নির্বাসন কাটিয়ে কিছুদিন আগেই বাইশ গজে ফিরেছেন শান্তাকুমারণ শ্রীসন্থ। মাঠে ফিরে পুরোদস্তুর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগেই শ্রীসন্থ কার্যত তুলোধোনা করলেন দীনেশ কার্তিককে। সাফ জানিয়ে দেন, কার্তিক নন, কেকেআরের নেতা হওয়া উচিত ইয়ন মর্গ্যানের।
শনিবার শারজায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশাল রান তাড়া করতে নেমে ১৮ রানে হেরে বসে। প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লি ২২৮ রান তোলে স্কোরবোর্ডে। এরপরে কেকেআরকে ২১০/৮ এ আটকে রাখে। তারপরেই কেকেআর সমর্থকরা মুণ্ডুপাত করতে শুরু করেছেন।
আরো পড়ুন: তারকা ক্রিকেটারকে গড়াপেটার প্রস্তাব আইপিএলে, টুর্নামেন্টের মাঝেই উত্তাল মরুদেশ
কেকেআরের সমর্থকদের সুরে সুর মিলিয়েই শ্রীসন্থ টুইট করেন, "একদমই ডিকে নন, আমার মতে ইয়ন মর্গ্যানকে দলের নেতা বাছা উচিত। আশা করি কেকেআর এই বিষয়ে দেখছে। ওদের এমন একজন নেতার প্রয়োজন যে রোহিত, ধোনি কিংবা বিরাটের মত সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। কি দারুণ ক্রিকেটার ও।"
মর্গ্যান ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন যখন তখনও কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ৪৩ বলে ১১২ রান। তারপর রাহুল ত্রিপাঠির সঙ্গে ৭৮ রানের পার্টনারশিপ গড়ে জয়ের সম্ভবনাও জাগিয়ে তোলেন। তবে শেষ ওভারে মার্কাস স্টোয়িনিসের বলে ত্রিপাঠি আউট হয়ে যেতেই কেকেআরের আশা শেষ হয়ে যায়।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কার্তিক। তবে ৬ রানের বেশি করতে পারেননি। চলতি টুর্নামেন্টে ভয়াবহ ফর্ম চলছে তাঁর। সবমিলিয়ে ৪ ম্যাচে মাত্র ৩৭ রান করেছেন তিনি।
কেকেআরের বিরুদ্ধে দিল্লির পৃথ্বী শ (৬৬) এবং শ্রেয়স আইয়ার (৮৮) দারুণ সূচনা করেন। প্রথম পাঁচ ওভারেই স্কোরবোর্ডে ৫৬ তুলে বুঝিয়ে দেন বড়সড় টার্গেট খাড়া করবেন তাঁরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২২৮ তোলে দিল্লি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন