই প্যানেলই মাতাতে চলেছে আইপিএল। সুরেন সুন্দরম অবশ্য আইপিএলে একদমই নতুন নন। এর আগে কেকেআরের হয়ে সঞ্চালনা করতেন তিনি। গত বছর থেকে তিনি স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
এদিকে, কিরা আবার থিয়েটার অভিনেত্রী। সেই সঙ্গে খেলার প্রতি আকর্ষণ ছিলই। এই প্রথম তিনি বড় মঞ্চে সঞ্চালক হবেন। তানিয়া পুরোহিত আবার অনুষ্কা শর্মা অভিনীত এনএইচ-১০ ছবিতেও অভিনয় করেছেন। তিনিও আইপিএলে প্রথমবার, নয়া চ্যালেঞ্জের জন্য তৈরি। মায়ান্তির পরিবর্তে এবার একগাদা নতুন মুখ কাজ করবে আইপিএলে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন