Advertisment

CSK vs MI Preview: এগিয়ে মুম্বই, তবে ধোনির গোপন কৌশলে হারতে পারেন রোহিতরা, জানুন স্ট্র্যাটেজি

সিএসকের সাফল্যের অন্যতম কারণ শুরুতেই বিপক্ষের ইনিংসের টপ অর্ডারকে আউট করা। ২০১৮ সালের পর থেকে পাওয়ার প্লে-তে সিএসকে মোট ৫৬ উইকেট পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

CSK vs MI Preview: অনেক আশা, আশঙ্কা ছিল। সুচিও পিছিয়ে দিতে হয়েছিল। কোভিড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নেই। এর মধ্যেই শনিবার ঢাকে কাঠি পড়ে যাচ্ছে আইপিএলের। প্রথম ম্যাচেই এল ক্ল্যাসিকো। মুখোমুখি সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স। জীবনযাত্রা এখনো স্বাভাবিক না হলেও সন্ধে ও রাত্রে অনন্ত চার ঘণ্টা ক্রিকেটপ্রেমীরা সেই দুশ্চিন্তা ভুলে যাবেন। বসে পড়বেন টিভির সামনে।

Advertisment

মূল বিষয়:
মুম্বই ইন্ডিয়ান্স আমিরশাহিতে পা রাখা মাত্রই ঘাঁটি গেড়েছে আবু ধাবিতে। সেখানকার পরিবেশের সঙ্গে অনেকটাই ধাতস্থ হয়ে গিয়েছেন রোহিতরা। তবে আবু ধাবিতে শনিবারই নামতে হচ্ছে সিএসকেকে সরাসরি। এটা কিছুটা সমস্যায় ফেলেছে ধোনি এন্ড কোং-কে। একথা সরাসরি স্বীকারই করে নিয়েছেন সিএসকে বস স্টিফেন ফ্লেমিং। সিএসকস ওয়েবসাইটকে কিউয়ি বস জানিয়েছেন, "উইকেটের অবস্থা কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে না নিয়েই আবু ধাবি যেতে হচ্ছে আমাদের। শুরুতেই এটা আমাদের চ্যালেঞ্জ।"

আরও পড়ুন: ধোনি-রোহিতের থেকে বেতনে অনেক এগিয়ে কোহলি! জানুন, কোন আইপিএল অধিনায়কের কত বেতন

মুম্বই ইন্ডিয়ান্স অনেক টাকা খরচ করেই নিলামে কিনেছিল ক্রিস লিনকে। তবে বিগ হিটার অস্ট্রেলীয়কে বাইরে রেখেই দল সাজাবে মুম্বই। ওপেনিংয়ে রোহিত-ডিকক জুটি।

বৃহস্পতিবারই আইপিএলের কোয়ারেন্টাইন নিয়মে বদল এসেছে। আইসোলেশনে থাকার সময় সীমা কমিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ, সিএসকে স্কোয়াডে জায়গা পেয়ে যেতে পারেন জোস হ্যাজেলউড। আবু ধাবির পেস আক্রমণ সহায়ক উইকেটে কার্যকরী হতে পারেন অজি পেসার।

দুই দলের রণকৌশল:
কোভিড আক্রান্ত হওয়ার পর তা কাটিয়ে উঠেছেন দীপক চাহার। সিএসকের জার্সিতে প্রথম ম্যাচেই নজর কাড়তে পারেন তরুণ এই বোলার। পাওয়ার প্লে-তে রোহিত ঘাতক হতে তৈরি তিনি। যে কোনো টি২০ ম্যাচে ছয় ইনিংসে দীপক চাহার রোহিত শর্মাকে প্রথম ছয় ওভারের মধ্যে দুবার আউট করেছেন। রোহিতের মত বিধ্বংসী ব্যাটসম্যানের বিরুদ্ধে ২৪ ডেলিভারিতে মাত্র ২৯ রান খরচ করেছেন। প্রশ্ন হল, মরু দেশের উইকেটে কি কিছুটা সুইং আদায় করে নিতে পারবেন তিনি!

মুম্বই ইন্ডিয়ান্সই সম্ভবত একমাত্র দল যারা ডেথ ওভারের বোলিং নিয়ে চিন্তিত নয়। এমনকি সামনে মহেন্দ্র সিং ধোনির চওড়া ব্যাট থাকলেও। মুম্বই দলে অন্তত দুজন বোলার রয়েছে যারা ধোনিকে ক্রিজে শান্ত রাখতে এবং আউট করতেও সক্ষম। টি২০-তে ১৬-২০ ওভারের মধ্যে জসপ্রীত বুমরা তিনবার ধোনিকে আউট করেছেন। ধোনির বিরুদ্ধে ৩৩ বলে খরচ করেছেন মাত্র ৩৯ রান। অন্যদিকে, নাথান কুইল্টার নাইল ধোনিকে দুবার আউট করার পাশাপাশি ২৩ বলে খরচ করেছেন মাত্র ২৫ রান।

পরিসংখ্যান:
আমিরশাহিতে টি২০ ম্যাচে খুব বেশি রান ওঠে না স্কোরবোর্ডে। গত দেড় বছর ধরে প্রথমে ব্যাট করে আবু ধাবিতে গড়ে রান ওঠেছে মাত্র ১৪১।

২০১২ সালের পর মুম্বই আইপিএলের শুরুর একটাও ম্যাচে জেতেনি। তবে এবার সিএসকের বিরুদ্ধে সেই হারের ট্র্যাডিশন বদলাতে পারে। কারণ, শেষ দশ ম্যাচে সিএসকের বিপক্ষে আটটিতেই জয় পেয়েছে মুম্বই।

মুম্বইয়ের থেকে সিএসকের স্পিন ডিপার্টমেন্ট অনেক এগিয়ে। মুম্বইয়ের চার স্পিনার- ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জয়ন্ত যাদব এবং অনুকূল রায়ের আইপিএলের মোট উইকেট সংখ্যা ৬১। সেখানে রবীন্দ্র জাদেজার একাই উইকেট সংখ্যা ১০৮টি। আবু ধাবির উইকেটে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন জাদেজা, তাহির, পীযুষ চাওলারা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। তুখোড় ফর্মে ২০৪ স্ট্রাইক রেটে ২০৭ রান করেছেন। গড় ৫১। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে স্লো পিচে খেলে আসায় আইপিএলেও একই ভাবে বিধ্বংসী ফর্মে ধরা দিতে পারেন তারকা অলরাউন্ডার। পোলার্ডকে থামানোর দায়িত্ব দেওয়া হতে পারে ইমরান তাহিরকে। পোলার্ডের বিরুদ্ধে হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে প্রোটিয়াজ স্পিনার। ১৬ টি২০ ইনিংসে পোলার্ডের বিরুদ্ধে ৪ বারই আউট করেছেন তিনি। ডট বল করেছেন ৫০ শতাংশ।

সিএসকের সাফল্যের অন্যতম কারণ শুরুতেই বিপক্ষের ইনিংসের টপ অর্ডারকে আউট করা। ২০১৮ সালের পর থেকে পাওয়ার প্লে-তে সিএসকে মোট ৫৬ উইকেট পেয়েছে। এর মধ্যে চাহার একাই ২৫ উইকেট নিয়েছেন। শুরুতেই পেসাররা ঝটকা দিতে পারলে ধোনির পক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া আরো সহজ হয়ে যাবে। তবে মুম্বইয়ের বিরুদ্ধে এই রণনীতি খাটবে কিনা, তা নিয়ে বিশেষজ্ঞরা যথেষ্ট সন্দিহান।

সিএসকে সম্ভাব্য প্রথম একাদশ:
শ্যেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসিস, আম্বাতি রায়াডু, এমএস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, ইমরান তাহির, শার্দুল ঠাকুর, দীপক চাহার, করণ শর্মা

মুম্বই সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, কুইন্টন ডিকক, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, কায়রণ পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, মিচেল ম্যাকলেনাঘান, নাথান কুইল্টার নাইল এবং জসপ্রীত বুমরা।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai Indians CSK IPL
Advertisment