প্রথম দুই ম্যাচেই সাত নম্বরে ব্যাটিংয়ে দেখা গিয়েছিল ধোনিকে। উদ্বোধনী ম্যাচে এই স্ট্র্যাটেজি খেটে গেলেও দ্বিতীয় ম্যাচেই ফাঁকফোকর প্রকট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ধোনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাত নম্বরে নামার পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।
বিশেষ করে গৌতম গম্ভীর ও কেভিন পিটারসেন ধোনির এই রণকৌশলের চূড়ান্ত সমালোচনা করেন। এই রণকৌশল বদলাতে পারে এদিনের দিল্লি ম্যাচেই। সূত্রের খবর, ধোনি ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামতে রাজি হয়ে গিয়েছেন। আর ধোনিকে বুঝিয়ে এই সিদ্ধান্ত বদলের পিছনে নাকি কোচ স্টিফেন ফ্লেমিং।
আরো পড়ুন: IPL 2020: ‘নিজের জন্যই রান করে’, ধোনিকে নিয়ে বিস্ফোরণ গম্ভীরের, জবাব মাহিরও
রাজস্থান ম্যাচে ধোনি যখন ক্রিজে নামেন, তখন সিএসকের শেষ ছয় ওভারে প্রয়োজন ছিল প্রায় ১০০ রান। অবিশ্বাস্য এই রান তাড়া করা কেরিয়ারের সীমানায় পৌঁছে যাওয়া সম্ভব হয়নি। শেষ ওভারে যদিও ছক্কার হ্যাট্রিকে তিনি মাতিয়ে দিয়েছিলেন শারজা স্টেডিয়াম। অনেকেরই মত, ধোনি যদি একটু উপরের দিকে নেমে থিতু হওয়ার সুযোগ পেতেন, তাহলে ম্যাচের ফলাফল অন্য কিছু হতেই পারত।
সূত্রের খবর, ধোনির সঙ্গে ম্যাচের পর দীর্ঘ আলোচনা হয় কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। সেখানেই তিনি ধোনিকে বুঝিয়ে বলেন, ব্যাটিং অর্ডারের উপরে নামলে ক্রিজে আরো সময় কাটিয়ে স্বমহিমায় ফিরতে পারবেন। কোচের যুক্তি মেনে নিয়েছেন মাহিও। সেই হিসাবে চার অথবা পাঁচ নম্বরে নামতে পারেন তিনি।
কেন সাত নম্বরে নামছেন, সেই বিষয়ে বলতে গিয়ে এর আগে ধোনি ম্যাচের পরেই বলেছিলেন, “দীর্ঘদিন ব্যাটিং করিনি। ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হয়েছে। তাছাড়া দলের ফর্মেশনও দেখে নিয়ে চেয়েছিলাম। স্যাম (কুরান)কে উপরে ব্যাট করিয়ে সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল। যদি পরীক্ষা নিরীক্ষা প্ল্যানিং সফল না হয় তাহলে আমাদের নিজেদের সাধারণ শক্তি অনুযায়ী রণকৌশল সাজাতে হবে।”
দিল্লি ম্যাচে সত্যি ধোনি নতুন অবতারে ধরা দেন কিনা, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে