/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/Preity-Zinta-on-Mohammed-Shami-700x365_copy_759x422.jpg)
রবিবার কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বই ইন্ডিয়ান্সের রোমহর্ষক ম্যাচের সাক্ষী থেকেছিলেন ক্রিকেটপ্রেমীরা। দুই দলই স্কোরবোর্ডে ১৭৬ তোলে। তারপরেই খেলা গড়ায় সুপার ওভারে। কে জানত হেভিওয়েট মুম্বইয়ের সঙ্গে আন্ডারডগ কিংসদের ম্যাচ এমন উত্তেজনার স্তরে পৌঁছাবে। সুপার ওভারেই দুরন্ত বোলিংয়ের নিদর্শন রাখেন দুই দলের দুই পেসার জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি।
সুপার ওভারে প্রথমে লোকেশ রাহুল এবং নিকোলাস পুরান মাত্র ৫ রান তোলে বোর্ডে। ইয়র্কার সম্রাট জসপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ের সামনে একটাও বাউন্ডারি হাঁকাতে পারেননি দুই কিংস ব্যাটসম্যান।
আরো পড়ুন: ঠিক যেন গজনী! ধোনি থাই প্যাডে এই ‘কীর্তি’ করে রাখতেন
এরপরে সর্বোচ্চ স্তরের বোলিংয়ের উদাহরণ তুলে ধরেন শামি। পাঁচ রান ডিফেন্ড করতে গিয়ে দুই বিধ্বংসী ব্যাটসম্যান ডিকক এবং রোহিত শর্মার বিপক্ষে সেরাটা মেলে ধরেন শামি। মাত্র ৫ রানেই মুম্বইকে আটকে রাখেন তিনি। সুপার ওভারে একই স্কোর হওয়ায় দ্বিতীয় সুপার ওভারে খেলা গড়ায়।
দ্বিতীয় সুপার ওভারে কিংসদের হয়ে ক্রিস জর্ডন ১১ রান খরচ করেন। সেই রান তাড়া করে চার বলেই জয় ছিনিয়ে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। অসামান্য বোলিং পারফরমেন্সের সুবাদে শামির প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন কিংস মালকিন প্রীতি জিন্টা। টুইটারে প্রশংসায় ভরিয়ে দেন জাতীয় দলের সেরা পেসারকে। রবিবার জয়ের কারিগর হিসাবেও বর্ননা করেন প্রীতি।
One can never imagine this chilled out person can unleash a beast on the cricket ground????@MdShami11 You were one of the main architects of yesterday’s victory. Without your incredible bowling spell we would never have crossed the line.Thank you for being you???? #Saddapunjab#Tingpic.twitter.com/qeSjw572qQ
— Preity G Zinta (@realpreityzinta) October 19, 2020
প্রীতি নিজের টুইটারে লেখেন, "কেউ ভাবতেই পারবে না, শান্ত শিষ্ট স্বভাবের শামি মাঠে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। গতকালের জয়ের মূল কারিগর শামি। তোমার দুরন্ত বোলিং না থাকলে আমরা জয়ের ফিনিশিং লাইন স্পর্শই করতে পারতাম না। তোমাকে অজস্র ধন্যবাদ।"
প্রীতির প্রশংসায় আগামী ম্যাচগুলোয় শামি এভাবেই নিজের সেরাটা মেলে ধরতে পারেন কিনা, সেটাই দেখার!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন