Advertisment

IPL 2020: আর মাত্র পাঁচ ছক্কা, তারপরেই বেনজির কীর্তির মালিক ধোনি

১৪ মাস পরে আইপিএলে খেলতে নেমেছেন ধোনি। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র কয়েকটি বল ফেস করেছেন তিনি। সমর্থকরা প্রিয় তারকাকে আরো ব্যাট হাতে দেখতে চান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে সিএসকে। ধোনি নিজেকে নয়, ডেথ ওভারে প্রমোট করেছিলেন স্যাম কুরানকে। আর ধোনির এই মাস্টারস্ট্রোকেই বাজিমাত চেন্নাইয়ের। ৬ বলে ১৮ রানের মারকুটে ইনিংসে চাপের মুখে সিএসকের জয় এনে দিয়েছেন ইংলিশ তারকা।

Advertisment

১৪ মাস পরে আইপিএলে খেলতে নেমেছেন ধোনি। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র কয়েকটি বল ফেস করেছেন তিনি। সমর্থকরা প্রিয় তারকাকে আরো ব্যাট হাতে দেখতে চান। রয়্যালসদের বিরুদ্ধে ধোনিকে ব্যাট হাতে দেখতে চাইছেন সবাই।

আরো পড়ুন: IPL 2020: শচীন, কোহলির থেকে জনপ্রিয়তায় ঢের এগিয়ে ধোনি, বিতর্ক উসকে বিস্ফোরক গাভাস্কার

কারণটা আর কিছুই নয়। ব্যাট হাতে আর মাত্র পাঁচটা ছয় হাঁকালেই রায়না, রোহিত শর্মার সঙ্গে একই আসনে বসে পড়বেন ধোনি।

আর মাত্র পাঁচটা ওভারবাউন্ডারি হলেই টি২০ ক্রিকেটে ধোনির ছক্কার সংখ্যা দাঁড়াবে ৩০০টি। তৃতীয় ভারতীয় হিসাবে এই এলিট লিস্টে নাম লেখাবেন ক্যাপ্টেন কুল। ধোনির আগে রোহিত (৩৬৮) এবং রায়না (৩১১) এই কৃতিত্ব অর্জন করেছেন।

যাইহোক, মুম্বই ম্যাচের পরেই ধোনি পরোক্ষে খোঁচা দিয়েছিলেন সুরেশ রায়না, হরভজনকে। ধোনি বলে দিয়েছিলেন, “আইপিএল আয়োজকরা যেভাবে সমস্ত বন্দোবস্ত করেছে তা প্রশংসনীয়। এটা পুরোপুরি সফল করতে একাধিক বিষয় প্রয়োজন। ক্রিকেটার হিসেবে তো আমরা সমালোচনা করেই খালাস।”

এখানেই না থেমে ধোনি আরো বলেন, “আইসিসি একাডেমিতে অনুশীলনের সুবিধা দুরন্ত এক অভিজ্ঞতা। ঠিক মত অনুশীলনের সুবিধা না পেলে এমন বড় মাপের টুর্নামেন্ট খেলা সম্ভব নয়।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI
Advertisment