রবিবার বিরল মাইল ফলকের কৃতিত্ব অর্জন করলেন মহেন্দ্র সিং ধোনি। লোকেশ রাহুলের ক্যাচ তালুবন্দি করার সঙ্গেই দ্বিতীয় উইকেটকিপার হিসাবে আইপিএলে ১০০ ক্যাচ ধরার নজির স্পর্শ করলেন তিনি। শার্দুল ঠাকুরের বল লোকেশ রাহুলের ব্যাটের কানায় লেগে অফস্টাম্পের পিছনে চলে যায়। সেই ক্যাচ ডান দিকে ঝাঁপিয়ে ধরেন ধোনি।
আইপিএলে ধোনির আগেই দীনেশ কার্তিক (১০৩) উইকেটকিপার হিসাবে ১০০ ক্যাচের কৃতিত্বের মালিক ছিলেন। পার্থিব প্যাটেলের ক্যাচের সংখ্যা ৬৬টি। ফিল্ডার হিসাবে রায়না ১০০র বেশি ক্যাচ ধরেছেন।
আরো পড়ুন: তারকা ক্রিকেটারকে গড়াপেটার প্রস্তাব আইপিএলে, টুর্নামেন্টের মাঝেই উত্তাল মরুদেশ
সিএসকের বিরুদ্ধে কেএল রাহুল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিংস ইলেভেন পাঞ্জাব স্কোয়াডে তিনটে পরিবর্তন ঘটেছিল- জিমি নিশাম, করুণ নায়ার এবং কৃষ্ণাপ্পা গৌতমকে বসিয়ে প্রথম একাদশে খেলানো হয় মনদীপ সিং, হরপ্রীত ব্রার এবং ক্রিস জর্ডনকে।
100th Catch for Legendary Keeper in IPL
Mahendra singh DHONI ????????@MSDhoni • #IPL2020 • #WhistlePodu pic.twitter.com/Epxr8FO687— రాజోలు కుర్రోడు ???? (@SEKHAR_JSP) October 4, 2020
প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন স্কোরবোর্ডে ১৭৮ তোলে। জবাবে সিএসকে কোনো উইকেট না হারিয়েই সেই রান তুলে দেয়। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে শ্যেন ওয়াটসন ৮৩ করে যান। রানের মধ্যে থাকা ডুপ্লেসিসও ৮৭ করেন।
আগের ম্যাচ গুলোতে ওয়াটসন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন। তবে কিংসদের বিরুদ্ধে নিজের স্বভাবজাত আগ্রাসী খেলাই উপহার দেন তিনি। পাওয়ার প্লেতেই সিএসকে স্কোরবোর্ডের ৬০ তুলে ফেলে। যা সিএসকের চলতি টুর্নামেন্ট এ সেরা।
ছন্দে ফেরার প্রথম ম্যাচেই তাই ওয়াটসনকে ছাড়া ম্যাচের সেরা কাউকে বাছা যায়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন