Advertisment

IPL 2020: ক্যাপ্টেন হিসাবে আইপিএলে 'সেঞ্চুরি' ধোনির, লজ্জার রেকর্ড মুম্বইয়ের

মুম্বইও লজ্জার রেকর্ড গড়ল প্রথম ম্যাচেই। ২০১৩ সালের পর একবারও টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে পারল না তারা। টানা আট ম্যাচ হারতে হল মুম্বইকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রেকর্ড শুরুতেই। দেড় বছর পর মাঠে নেমেই রেকর্ড গড়লেন মাহি। আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরেই ধোনি প্রথম আইপিএল নেতা হিসেবে ১০০ ম্যাচ জিতে ফেললেন।

Advertisment

গত দু বছর একবারও মুম্বইকে হারাতে পারেনি সিএসকে। টানা পাঁচ ম্যাচ হেরেছেন ধোনিরা। তবে সেই পরিসংখ্যানকে থামিয়ে শেখ জায়েদ স্টেডিয়ামে এল ধোনিদের জয়। অন্যদিকে, মুম্বইও লজ্জার রেকর্ড গড়ল প্রথম ম্যাচেই। ২০১৩ সালের পর একবারও টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে পারল না তারা। টানা আট ম্যাচ হারতে হল মুম্বইকে।

আরও পড়ুন: IPL 2020: রায়না-হরভজনকে একহাত নিলেন ধোনি, ম্যাচের পরেই বিস্ফোরণ

ধোনি ম্যাচের পরেই বলে দিলেন, "দ্বিতীয়ার্ধে শিশির পড়ার পর বল সামান্য মুভ করছিল। তবে শুরুতে যদি উইকেট বাঁচিয়ে খেলা যায়, সেটা এডভান্টেজ। এটাই শিখেছি। রায়ডু, ফাফের সঙ্গে দুরন্ত এক পার্টনারশিপ গড়ে তুলেছিল। আমাদের অধিকাংশই অবসরপ্রাপ্ত ক্রিকেটার। তবে কোনো চোট আঘাতের সমস্যা নেই। অভিজ্ঞতাই কার্যত ম্যাচ জেতাল।"

প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই শুরুটা ভালোই করেছিল। কিছুক্ষন পরে পরপর দুই ওভারে আউট হয়ে যান রোহিত ও কুইন্টন ডি কক। এরপর সৌরভ তিওয়ারির ব্যাটে ভর করে এগোচ্ছিল মুম্বই। তবে ডুপ্লেসিসের দুরন্ত জোড়া ক্যাচে জাদেজার একই ওভারে আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া ও সৌরভ তিওযারি।

সিএসকের লুঙ্গি এনগিডি তিন উইকেট দখল করেন। কায়রণ পোলার্ডকেও ফিরিয়ে দেন তিনি। শেষ ছয় ওভারে মুম্বই মাত্র ৪১ রান তোলে। হারায় ছয় উইকেট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI
Advertisment