Advertisment

হেরে গেলেও হারিয়ে যাননি, কেক কেটে বুঝিয়ে দিলেন ধোনি

চলতি টুর্নামেন্টে ক্যাপ্টেন কুল ব্যাট হাতে একদমই ব্যর্থ। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছেন। তারপরেই উঠে গিয়েছিল অবসরের জল্পনা। যা নাকচ করেছেন ধোনি নিজে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দল একদম খারাপ পারফরম্যান্স করেছে। তিনিও মেলে ধরতে পারেননি নিজেকে। তবে আইপিএলে খারাপ পারফরম্যান্স যে ড্রেসিংরুমে কোনো প্রভাব ফেলবে, তা হতে দেবেন না ধোনি। সিএসকের করণ শর্মার জন্মদিন সামনেই। প্রি বার্থডে সেলিব্রেশনে চুটিয়ে উপভোগ করলেন ফাফ ডুপ্লেসিস এবং ধোনি।

Advertisment

বৃহস্পতিবার সিএসকের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-র ক্যাপশন, "করণের বার্থডে ব্যাশ। দেখো, কার মুখে কেক লেগে গেল!" সেখানেই দেখা যায় হাসি খুশি মেজাজের ধোনিকে। তিনি এবং দু প্লেসিস মনু সিংকে কেক মাখিয়ে দিলেন পুরো মুখে।

আরো পড়ুন: জল্পনা থামালেন ধোনি! দুই শব্দে জানালেন আইপিএল থেকে অবসর নিচ্ছেন কিনা

এই মরশুম দ্রুত ভুলে যেতে চাইবে সিএসকে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার চেন্নাই প্লে অফে উঠতে ব্যর্থ হলে এবার। ১৪ ম্যাচে ছয়টি জয় পেয়েছে তারা। ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সাত নম্বরে শেষ করল হলুদ বাহিনী।

সিএসকের হয়ে এবারের সর্বোচ্চ স্কোরার প্রোটিয়াজ তারকা ফাফ দু প্লেসিস। ৪০.৯১ গড়ে দু প্লেসিসের সংগ্রহে ৪৪৯ রান। চারটে অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে বিশ্বকাপে সেমিফাইনালের পর এবারই প্রথম মাঠে নামলেন ধোনি। অবসর নিয়ে ফেলেছিলেন তাঁর আগেই।

ধোনিও চলতি আইপিএলে যেন অতীতের ছায়া। ব্যাটিংয়ে বারেবারে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন সুপারস্টার। ১৪ ম্যাচে করেছেন মাত্র ২০০ রান। স্ট্রাইক রেটও টি২০ সুলভ নয়, মাত্র ১১৬.২৭। একটাও হাফসেঞ্চুরিও হাঁকাতে পারেননি তিনি।

ধোনি টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই জানিয়ে দিয়েছেন, “দলের কোর গ্রুপে কিছু পরিবর্তন করা হবে। আমাদের সামনের ১০ বছরের কথা ভাবতে হচ্ছে। আইপিএল শুরুর সময় আমরা একটা টিম তৈরি করে নেমেছিলাম। তবে এমন সময় আসে যখন পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিতে হয়।”

এই মরশুম খারাপ গেলেও আগামী বছর আরো ভালোভাবে ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন মহাতারকা। বলে দিয়েছেন, “আমরা আরো শক্তিশালী হয়ে কামব্যাক করব। এর জন্যই তো সবাই আমাদের চেনে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI
Advertisment