Advertisment

ব্যাপক পরিবর্তন হবে চেন্নাই দলে, কড়া গলায় বার্তা ধোনির

চলতি টুর্নামেন্টে ক্যাপ্টেন কুল বেশ কয়েকবার প্রতিপক্ষ ক্রিকেটারদের শার্ট দেওয়ায় আইপিএলে অবসর জল্পনা আরো তীব্র হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলের ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম পারফরম্যান্স এবারই। প্রথমবারের মত ছিটকে যেতে হয়েছে প্লে অফে ওঠার আগেই। তারপরেই রবিবার ধোনি জানিয়ে দিলেন, দলের 'কোর' টিমে বড়সড় পরিবর্তন আসবে।

Advertisment

সিএসকে আইপিএলের শেষ ল্যাপে আলো ছড়িয়ে গেল। পরপর তিন ম্যাচ জিতে। রুতুরাজ গায়কোয়াড-ও টানা তিনটে হাফসেঞ্চুরি করে ভবিষ্যতের আশা দেখালেন। শেষ ম্যাচে সিএসকে ৯ উইকেটে উড়িয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। সেই সঙ্গে আইপিএলের প্লে অফ নির্ধারণেও বড়সড় ভূমিকা নিল ধোনি ব্রিগেড।

আরো পড়ুন: জল্পনা থামালেন ধোনি! দুই শব্দে জানালেন আইপিএল থেকে অবসর নিচ্ছেন কিনা

ম্যাচের শেষেই ধোনি জানিয়ে দিলেন, "দলের কোর গ্রুপে কিছু পরিবর্তন করা হবে। আমাদের সামনের ১০ বছরের কথা ভাবতে হচ্ছে। আইপিএল শুরুর সময় আমরা একটা টিম তৈরি করে নেমেছিলাম। তবে এমন সময় আসে যখন পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিতে হয়।"

এই মরশুম খারাপ গেলেও আগামী বছর আরো ভালোভাবে ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন মহাতারকা। বলে দিলেন, "আমরা আরো শক্তিশালী হয়ে কামব্যাক করব। এর জন্যই তো সবাই আমাদের চেনে।"

একের পর এক হারের পরেই সিএসকে ক্যাম্পে শোনা গিয়েছিল, বড়সড় পরিবর্তন ঘটিয়ে আগামী আইপিএলে খেলবে সিএসকে। এই প্রসঙ্গেই ধোনির অবসর নিয়ে আলোচনা আরো তীব্র হয়। চলতি টুর্নামেন্টে ক্যাপ্টেন কুল বেশ কয়েকবার প্রতিপক্ষ ক্রিকেটারদের শার্ট দিয়ে দেওয়ায় সেই জল্পনা বাড়ে। তবে ধোনির সব জল্পনা থামিয়ে দিলেন।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে লিগ পর্বে রবিবারই শেষ ম্যাচ খেলছে সিএসকে। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই ধারাভাষ্যকার ড্যানি মরিসন জিজ্ঞাসা করেন, এটাই ধোনির শেষ ম্যাচ হতে চলেছে কিনা! মাহির সংক্ষিপ্ত প্রত্যুত্তর, “অবশ্যই নয়। আমি জার্সি দেওয়ায় ওরা হয়ত ভেবেছিল অবসর নিতে চলেছি।”

ধোনিও চলতি আইপিএলে যেন অতীতের ছায়া। ব্যাটিংয়ে বারেবারে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন সুপারস্টার। ১৪ ম্যাচে করেছেন মাত্র ২০০ রান। স্ট্রাইক রেটও টি২০ সুলভ নয়, মাত্র ১১৬.২৭। একটাও হাফসেঞ্চুরিও হাঁকাতে পারেননি তিনি।

ধোনি পরে স্বীকার করে নেন, দীর্ঘদিন জাতীয় ক্রিকেট থেকে দূরে থাকায় প্রস্তুতিতে ঘাটতি থেকে গিয়েছে।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI
Advertisment