শেষ খেলেছিলেন গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে। তারপর আর বাইশ গজে দেখা যায়নি। অনেক জল্পনার পর আইপিএলকে বিদায় জানিয়েছেন। এরপরেই মহেন্দ্র সিং ধোনিকে আইপিএলে ফের দেখা যাবে একদম প্রথম ম্যাচেই। ধোনিকে ফোকাসে রেখেই শুরু হয়ে যাচ্ছে আইপিএলের মহা আসর। মাঠে ধোনি খেলছেন, ক্রিকেট কেরিয়ারের একদম সায়াহ্নে। এটাই ক্রিকেট প্রেমীদের কাছে আকর্ষণের বিষয়।
ধোনি এবং সিএসকে আইপিএলে একে অন্যের পরিপূরক হয়ে গিয়েছে। ব্যাট হাতে হোক বা অধিনায়কের মগজাস্ত্র- সিএসকেতে ধোনির অবদান একদমই ভোলার নয়। দলকে তিনবার ট্রফি এনে দিয়েছেন। কাপ ফাইনালেও তুলেছেন একাধিকবার। শেষ দুই মরশুমে তো ব্যাট হাতেও ধোনি অপ্রতিরোধ্য। ৭৯.১৭ গড়ে রান করেছেন ৮৭১। এক বছরের বেশি সময় ধরে প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট না খেলা ধোনি আবু ঢাবির মাঠে কেমন আলো জ্বালান, তা দেখতে মুখিয়ে সমর্থকরা।
আরো পড়ুন: CSK vs MI Preview: এগিয়ে মুম্বই, তবে ধোনির গোপন কৌশলে হারতে পারেন রোহিতরা, জানুন স্ট্র্যাটেজি
আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট বেশ শুকনো। স্পিন সহায়ক উইকেটে প্রথম ম্যাচেই সিএসকে স্পিন আক্রমণের জন্যই অনেকটাই এগিয়ে। মন্থর উইকেটে ইমরান তাহির, পীযুষ চাওলা, করণ শর্মা, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনাররা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন। আবু ধাবির উইকেটের সঙ্গে সিএসকের উইকেটের অনেক সাদৃশ্য। সেই হিসেবে আবু ধাবিকে সিএসকে হোম গ্রাউন্ড ভেবে নিতেই পারে।
যে জোড়া রেকর্ড ধোনি ভাঙতে পারেন:
আইপিএলে। উইকেটকিপার হিসাবে সবথেকে বেশিবার আউট করেছেন ধোনি। তাঁর নামের পাশে ১৩৩টি উইকেট। আর ১৭বার আউট করলেই ১৫০ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করে ফেলবেন মহাতারকা।
একই মরশুমে সবথেকে বেশিবার আউট করার নজির বর্তমানে ঋষভ পন্থের দখলে। টুর্নামেন্টের ১২তম সংস্করণে ঋষভ পন্থ ১৬ ম্যাচে ২৪টি আউট করেছিলেন। ধোনি এখনো উইকেটের পিছনে একইরকম তীক্ষ্ণ। অনুশীলনেই বোঝা গিয়েছে। সেই নজির ভেঙে ফেলার সুযোগ থাকছে ধোনির কাছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন