Advertisment

চোট পেয়ে আইপিএল শেষের পথে পন্থের, আশা আশঙ্কায় দিন গুনছে দিল্লি

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে পন্থ চোট পান। রোববার তাঁর পরিবর্তে খেলেন অস্ট্রেলিয়ান আলেক্স ক্যারি। পন্থের অনুপস্থিতিতে দিল্লি মুম্বইয়ের কাছে পাঁচ উইকেটে হার হজম করে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলে চোটের শেষ নেই। অমিত মিশ্র, মিচেল মার্শ, ভুবনেশ্বর কুমাররা আগেই ছিটকে গিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ঋষভ পন্থ। যদিও এখনই টুর্নামেন্টে খেলার সম্ভবনা পুরোপুরি শেষ হয়নি তরুণ তুর্কির। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পন্থ আপাতত এক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। এমনটাই জানালেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার।

Advertisment

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে পন্থ চোট পান। রোববার পন্থ খেলতে পারেননি। তাঁর পরিবর্তে খেলেন অস্ট্রেলিয়ান আলেক্স ক্যারি। পন্থের অনুপস্থিতিতে দিল্লি মুম্বইয়ের কাছে পাঁচ উইকেটে হার হজম করে।

আরো পড়ুন: ধোনিদের সামনেই কোহলিকে ‘কিস’ অনুষ্কার, আইপিএলের গ্যালারিতে প্রেমের রংমশাল

শ্রেয়স আইয়ার অবশ্য আশঙ্কার কথা শুনিয়ে রাখছেন, "পন্থ কবে চোট সারিয়ে মাঠে ফিরবে, আমাদের কোনো ধারণা নেই। চিকিৎসক বলেছেন ওঁর এক সপ্তাহ রেস্ট প্রয়োজন। আশা করি, তার মধ্যে ও চোট সারিয়ে দলে ঢুকবে।"

মুম্বইয়ের বিপক্ষে দিল্লি প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৬২ তুলেছিল ৪ উইকেটের বিনিময়ে। সেই টার্গেট মুম্বই ২ বল বাকি থাকতেই তুলে দেয়। পরে আইয়ার স্বীকার করে নেন, তাঁরা ১০-১৫ রান কম করেছিলেন। "স্কোরবোর্ডে ১৭০-৭৫ রান পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দিত। স্টোয়িনিস দারুণ ব্যাট করছিল। ওর আউট হয়ে যাওয়াটা ফ্যাক্টর হয়ে গেল। আমাদের ছোটখাটো বিষয়গুলো নিয়ে আরো ভাবনা চিন্তা করতে হবে।"

এমনটা বলে শ্রেয়স আইয়ার দলের ফিল্ডিং নিয়েও মুখ খোলেন, "আমাদের ফিল্ডিং বেশ খারাপ হয়েছে। বেশ কিছু ড্রপড ক্যাচ এবং মিসফিল্ডস হয়েছে। ওরা সব বিষয়েই আমাদের টেক্কা দিয়েছে। পরের ম্যাচে নামার আগে ত্রুটি শুধরে নিতে হবে আমাদের।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant IPL
Advertisment